Urfi Javed Health: লিপ ফিলার সরিয়ে স্বাভাবিক হতেই..., অসুস্থতার খবর জানিয়ে কেন দুঃপ্রকাশ উরফির?

Urfi Javed Health Update: টলিউড থেকে বলিউড, ধুম জ্বরে কাবু রূপোলি দুনিয়ার তারকরা। বাংলার রুক্মিণী মৈত্র থেকে হিন্দি ধারাবাহিকের নিক্কি তম্বোলির পর এবার তালিকার নয়া সংযোজন উরফি। তাঁর আবার শুধু জ্বর নয় সঙ্গে...।

Urfi Javed Health Update: টলিউড থেকে বলিউড, ধুম জ্বরে কাবু রূপোলি দুনিয়ার তারকরা। বাংলার রুক্মিণী মৈত্র থেকে হিন্দি ধারাবাহিকের নিক্কি তম্বোলির পর এবার তালিকার নয়া সংযোজন উরফি। তাঁর আবার শুধু জ্বর নয় সঙ্গে...।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

অসুস্থ উরফি

Urfi Javed High Fever And Periods: বিগত বেশ কয়েকদিন পেজ ৩-এর খবরে চর্চায় ছিলেন উরফি জাভেদ। লিপ ফিলার সরানোর ভিডিও পোস্ট থেকে স্বাভাবিক মুখের ছবি শেয়ার, প্রেমিকের সঙ্গে সম্পর্কে সিলমোহর দেওয়া সবকিছু মিলিয়েই লাইমলাইটে ছিলেন উরফি। তবে এই মুহূর্তে অসুস্থ সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। ইনস্টা হ্যান্ডেলে নিজেই সেই খবর শেয়ার করেছেন। থার্মোমিটারের ছবি শেয়ার করে দেখিয়েছেন ১০২ ডিগ্রি জ্বরে কাবু। সেই সঙ্গে আবার ঋতুস্রাব। এ যেন গোদের উপর বিষফোঁড়া। উরফিও মজা করে লিখেছেন, 'জ্বর আর ঋতুস্রাব কী সাঙ্ঘাতিক কম্বিনেশন।'

Advertisment

প্রসঙ্গত, কেকদিন আগেই অ্যালার্জিতে মারাত্মক ভুগেছেন উরফি। সেই খবরও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। চোখ-মুখ ফুলে একেবারে সাঙ্ঘাতিক অবস্থা। চোখ-মুখ ফুলে ঢোল। অ্যালার্জিতে মুখের মানচিত্রটাই বদলে গিয়েছিল। ইনস্টা স্টোরিতে ছবি পোস্ট করে নিজেই সমস্যার কথা জানিয়েছিলেন উরফি। সেই বিষয়টি উল্লেখ করে তিনি লিখেছিলেন, 'এই পৃথিবীতে এমন কোনও চিকিৎসক আছেন যিনি আমাকে এই অ্যালার্জি থেকে মুক্তি দিতে পারবেন? প্রতিদিন সকালে আমার মুখ এভাবে ফুলে যায়। মানুষ এই ফোলাভাব দেকে ভাবে ফিলার, বোটক্স বা কোনও সার্জারি। জিমে যাওয়ার আগে পর্যন্ত চোখ পুরো লাল ছিল।' 

Advertisment

আরও পড়ুন 'ধূমকেতু' ক্রেজের মাঝেই অসুস্থ রুক্মিণী, কেমন আছেন দেবের 'বিনোদিনী'?

সম্প্রতি ১০৩ ডিগ্রি জ্বরে প্রায় বেহুঁশ ছিলেন নিক্কি তম্বোলি। ইনস্টাগ্রাম স্টোরিতে নিক্কি একটি থার্মোমিটারের ছবি শেয়ার করেছিলেন। যেখানে তাঁর জ্বরের তাপমাত্রা ছিল ১০৩.৬ ডিগ্রি। ঠিক একদিন পরই শেয়ার করলেন হেলথ আপডেট। ইনস্টা স্টোরিতে লেখেন, 'ডেঙ্গু পজেটিভ'।

আরও পড়ুন গায়ে ধুম জ্বর-বিছানায় শয্যাশায়ী নিক্কি, বিগ বস গার্লের রিপোর্টে যা বেরল...

এই পোস্ট থেকেই স্পষ্ট ডেঙ্গু আক্রান্ত হওয়ার জন্যই গায়ে ১০৩ ডিগ্রি জ্বর। নিক্কির জন্য উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা। অগাস্টের শেষেপর দিকে জ্বরে একেবারে বিছানায় শয্যাশায়ী ছিলেন পর্দার 'নটী' রুক্মিণী মৈত্র। ১০২ জ্বর নিয়ে  ইনস্টা স্টোরিতে রুক্মিণী লিখেছিলেন, 'যখন ভাইরাসের কবলে পড়ে গেলাম। ১০২ নট আউট।'

Urfi Javed