Parag Tyagi Emotional Post: দিনটা ছিল ২৭ জুন, সেই দিন রাতেই বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন কাঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ২৮ জুন সকালে শেফালির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া টিনসেল টাউনে। মাত্র ৪২ বছরে শেফালির এই অকাল প্রয়াণে স্তম্ভিত সতীর্থ থেকে পরিচিতরা। শেফালি জারিওয়ালার মৃত্যুর খবরে ভেঙে পড়েছিল তাঁর অগণিত ভক্ত। আজও যেন কেউ বিশ্বাস করতে পারেন না শেফালি জারিওয়ালা আর নেই।
স্ত্রীর মৃত্যুতে কতটা ভেঙে পড়েছিলেন পরাগ ত্যাগী সেই হৃদয়বিদারক মুহূর্ত লেন্সবন্দি হয়েছিল পাপারাজ্জিদের লেন্সে। শেফালির মৃত্যুর বেশ কয়েকদিন পর সোশ্যাল মিডিয়ায় প্রথম একটি পোস্ট শেয়ার করেছিলেন অভিনেতা-স্বামী। তার দু-একদিন পর যুগলের ছবি পোস্ট করে ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন। এবার দুই নয়, তিনজনের ভিডিও পোস্ট করে শেফালির উদ্দেশ্যে স্মৃতিমেদুর পোস্ট পরাগের।
আরও পড়ুন 'চিরদিন শুধু তোমাকেই ভালবাসব', শেফালির সঙ্গে রঙিন মুহূর্তের কোলাজে স্মৃতিমেদুর পোস্ট পরাগের
কয়েক সেকেণ্ডের ভিডিওর প্রথমটিতে পরাগের হাতের উপর রাখা শেফালির হাত। দ্বিতীয়টিতে তাঁদের সঙ্গে রয়েছে পোষ্যর হাতও। আবেগঘন মুহূর্তের সেই ছবি শেয়ার করে পরাগ ত্যাগী লাল হৃদয়ের ইমোজি দিয়ে লিখেছেন,'টুগেদার ফরএভার।' যার বাংলা তর্জমা করলে হয়, চিরদিন আমরা একসঙ্গে থাকব। শেফালির স্মৃতি আঁকড়ে প্রতিটি মুহূর্ত কতটা যন্ত্রণার সঙ্গে কাটছে সেই প্রতিফলন রয়েছে পরাগের পোস্টে। কমেন্ট বক্সে ভালবাসাক ভরিয়ে দিয়েছেন নেটিজেন থেকে প্রিয়জন, ইন্ডাস্ট্রির সতীর্থ, কাছের বন্ধুবান্ধব। দূরে থাকলও শেফালি রয়েছেন পরাগের হৃদয়জুড়ে।
তাই তো তিনি লিখেছিলেন, 'পরি, তুমি প্রতি মুহূর্তে আমার সঙ্গেই আছ। আমি তোমাকে দেখতে পাই। আজীবন শুধু তোমাকেই ভালবাসব। আমি তোমাকে অন্তর থেকে ভালবাসি, আমার গুণ্ডি, আমার ছোকড়ি। তোমাকে খুব মিস করি। যেখানেই থাক খুব ভাল থেকো।' আর স্ত্রীর মৃত্যুর পর শেফালির ছবি পোস্ট করে পরাগের প্রথম প্রতিক্রিয়া, 'শেফালি, আমার পরী-সকলের কাছে চিরন্তন কাঁটা লাগা গার্ল, আপাতদৃষ্টিতে সকলে যা দেখত তার থেকে আরও অনেক বেশি ব্যপ্তি ছিল ওঁর। যেমন বুদ্ধিদীপ্ত, নিজের লক্ষ্যে একদম অবিচল ছিল। সবমিলিয়ে যেন মাধুর্যে মোড়া এক অগ্নিপিণ্ড। ওঁর উপস্থিতিতে সকলের মুখে থাকত প্রশান্তির হাসি। সকলের কাছে মায়ের মতো ছিল শেফালি।'
আরও পড়ুন 'সকালেও জানতাম না সেদিন আমার...', কী ভাবে পরাগের সঙ্গে বিয়ে হয়েছিল 'কাঁটা লাগা' গার্ল শেফালির?