Sonarika Bhadoria Pregnant: বিয়ের বছর ঘুরতেই শুরু নতুন অধ্যায়, বেবি বাম্প প্রদর্শন করে সুখবর 'পার্বতী' সোনারিকার

Sonarika Bhadoria Pregnancy: সাগর পাড়ে বেবি বাম্পের ছবি পোস্ট করলেন শ্বেতশুভ্র সোনারিকা। স্বামী-স্ত্রীর মাখমাখ প্রেমের মুহূর্তে শেয়ার করে সুখবর দিলেন অভিনেত্রী।

Sonarika Bhadoria Pregnancy: সাগর পাড়ে বেবি বাম্পের ছবি পোস্ট করলেন শ্বেতশুভ্র সোনারিকা। স্বামী-স্ত্রীর মাখমাখ প্রেমের মুহূর্তে শেয়ার করে সুখবর দিলেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

মা হচ্ছেন সোনারিকা

Sonarika Bhadoria Baby Bump: সোনারিকা ভাদোরিয়া, হিন্দি মেগার অত্যন্ত পরিচিত মুখ। 'দেবো কে দেব...মহাদেব' ধারাবাহিকে পার্বতীর চরিত্রে তাঁর অভিনয় আজও ভোলেনি দর্শক। বেশ কিছু হিন্দি সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন। এখন অবশ্য লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে নিজেকে দূরেই রেখেছেন। তবে এই মুহূর্তে ফের লাইমলাইট ছিনিয়ে নিলেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। প্রিয়তমর সঙ্গে সাগর পাড়ে বেবি বাম্পের ছবি পোস্ট করলেন শ্বেতশুভ্র সোনারিকা। স্বামী-স্ত্রীর মাখমাখ প্রেমের মুহূর্তে শেয়ার করে সুখবর দিলেন অভিনেত্রী। শরৎ-এর সাদা মেঘের ভেলার মাঝে কখনও সাদা-কালো ক্যানভাসে তো কখনও রঙিন মুহূর্তে ধরা দিয়েছেন উড বি পেরেন্টস। 

Advertisment

আরও পড়ুন বিয়ের দু'বছর পর দুই থেকে তিন, পুত্র না কন্যা সন্তানের মা হলেন K3G খ্যাত 'পু' মালবিকা?

বেবি বাম্পে হাত রেখে সিঙ্গল ছবিও পোস্ট করেছেন মম টু বি সোনারিকা। সাদা লেসের পোশাকে সমুদ্রতটে বেবিমুনের খুশির মুহূর্ত শেয়ার করে লিখেছেন, আমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার শুরু। ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনারিকা ও বিকাশ। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর চার হাত এক করে জীবনের নতুন জার্নি শুরু করেন। বিয়ের বছর ঘুরতেই শুরু হল আরও এক নয়া ইনিংস। সোনারিকা-বিকাশ দুজনেই সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। জীবনের রঙিন মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।  জীবনের এই আনন্দের মুহূর্তও যে বাদ যাবে না সেটাই তো স্বাভাবিক। 

Advertisment

শরীরচর্চার জন্য দুজনেই জিমে যেতেই। সেখান থেকেই প্রেমের সূত্রপাত। ২০১১ সালে 'তুম দেনা সাথ মেরা' ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে অভিষেক সোনারিকার। তবে দেবী পার্বতীর চরিত্রে 'দেবো কে দেব মহাদেব'-এ তাঁর অভিনয় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। সাবলীল অভিনয় কোটি কোটি দর্শকের হৃদয় জয় করে।

মেগার দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন সোনারিকা। সিরিয়ালের পাশাপাশি বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেন। হিন্দি থেকে তামিল-তেলুগু ছবিতে সুযোগ পেয়েছেন। সিনেমায় অভিনয়ের পর ফের ছোট পর্দায় কামব্যাক করেন। 'পৃথ্বী বল্লভ', 'দাস্তান-ই-মোহাব্বত সলিম আনারকলি'-র মতো সহ বেশ কিছু উল্লেখযোগ্য মেগায় কাজ করেছেন। 

আরও পড়ুন বিয়ের দু'বছর পর দুই থেকে তিন হলেন টলিউডের পাওয়ার কাপল, পুত্র না কন্যা এল ঘরে?

hindi serial