/indian-express-bangla/media/media_files/2025/08/29/qwew2e2-2025-08-29-11-04-47.jpg)
হাসপাতালে মাধুরিমা
Maadhurima Chakraborty Health: বাংলা ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ মাধুরিমা চক্রবর্তী। সিরিয়ালের পাশাপাশি সিরিজেও তাঁর জুরি মেলা ভার। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। জীবনের সুখ-দুঃখের মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন মাধুরিমা। ইনস্টা হ্যান্ডেলে হাসপাতালের বিছানায় শুয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। যা দেখে চমকে যায় নেটনাগরিকরা। আচমকা কী হল অভিনেত্রীর?
বাড়িতে গণপতি বাপ্পার আগমনের আগেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু মনের সেই ইচ্ছে পূরণ হয়নি মাধুরিমার। প্রায় ছ'দিনের বেশি শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী। এখন কেমন আছেন তা জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে মাধুরিমার সঙ্গে যোগাযোগ করা হয়।
তিনি বলেন, 'এখন আগের তুলনায় অনেকটা ভাল আছি। পাকস্থলিতে মারাত্মক ইনফেকশন সহ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। সেই সঙ্গে হৃদযন্ত্রেও কিছু সমস্যা দেখা যায়। স্যালাইনের সঙ্গে অনেকরকমের ট্রিটমেন্টও চলছে। ডায়েটেশিয়ান ফুড চার্ট দিয়েছেন। এখন একদম সফ্ট ডায়েটে আছি।' কবে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন মাধুরিমা? উত্তরে অভিনেত্রী জানান, 'ছ'দিন হয়ে গেল হাসপাতালে ভর্তি। আর কতদিন আর থাকতে হবে জানি না। আসলে ইনফেকশনটা খুবই মারাত্মক পর্যায়ে পৌঁছে গিয়েছিল।'
আরও পড়ুন 'সব ক্ষত...', কলারবোনে দৃশ্যমান ব্যান্ডেজ! কী হয়েছে জনপ্রিয় বাঙালি অভিনেত্রী মাধুরিমার?
অতিরিক্ত কাজের চাপ বা কোনও খাবার থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী? মাধুরিমা বলেন, 'সেটা ঠিক বুঝতে পারছি না। চিকিৎসকও আমাকে কিছু বলেননি। তবে একটা বিষয় একটু স্পষ্ট করে দিতে চাই, আমার হৃদযন্ত্রে সমস্যা পাওয়া গিয়েছে। তার মানে এটা নয় যে আমার হার্ট অ্যাটাক হয়েছে। নিজের সম্পর্কে এটা শুনতে একদম ভাল লাগছে না।'
প্রসঙ্গত, গতবছরও গুরুতর অসুস্থ অবস্থায় শুটিং সেট থেকে তড়িঘড়ি হাসপাতালে ছুটেছিলেন। স্ত্রী রোগ বিশেষজ্ঞ একটি সমস্যায় ভুগছিলেন মাধুরিমা। জীবন সাথী', 'ত্রিশুল', 'বধূয়া '-র মতো একাধিক ধারাবাহিকে মধুরিমার অভিনয় বারবার মেগার দর্শকের প্রশংসা কুড়িয়েছে। আপাপত অভিনেত্রীর অনুগামীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
আরও পড়ুন এক রাতের আনন্দের জন্য দেউলিয়া, হোটেল বুকিং করতে গিয়ে কত খোয়ালেন মাধুরিমা?