TV shows - Bigg Boss: টেলিভিশনের সিরিয়াল যেমন জনপ্রিয়, তাঁর সঙ্গে সঙ্গে যে বিষয়টা দারুণ জনপ্রিয় সেগুলি হল রিয়ালিটি শো। এবং সবসময়ের মতো মানুষের ভীষণ পছন্দের কয়েকটি শো হোক বিগ বস এবং খাত্রো কে খিলাড়ি। এই দুই শো, দীর্ঘ এতবছর ধরে নানা ধরনের আলোড়ন সৃষ্টি করে। কিন্তু, শোনা যাচ্ছে এই দুই শোয়ের অস্তিত্ব নাকি সংকটে?
বিগ বস যেমন নানা বিতর্কের জন্ম দিয়েছে, ঠিক তেমনই এই শো থেকে বহু মানুষ নিজের জীবনের সেরা বন্ধু এবং প্রেম খুঁজে পেয়েছে। কিন্তু এই শো নাকি নতুন সিজন ফিরে আসার আগেই এক সমস্যার মুখোমুখি হয়েছে? এমনকি আদৌ এর নতুন সিজন আসবে কিনা, সেই নিয়েও উঠছে প্রশ্ন। কিন্তু কেন? এই শো দুটির যিনি প্রযোজক ছিলেন, তিনি নাকি ব্যাকফুটে চলে গিয়েছেন? তিনি নাকি তাঁর শেয়ার তুলে নিয়েছেন এই শো থেকে? কালারস টিভির সঙ্গে সঙ্গে তাঁদেরও প্রায় হাফ স্টক ছিল এই শোয়ে।
আরও পড়ুন - Singer Left Family: 'আমি আর ওদের দিদি না..', সুপারস্টার ভাইবোনের সঙ্…
জানা যাচ্ছে, এই দুটি শোয়ের নেপথ্যে বাণিজয় এশিয়া ( endemol shine ) তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, যে নিজেদের কোলাবেরশন তাঁরা ছিন্ন করবেন। এবং তাঁদের প্রায় ৫০% স্টেক ছিল এই দুটি শোয়ের ক্ষেত্রেও। এখন কানাঘুষো খবর এখানেই যে কলর্স টিভি আদৌ এই দুটি শো ধরে রাখতে পারেন না। কিন্তু, কেন এই সিদ্ধান্ত নিলেন তাঁরা? হঠাৎ কেন এই পপুলার দুটি শো নিয়েই এহেন অশান্তি? যেখানে এত জনপ্রিয় দুটি শো দারুণ TRP হোল্ড করছিল তাহলে কি?
আরও পড়ুন - Twinkle Khanna: রাজেশ না, বিনোদ খান্না টুইঙ্কেলের বাবা! নিজের পিতৃপর…
সূত্রের খবর, বানিজয় এশিয়ার সঙ্গে চ্যানেলের অন্তর্বর্তী দ্বন্দ্ব নাকি এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে তাঁদের। এখানেই শেষ না। এমনও শোনা যাচ্ছে প্রায় দুই সপ্তাহ আগেই তাঁরা তাঁদের স্টক তুলে নিয়েছেন। আশঙ্কা এখানেই যে আদৌ এই দুই শো ফের তৈরি হবে কিনা। তবে, এও জানা যাচ্ছে যে বিগ বসের আগামী সিজনের জন্য বেশ কয়েকজন তারকাকে নিয়ে আলোচনা চলছে। এবং, কেউ কেউ তো একদম নিশ্চিত যে সেই সিজনে তাঁরা জুড়ছেন। যদিও, আসন্ন সময়েই বোঝা যাবে যে কী হতে চলেছে।