Shruti Das Wedding Anniversary: সই বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে মন খারাপ 'রাঙা বউ' শ্রুতির, কেন আড়ম্বরহীন জীবনের বিশেষ দিন?

Shruti Das-Swarnendu Samaddar: জ্যেঠুকে হারিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস। শ্রাদ্ধানুষ্ঠানের জন্যই দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষ্যে কোনও আড়ম্বর নেই। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে এই বিষয়ে কথা বললেন ছোট পর্দার ' রাঙা বউ'।

Shruti Das-Swarnendu Samaddar: জ্যেঠুকে হারিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস। শ্রাদ্ধানুষ্ঠানের জন্যই দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষ্যে কোনও আড়ম্বর নেই। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে এই বিষয়ে কথা বললেন ছোট পর্দার ' রাঙা বউ'।

author-image
Kasturi Kundu
New Update
cats

সই বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তি

Shruti Das-Swarnendu Samaddar 2nd Wedding Anniversary: দেখতে দেখতে আমাদের সই বিয়ের দু'বছর কেটে গেল। প্রথম বর্ষপূর্তিতে ছোটখাট অনুষ্ঠানের আয়োজন করেছিলেন স্টুডিওপাড়ার পাওয়ার কাপল স্বর্ণেন্দু সমাদ্দার ও শ্রুতি দাস। কিন্তু, এবার আর সেসব কিছুই হবে না। কারণ পর্দার 'রাঙা বউ'-য়ের পরিবারে ঘটেছে দুর্ঘটনা। জ্যেঠুকে হারিয়েছেন অভিনেত্রী। শ্রাদ্ধানুষ্ঠানের জন্যই দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষ্যে কোনও আড়ম্বর নেই। এই মুহূর্তে কাটোয়ার বাড়িতেই আছেন শ্রুতি। মঙ্গলবার সেখানে পৌঁছেছেন তাঁর মনের মানুষ 'স্বর্ণ'। সই বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে একসঙ্গে থাকাটাই শ্রুতি-স্বর্ণেন্দুর কাছে উদযাপন। 

Advertisment

আরও পড়ুন 'আজ মনস্কামনা পূরনের দিন', কোন ইচ্ছে পূরণ হল 'রাঙা বউ' শ্রুতির?

একদিকে জ্যেঠুর শ্রাদ্ধানুষ্ঠান অন্যদিকে আড়ম্বরহীন জীবনের বিশেষ দিন। এর মাঝেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে কথা বললেন শ্রুতি। পরিচালক স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারকে নিয়ে আবেগে ভাসলেন অভিনেত্রী। তঁর কথায়, 'সম্পর্কের ছ'বছর, প্রেমের পাঁচ আর সই বিয়ের দু'বছর।  সামাজিক বিয়েটা বাকি আছে। একই মানুষের প্রেমেই এভাবে থাকতে চাই। ২০১৯-এর স্বর্ণর থেকে ২০২৫-এর স্বর্ণ সম্পর্কের বিষয়ে অনেক সিরিয়াস আর পরিণত। ঠিক একইভাবে ২০১৯-এর শ্রুতির থেকে ২০২৫-এর শ্রুতি স্বর্ণর উপর মানসিকভাবে ভীষণ নির্ভরশীল। শিশুসুলভ মনটাকে স্বর্ণর মতো কোনও পরিণত মানুষ ছাড়া অন্য কোনও পুরুষ এভাবে সামলাতে পারত কিনা আমার সন্দেহ আছে। বাবা-মায়ের পর একমাত্র আশ্রয় স্বর্ণ। আর একটু সংসারী হয়ে গেলেই ষোলোকলা পূর্ণ হবে।'

Advertisment

আরও পড়ুন ব্যক্তিগতজীবন হোক বা কর্মজীবন কখনই কোনও কিছুর জন্য কম্প্রোমাইজ করিনি: শ্রুতি দাস

বয়স অল্প হলেও কথার ভাঁজে বুঝিয়ে দেন শ্রুতি ঠিক কতটা পরিণত। পর্দায় যেমন সাবলীল অভিনয় তেমনই বাস্তবেও একজন বিচক্ষণ মানুষ। সই বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে শ্রুতি কী স্বপ্ন দেখেন? অভিনেত্রীর সংযোজন, 'সকালবেলা না হোক শুটিংয়ের পর দুজনে ব্যাগ ভর্তি করে বাজার করার খুব শখ। কর্মজগৎ-এর বাইরে আমি কিন্তু, ঘোরতর সংসারী। ছোট থেকেই গুছিয়ে সংসার করার স্বপ্ন। বাবার মতো তাঁর জামাইকেও বাজারে পটু হতে দেখার খুব ইচ্ছে। দুদিক সমানভাবে দুজনে মিলে সামলানোর স্বপ্ন দেখি। আশা করি আমাদের আগামী জীবন স্বপ্নের মতোই সুন্দর হবে। গুরুজন ও শুভাকাঙ্খীদের আশীর্বাদ থাকলে সেটা নিশ্চয়ই সম্ভব হবে।'

আরও পড়ুন গ্রাম্য মেয়ে-গৃহবধূর বাইরে প্রথমবার ছকভাঙা চরিত্র, উইন্ডোজ আমাকে স্বপ্নের সিঁড়ি চড়ার সুযোগ দিয়েছে: শ্রুতি

 আরও বলেন, 'বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে। কিন্তু, প্রত্যেক বছরের শেষে মনে হয় এটাই যেন প্রথম বর্ষপূর্তি। আমাদের রোজ প্রেমদিবস রোজ ঝগড়া দিবস রোজ আমাদেরই দিন হোক। একসঙ্গে সারা দেশ ঘুরব। তারপর সময় পেলে বিদেশ ভ্রমণ। আর সবশেষে একসঙ্গে বুড়ো-বুড়ি হওয়াটুকু বাকি থাকবে।' 

Bengali Actress Shruti Das