Shrutika Arjun Health Update: বিরাট অস্ত্রোপচার-পেট ধরে অতিকষ্টে হাঁটছেন, হাসপাতালের ভয়ংকর অভিজ্ঞতা ভাগ বিগ বস গার্লের

Shrutika Arjun Surgery: সাম্প্রতিক অতীতে ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। বিরাট অস্ত্রোপচার হয়েছে শ্রুতিকা অর্জুনের। জীবনের এই কঠিন সময় কতটা চ্যালেঞ্জিং ছিল সেই অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

Shrutika Arjun Surgery: সাম্প্রতিক অতীতে ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। বিরাট অস্ত্রোপচার হয়েছে শ্রুতিকা অর্জুনের। জীবনের এই কঠিন সময় কতটা চ্যালেঞ্জিং ছিল সেই অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dwedww

ভয়ংকর অভিজ্ঞতা

Shrutika Arjun Hospital Video: রিয়্যালিটি শো 'বিগ বস ১৮'-এর প্রতিযোগী ও অভিনেত্রী শ্রুতিকা অর্জুন দর্শকমহলে বেশ জনপ্রিয়। সম্প্রতি অসুস্থতার কারণে চর্চায় রয়েছেন। হাসপাতাল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন যা দেখে চক্ষুচড়কগাছ ভক্ত থেকে নেটিজেনদের। সেই ভিডিওতেই শ্রুতিকা জানান, সাম্প্রতিক অতীতে ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। বিরাট অস্ত্রোপচার হয়েছে শ্রুতিকার। জীবনের এই কঠিন সময় কতটা চ্যালেঞ্জিং ছিল সেই অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। একইসঙ্গে বিগ বসের ঘরের কিছু স্মৃতিও রোমন্থন করেন।

Advertisment

শ্রুতিকার ইনস্টাগ্রাম পোস্ট 

শ্রুতিকা অর্জুন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। চোখে-মুখে দুর্বলতার ছাপ, হাঁটতেও বেশ কষ্ট হচ্ছিল। মেজর অস্ত্রোপচার হয়েছে শ্রুতিকার। এই ভিডিওটি দখেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'এক বছর। দুই পৃথিবী। আর ভালোবাসায় ভরা একটি হৃদয়।'

Advertisment

ভাইরাল ভিডিও

শ্রুতিকার শেয়ার করা ভিডিও মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পোস্টের মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, 'এক বছর আগে আমি বিগ বসের ঘরে গিয়েছিলাম। আমার জীবনের এমন একটি অধ্যায় যা আমি চিরকাল মনে রাখব। শক্তি, ধৈর্য আর আবেগের এক পরীক্ষামূলক অধ্যায় ছিল। এক বছর পর আমি এক অন্য জগতে। একটা সময় থাকত আলো, ক্যামেরা কিন্তু এখন আমার পাশে চিকিৎসক, নার্স আর সুস্থ হওয়ার তাগিদ।

আরও পড়ুন ১০ জনের সঙ্গে রুম শেয়ার-খারাপ ফ্রিজে রাখতেন অন্তর্বাস! জীবনযুদ্ধ নিয়ে অকপট আরিয়ানের ছবির নায়ক রাঘব

ভক্তদের প্রার্থনা

ভিডিওটি ভাইরাল হওয়ার পর শ্রুতিকার ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেউ লিখেছেন, তাঁর হাসিই তার প্রকৃত শক্তি। অনেক সেলিব্রিটিও অভিনেত্রীর পোস্টে সুস্থতা প্রার্থনা করেছেন। এখন কেমন আছেন শ্রুতিকা? ভিডিওর মাধ্যমে শ্রুতিকা তাঁর ভক্তদের আশ্বস্ত করেছেন যে তিনি এখন ভাল আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। মুখের ওই উজ্জ্বল হাসি ও ইতিবাচক মনোভাবই ভক্তরা আশাবাদী তিনি খুব শীঘ্রই পর্দায় কামব্যাক করবেন। 

আরও পড়ুন মাত্র ৪১-এ হৃদরোগ কেড়ে নিল প্রাণ, অকাল প্রয়াণ 'টাইগার ৩' খ্যাত অভিনেতা

bigg boss 18