Vishal Pandey Hospitalized: শুটিংয়ের সময় প্রাণঘাতী দুর্ঘটনা! অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেতা-বিগ বস প্রতিযোগী?

Vishal Pandey Accident: বিগ বস OTT 3- এর প্রতিযোগী বিশাল পাণ্ডে অল্পের জন্য প্রাণঘাতী দুর্ঘটনা থেকে রক্ষা পান। হাসপাতালের বিছানায় শয্যাশায়ী অভিনেতা ও বিগ বস ওটিটি ৩-এর প্রতিযোগী ছবি পোস্ট করে কী বললেন?

Vishal Pandey Accident: বিগ বস OTT 3- এর প্রতিযোগী বিশাল পাণ্ডে অল্পের জন্য প্রাণঘাতী দুর্ঘটনা থেকে রক্ষা পান। হাসপাতালের বিছানায় শয্যাশায়ী অভিনেতা ও বিগ বস ওটিটি ৩-এর প্রতিযোগী ছবি পোস্ট করে কী বললেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

মারাত্মক পরিণতি

Bigg Boss OTT 3 Vishal Pandey: শুটিং সেটে অভিনেতা-অভিনেত্রীদের আহত হওয়ার ঘটনা প্রায়ই উঠে আসে পেজ ৩-এর খবরে। সম্প্রতি বিগ বস OTT 3-র প্রতিযোগী ও অভিনেতা বিশাল পাণ্ডে শুটিংয়ের সময় গুরুতর আহত হন। বরাতজোরে প্রাণে বাঁচেন বিশাল। স্নায়ু ভেদ করে কাঁচের টুকরো ঢুকে দুটি অস্ত্রোপচার হয়েছে। হাসপাতালের বিছানায় শয্যাশায়ী বিশাল পাণ্ডে। ইনস্টা অ্যাকাউন্টে সেই ছবি দেখলে শিউরে উঠবেন। বাঁহাতে ব্যাণ্ডে, ডানহাতে স্যালাইনেলর চ্যানেল। বেশ কয়েকটি ছবি পোস্টের সঙ্গে বিশাল জানিয়েছেন হাড়হিম করা আরও এক সত্য। হৃদয়ের কাছাকাছি ধমনিটি কয়েক ইঞ্চির জন্য রক্ষা পেয়েছে। নাহলে তিনি অর্ধেক পক্ষাঘাতগ্রস্থও হয়ে যেতে পারতেন। 

Advertisment

এইরকম ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও বিশাল সোশ্যাল মিডিয়ায় হাসিমুখে ছবি শেয়ার করে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন এই ছোট্ট ধাক্কা তাঁকে থামাতে পারবে না। বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর বিশাল ইনস্টা হ্যান্ডেলে লেখেন, 'দুর্ঘটনা মানুষকে নাড়িয়ে দেয়। শুটিংয়ের সময় কাঁচে আমার স্নায়ু কেটে গিয়েছে যা আমি কখনও ভাবিনি। আমার সবচেয়ে প্রিয় কাজ অভিনয় করা। আর সেটা করতে গিয়েই এমন বিপত্তি। দু'টি অস্ত্রোপচারের পর আমার সব কাজ বন্ধ রাখতে হচ্ছে। একজন মানুষ যে এত কষ্ট করে নিজের ইচ্ছে মতো শারীরিক কাঠামো তৈরি করল, স্বপ্নের কেরিয়ারের পথে এগিয়ে যাচ্ছিল তাঁর কাছে এটা একটা দুঃস্বপ্ন।'

Advertisment

বিশাল আরও যোগ করেন, তিনি যে বেঁচে আছেন সেটা নিছক ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু নয়। পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতিদিনের প্রার্থনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশাল। তাঁর কথায়, 'মারাত্মক দুর্ঘটনার পরও দেখুন এই ছবিগুলোতে আমি হাসছি। কেন জানেন? কারণ আমি যখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব তখন আর কেউ বা কোনও কিছু আমাকে থামাতে পারবে না। তাই এই পরিস্থিতিতেও আমি থামছি না। এই ছোট ঘটনা আমার মনের জোর কমাতে পারবে না বরং আমাকে সুস্থ হয়ে জীবনে এগিয়ে যেতে উজ্জীবিত করবে। যেমনটা বলা হয় সূর্য আবার ওঠে, আমিও তেমনই আমার জীবনেও ঘটবে।' 

আরও পড়ুন হাতে ব্যাণ্ডেজ-হাসপাতালে ভিকি জেইন, আচমকা কী হল অঙ্কিতার স্বামীর?

চলতি বছরেই বিশাল তাঁর প্রথম আন্তর্জাতিক ছবি 'Far Away From Home' নিয়ে কান চলচ্চিত্র উৎসবে আত্মপ্রকাশ করেন। অন্যদিকে বিগ বস OTT 3- এ অংশ নেওয়ার সময় বিশাল সহ-প্রতিযোগী আরমান মালিকের দ্বিতীয় স্ত্রী কৃতিকা মালিককে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। যদিও বিশাল নিজের পক্ষে সাফাই দিয়ে বলেছিলেন, তিনি কোনও অসৎ উদ্দেশ নিয়ে কথাগুলো বলেননি। তবুও আরমান মালিক কষিয়ে চড় মেরেছিলেন। 

আরও পড়ুন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে মাধুরিমা, কেমন আছেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী?

Bigg Boss OTT