Varinder Singh Ghuman Death: মাত্র ৪১-এ হৃদরোগ কেড়ে নিল প্রাণ, অকাল প্রয়াণ 'টাইগার ৩' খ্যাত অভিনেতা

Varinder Singh Ghuman Heart Attack: মাত্র ৪১-এ হৃদরোগ কেড়ে নিল সলমন খানের সহ অভিনেতা বরিন্দর সিং ঘুমান-এর প্রাণ। পঞ্জাবি অভিনেতার অকাল প্রয়াণে শোকের ছায়া টিনসেল টাউনে।

Varinder Singh Ghuman Heart Attack: মাত্র ৪১-এ হৃদরোগ কেড়ে নিল সলমন খানের সহ অভিনেতা বরিন্দর সিং ঘুমান-এর প্রাণ। পঞ্জাবি অভিনেতার অকাল প্রয়াণে শোকের ছায়া টিনসেল টাউনে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

অকাল মৃত্যু

Varinder Singh Ghuman-Salman Khan: পথ দুর্ঘটনায় পঞ্জাবি গায়ক ও অভিনেতা রাজবীর জাওয়ান্দা-র প্রয়াণের পরই বিনোদন জগৎ-এ ফের মৃত্যু সংবাদ। দুঃখের রেশ কাটতে না কাটতেই শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে। অকাল প্রয়াণ অভিনেতা ও বডিবিল্ডার বরিন্দর সিং ঘুমানের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। বরিন্দর 'নিরামিষাশী বডিবিল্ডার' হিসেবে নিজের একটা পরিচিতি তৈরি করেছিলেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি ছিলেন খুবই সক্রিয়। সলমন খান অভিনীত টাইগার ৩ সহ কয়েকটি ছবিতে অভিনয়ও করেছিলেন এই প্রয়াত অভিনেতা।

Advertisment

আরও পড়ুন আড়াই মাস পর্যন্ত প্রেগন্যান্সির টেরই পাননি! কন্যা সন্তানের মা হওয়ার ইচ্ছেপ্রকাশ ভারতীর

বরিন্দরের ম্যানেজার যদবিন্দর সিং পিটিআই-কে জানিয়েছেন, অভিনেতা কাঁধে ব্যথা নিয়ে অমৃতসরের একটি হাসপাতালে গিয়েছিলেন। সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভাইপো অমঞ্জত সিং ঘুমান জলন্ধরে সাংবাদিকদের তাঁর মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন। বরিন্দর অভিনীত উল্লেখযোগ্য হিন্দি ছবিগুলির মধ্যে অন্যতম 'টাইগার ৩', 'বরিন্দর রোর: টাইগার্স অব সুন্দরবনস', 'মরজাওয়া' এবং 'কাবাডি ওয়ান্স এগেইন'। ২০০৯ সালে 'মিস্টার ইন্ডিয়া' খেতাব জিতে বরিন্দর প্রথম আলোচনায় আসেন বরিন্দর সিং ঘুমান। এরপর মিস্টার এশিয়া প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হন। 

Advertisment

ইনস্টাগ্রামে বরিন্দরের ফলোয়ার্স প্রায় এক মিলিয়নেরও বেশি। ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ারও ইচ্ছে প্রকাশ করেছিলেন। তাঁর মৃত্যুর পর পঞ্জাবের বহু রাজনীতিবিদ সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং বিট্টু এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'পাঞ্জাবের গর্ব ইন্ডিয়ার হি-ম্যান বরিন্দর ঘুমান জির মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি কঠোর পরিশ্রম ও নিরামিষ জীবনযাপনের মাধ্যমে ফিটনেস জগতে নজির গড়েছিলেন। ওঁর জীবনযাত্রা তরুণ প্রজন্মের কাছে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।'

কংগ্রেস সাংসদ ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রন্ধাওয়া লিখেছেন,'পঞ্জাবের বিখ্যাত বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর সিং ঘুমানের আকস্মিক প্রয়াণের খবর অত্যন্ত হৃদয়বিদারক। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও বহুমুখী প্রতিভার মাধ্যমে পঞ্জাবের নাম উজ্জ্বল করেছেন। ওয়াহেগুরু, ওঁর আত্মার চিরশান্তি পাক এবং শোকস্তব্ধ পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।'

আরও পড়ুন 'জোর করে ওষুধ খাইয়ে গর্ভপাত-অত্যাচার সইতে না পেরে..', পবনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীর

death news actor death news