Actor' mother passed away: সন্ধ্যে গড়াতেই ফের একবার খারাপ খবর। মাতৃহারা হলেন বলিউডের অভিনেতা থেকে নামজাদা প্রযোজক। এএনআই সূত্রে খবর, মাতৃশোকে ব্যাকুল বলিউডের কাপুর পরিবার। শুধু তাই নয়, ঠাকুমাকে হারিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গেছেন নায়িকা নাতনিরা। মা চলে যাওয়ার পর, তাঁদের ঠাকুমা ছিলেন, অন্যতম কাছের মানুষ।
প্রসঙ্গে অনিল কাপুর এবং প্রযোজক বনি কাপুরের মা নির্মলা কাপুর। সূত্রের খবর, আজ না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। মুম্বাইতে ৯০ বছর বয়সে প্রয়াত তিনি। বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে। যেখানে পরিবারের সকলকে বেশ চিন্তিত এবং উদ্বিগ্ন অবস্থায় দেখা গিয়েছে। পরিবারের মানুষ সকলে তো সেখানে রয়েছেনই। তাঁর ছেলে বনি কাপুরকেও দেখা গিয়েছে সেখানে। তাঁর সঙ্গে সঙ্গে নাতনীদের কাছের মানুষরাও সেখানে রয়েছেন।
Satyajit Ray: এই অভিনেতার উপনয়নে গিয়েছিলেন সত্যজিৎ রায়, তাঁর 'নিম্নমানের' ছবি হিট হতেই বলেছিলেন, 'কোটি কোটি বাঙালি..'
প্রথম যে ভিডিওটি ভাইরাল হয় সেখানে দেখা যায়, জাহ্নবী কাপুরের রিয়ুমর্ড বয়ফ্রেন্ড শিখার পাহাড়িয়া রয়েছে সেখানে। তার সঙ্গে কথা বলতে দেখা যায় বনি কাপুরকে। সেই ভিডিওতে দেখা যায় অর্জুন কাপুরের বোন আনশুলা কাপুরকেও। তাঁকে বেশ ব্যস্ত অবস্থাতেই দেখা যায়। কানে ফোন নিয়ে, কারো সঙ্গে কথা বলছিলেন তিনি। জাহ্নবী এবং শিখর, দুজনেই বেশ মর্মাহত এই ঘটনায়। শ্রীদেবী মারা যাওয়ার পর, ঠাকুমার সঙ্গে মনের সব কথা বলতেন অভিনেত্রী। তাই আজ যখন কাছের মানুষটি চলে গেলেন, তখন তিনি বেশ মর্মাহত। শিখরকে দেখা গেল তাকে মানসিক সাপোর্ট দিতেও।
Paran Bandopadhyay : 'সংস্কৃত ছিল যম', পরান বন্দোপাধ্যায় কী এমন ঘটিয়েছিলেন স্কুল ফাইনাল পরীক্ষায়, যে তাঁর চৌদ্দ পুরুষ বিশ্বাস করবেন না?
প্রসঙ্গে গত বছর সেপ্টেম্বরই, ৯০ বছরে পা দেন নির্মলা। সেদিন মায়ের জন্মদিন উপলক্ষে, অনিল বেশ ইমোশনাল একটি পোস্ট করেছিলেন। মাকে সঙ্গে নিয়ে বেশ কিছু পুরনো ছবি শেয়ার করেছিলেন। আর আজ ঘটে গেল এই ঘটনা। কোকিলাবেন আম্বানি হসপিটাল সূত্রের খবর, বিকেল পাঁচটা পঁচিশ নাগাদই তিনি চলে গেছেন না ফেরার দেশে। মৃত্যুর কারণ বার্ধক্য জনিত। এবং সঙ্গে সঙ্গে এও জানা গেছে তার সমস্ত নাতি নাতনিরাই অনিল কাপুরের বাড়িতে পৌঁছেছিলেন, তাকে শেষ শ্রদ্ধা জানাতে।