Bigg Boss 19: একাধিক লিফ্ট-অত্যাধুনিক সরঞ্জাম থাকা সত্ত্বেও বিদ্যুতের বিল মাত্র ৬০০ টাকা! কী ভাবে সম্ভব? ফাঁস করলেন তানিয়া

Tanya Mittal: একাধিক লিফট থাকা সত্ত্বেও তানিয়ার বাড়ির বিদ্যুতের বিল মাত্র ৬০০ টাকা! শুনে চমকে গেলেও এটাই সত্যি। তবে এর নেপথ্যে রয়েছে এক বিশেষ কাহিনি।

Tanya Mittal: একাধিক লিফট থাকা সত্ত্বেও তানিয়ার বাড়ির বিদ্যুতের বিল মাত্র ৬০০ টাকা! শুনে চমকে গেলেও এটাই সত্যি। তবে এর নেপথ্যে রয়েছে এক বিশেষ কাহিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

তানিয়ার বাড়ির বিদ্যুৎ-এর বিল

Tanya Mittal Electricity Bill: বিগ বস ১৯-এর ঘরে অন্যতম পপুলার সদস্য তানিয়া মিত্তল। রিয়্যালিটি শোয়ে আলোচিত প্রতিযোগীদের তালিকায় ইনফ্লুয়েন্সার-উদ্যোক্তা তানিয়া সাম্প্রতিক অতীতে দাবি করেছিলেন তাঁর রয়েছে ১৫০ জন দেহরক্ষী এবং প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের থেকে বিলাসবহুল লাইফস্টাইলে অভ্যস্ত তানিয়া। এই ধরনের মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলের শিকার হয়েছিলেন বিগ বস গার্ল। ফের লাইমলাইটে তানিয়া মিত্তল। এবার কী এমন দাবি করলেন?  

Advertisment

গায়ক-সুরকার আমাল মালিকের সঙ্গে আড্ডায় তানিয়া তাঁর জীবনের গল্প শোনালেন। গোয়ালিওরের বাড়ি আড়ম্বর চোখে পড়ার মতো কিন্তু, খুবই  সাশ্রয়ী। তিনি গর্বের সঙ্গে জানান, একাধিক লিফট থাকা সত্ত্বেও তাঁদের বিদ্যুতের বিল মাত্র ৬০০ টাকা! শুনে চমকে গেলেও এটাই সত্যি। তবে এর নেপথ্যে রয়েছে এক বিশেষ কাহিনি। এটা কোনও রহস্য নয়, আসলে তানিয়ার বাড়িতে রয়েছে সৌরবিদ্যুৎ চালিত ব্যবস্থা। যা বিদ্যুতের খরচে অনেক সাশ্রয়ী। শুধু তাই নয় বাড়ির বাগানে চাষ হয় শাকসবজি আর দুধ আসে সরাসরি নিজেদের গোয়াল থেকে।

আরও পড়ুন  'সল্ট অ্যান্ড পেপার' লুকে শাহরুখের সারপ্রাইজ! 'কিং'-এর সেট থেকে লুক ফাঁস, দেখুন ছবি

Advertisment

তবে সৌরপ্যানেলের খবর যতটা নজর কেড়েছে তার থেকেও বেশি আলোড়ন তুলেছে তানিয়ার মূল্যবোধের জ্ঞান। তিনি বলেন, পরিবার শিখিয়েছে সীমার মধ্যে থাকতে, টাকা বাঁচাতে এবং জীবনে ভারসাম্য বজায় রাখতে। যদিও তাঁর স্বঘোষিত ১৫০ বডিগার্ড শুনে অনেক দর্শক হাসি চেপে রাখতে পারেননি। পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তানিয়া বলেন, শিক্ষাই তাঁকে আজ এতটা মাটির মানুষ করে তুলেছে।

সোশ্যাল মিডিয়ায় তানিয়ার এই মন্তব্যে কমেন্ট বক্সজুড়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তাঁর সততা প্রশংসা করেছেন তো আবার কেউ এটিকে বিনয়ের ছদ্মবেশ ধারণ করেছেন বলে খোঁচা মেরেছেন। এদিকে আবার তানিয়াকে কটাক্ষ করে বানানো ভিডিও শেয়ার করে ভাইরাল হন কনটেন্ট ক্রিয়েটর  বলরাজ সিং।

আরও পড়ুন লিপ ফিলার সরিয়ে স্বাভাবিক হতেই..., অসুস্থতার খবর জানিয়ে কেন দুঃপ্রকাশ উরফির?

যেখানে তিনি অভিযোগ করেন তানিয়া 'ভুয়ো' এবং ফেমাস হতে বন্ধুত্বকে ব্যবহার করেন। প্রয়োজন ফুরিয়ে গেলেই সেই মানুষটির সঙ্গে দূরত্ব তৈরি করেন। তবে বিতর্ক তানিয়ার জীবনে নতুন কিছু নয়। বিগ বস গার্লের বাইরে তিনি একাধারে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, পডকাস্টার, উদ্যোক্তা ও মোটিভেশনাল স্পিকার। 

Electric Bill Bigg Boss