/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/feature-bioscopwala.jpg)
মুক্তি পেল বায়োস্কোপওয়ালার টাইটেল ট্র্যাক। আয়া আয়া আয়া বায়োস্কোপওয়ালা- এই লাইনটি কানের কাছে বেজে উঠলেই কারো কারো হয়ত মনে পড়ে যাবে পুরোনো দিনের কথা, যখন শহর কলকাতায় বায়োস্কোপের বাক্স নিয়ে ঘু বেড়াতেন একদল মানুষ।
ছবির এই গানটি লিখেছেন গুলজার। সন্দেশ শাণ্ডিল্যর সঙ্গীতপরিচালনায় গানটি গেয়েছেন কে মোহন।
আরও পড়ুন, বায়োস্কোপওয়ালা ট্রেলার: কাবুলিওয়ালার চরিত্রে ড্যানি
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বায়োস্কোপওয়ালার ট্রেলার। এ ছবিতে বায়োস্কোপওয়ালার ভূমিকায় দেখা যাবে ড্যানিকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প কাবুলিওয়ালা যেখানে শেষ হয়েছিল তারই পরের গল্প বলবে বায়োস্কোপওয়ালা। প্রাপ্তবয়স্ক মিনি বাবার মৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছা অনুসারে ছোট্টবেলার বন্ধু সেই বায়োস্কোপওয়ালাকে খুঁজতে বেরোয়। কাহিনির কাবুলিওয়ালা, চিত্রনাট্যের বায়োস্কোপওয়ালা নিজের মেয়েকে আফগানিস্থানে রেখে ভারতে এসেছিল।
এ ছবিতে মিনি সেই বাবা-মেয়ের পুর্নমিলনের চেষ্টা করে।
Nostalgia will hit you hard with the #BioscopewalaSong, #OutToday!#WhatsYourStory@_AdilHussain@tiscatime#DannyDenzongpa#GeetanjaliThapa@SunilDoshi@DebMedhekar@foxstarhindi@starindia@AllianceMediaINpic.twitter.com/u6nBfsuFkP
— Zee Music Company (@ZeeMusicCompany) May 17, 2018
আরও পড়ুন, এবারও ঈদে সল্লুভাই; মুক্তি পেল রেস থ্রি ছবির ট্রেলার
বায়োস্কোপওয়ালার পরিচালক দেব মেধেকর। ছবিতে ড্যানি ছাড়াও মিনির ভূমিকায় দেখা যাবে গীতাঞ্জলি থাপাকে। দেখা মিলবে টিসকা চোপড়া ও আদিল হুসেনের।
আগামী ২৫ মে মুক্তি পেতে চলেছে বায়োস্কোপওয়ালা।