Bollywood Actress Bobby Darling:হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ ববি ডার্লিং। বিংশ শতাব্দীর শেষ লগ্নে অর্থাৎ ২০০০ সালে বহু বলিউড ছবিতে অভিনয় করেছেন ববি ডার্লিং। পেজ থ্রি, চলতে চলতে-র মতো একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকাতেই দেখা গিয়েছে। বিগ বসের ঘরেও প্রতিযোগী হিসেবে নজর কেড়েছেন। কিন্তু, বর্তমানে তাঁর আর দেখা মেলে না। সম্প্রতি সিদ্ধার্থ কাননের সঙ্গে আলাপচারিতায় উঠে এল ববি ডার্লিংয়ের জীবনে ঘটে যাওয়া বেশ কিছু সাঙ্ঘাতিক ঘটনার কথা। বলিউডের প্রযোজকদের দুর্ব্যবহারের স্বাকীর হয়েছেন ববি ডার্লিং। ম্যায়নে দিল তুজকো দিয়া ছবির প্রযোজক বান্টি ওয়ালিয়া তাঁকে প্রাপ্য পারিশ্রমিক দেওয়ার বদলে চরম অপমান করেছিলেন। ববি ডার্লিংকে বান্টি বলেছিলেন, 'তোমাকে চরিত্রও দেব আবার পারিশ্রমিকও!!'
রূপান্তকামী অভিনেত্রী ববি ডার্লিং দীর্ঘ চার বছর পর মুম্বই ফিরেছেন। আর এই মুহূর্তে তাঁর জীবনের একটাই লক্ষ্য, অভিনয়ে ফেরা। কাজের সন্ধানে একপ্রকার হন্যে হয়ে ঘুরছেন। একটানা কর্মবিরতিতে অবসাদে ভুগেছেন, কিন্তু কঠিন পরিস্থিতিতে পাশে কাউকে পাননি। এভাবে চলতে থাকলে জীবনে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন! সিদ্ধার্থ কাননের শোয়ে বিস্ফোরক ববি ডার্লিং। জীবনে বাঁচার তাগিদে একতা কাপুরের সঙ্গে কাজের সঙ্গে যোগাযোগ করেছেন। ২০০৫ সালে একতার সঙ্গে ক্যায়া কুল হ্যায় হাম ছবিতে কাজ করেছিলেন।
আরও পড়ুন সই বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে মন খারাপ 'রাঙা বউ' শ্রুতির, কেন আড়ম্বরহীন জীবনের বিশেষ দিন?
ববির সংযোজন, 'আমি একতাকে মেসেজ করে বলেছি, তোমার পায়ে পড়ছি একটা কাজ দাও। আমি কাজের জন্য মরিয়া হয়ে উঠেছি। প্রচণ্ড অবসাদে ভুগছি। মনে হচ্ছে, আমিও সুশান্তের মতো আত্মহত্যা করে নিই।' আরও যোগ করেন, 'রীতেশ দেশমুখ আমার থেকে অনেক ভাল কাজ করেন আমি জানি। এটাও জানি যে আমি ঐশ্বর্য রাই বচ্চনও নই।' কাজের সন্ধানে মুম্বই তো এসেছেন, কিন্তু যদি সেই আশা পূরণ না হয় তাহলে কী করবেন?
আরও পড়ুন 'চিরদিন আমরা...', পরাগ ছাড়াও শেফালির জন্য যন্ত্রণায় দিন কাটছে কার?
ববি বলছেন, 'আমি কাজের জন্য অনুরোধ করেছি। কাজ আমার জন্য কতটা প্রয়োজন সেটা বলেছি। মুম্বই ছেড়ে চলে যেতে হবে। কিন্তু, কিছুতেই বার ডান্সার হিসেবে আর কাজ করব না।' প্রসঙ্গত, সিনেমার পাশাপাশি ববি বেশ কিছু হিন্দি মেগাতেও কাজ করেছেন। সেই তালিকায় রয়েছে 'কসৌটি জিন্দেগি কি', 'আহাট', 'ইয়ে হ্যায় আশিকি', 'শ্বশুরাল সিমর কা' ও 'কৃষ্ণকলি'।