WBBSE Madhyamik result 2025- Paran Banerjee: আজ প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। সকলের কাছেই জীবনের বড় একটা পরীক্ষার গুরুত্ব আছে। শুধু তাই নয়, এই পরীক্ষায় পাওয়া নম্বর সকলেই মনে রাখেন। বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের প্রশ্ন ছিল, তার জীবনে মাধ্যমিক পরীক্ষার অনুভূতিটি কেমন ছিল? অভিনেতা যদিও প্রথমদিকে সাফ জানিয়ে দেন, কতটা নম্বর পেয়েছিলেন, হয়তো সঠিক বলতে পারবেন না। কিন্তু বেশ কিছু স্মৃতি তার মনে আছে।
সেই সময় মাধ্যমিক না স্কুল ফাইনাল পরীক্ষা ছিল। এবং সে স্কুল ফাইনাল পরীক্ষায়, কিছু বিষয় টেনেটুনে তিনি পাশ করেছিলেন। এবং কিছু বিষয় তিনি, অজান্তেই দারুণ নাম্বার পেয়েছিলেন। এত বছরের পুরনো স্মৃতি নম্বর গুলো হয়তো একটু আবছা হয়ে গিয়েছে, তারপরও যতটা সম্ভব হল, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রশ্নে হাসতে হাসতে উত্তর দিলেন। তিনি বললেন...
Manasi Sinha on WBBSE Madhyamik Result: 'দু-হাত তুলে নাচছি, মা এসে…
সম্ভবত ইংলিশে সাতের ঘরে নাম্বার পেয়েছিলাম। বাংলা তো সেরকমই কাছাকাছি নাম্বার পেয়েছিলাম। আর অংকে ধেরিয়েছিলাম। ধেরিয়েছিলাম মানে একদম ডুবিনি। কিন্তু আমি কোনমতে টেনেটুনে পাশ করেছিলাম। কিন্তু দুটি সাবজেক্টে তিনি অত্যন্ত বাজে নম্বর পেয়েছিলেন বলেই জানিয়েছেন। কী এই সাবজেক্ট গুলো? বর্ষিয়ান অভিনেতা বলেন, "ভূগোলে আমার সাংঘাতিক অবস্থা ছিল। মানে সত্যি কথা বলতে গেলে, নিজেকে ভূ-পর্যটক মনে হচ্ছিল আমার তখন। ৫০ নম্বরে ভূগোল পরীক্ষা হতো। ১৫ - এ ছিল পাশ। আমার মনে আছে, সেখানেও আমি ঠিক করে পাশ করিনি। তারপর জেনারেল অ্যাভারেজ তিন নাম্বার বাড়িয়ে ১৮ পেয়ে পাশ করলাম।"
WBBSE Madhyamik result 2025-Biswanath Basu: 'অঙ্ক পরীক্ষা দিয়ে এসে পড়ার ঘরকে বললাম গুডবাই', ৯৪ সালের অনন্য মাধ্যমিকের কথা শোনালেন বিশ্বনাথ
আরেকটি বিষয়ের কথা বলতো তিনি ভুললেন না। ভূগোলে শুধু টেনেটুনে নয় বরং ভয়ংকর ভাবেই তিনি পাশ করেছিলেন। কিন্তু সংস্কৃত! এই বিষয়টি ছিল যার আতঙ্ক। সংস্কৃতর নামে তার প্রায় জ্বর আসত। বর্ষীয়ান অভিনেতা বললেন, "সংস্কৃত ছিল আমার যম। মানে কুমির হা করে থাকলে যে আতঙ্কটা একটা মানুষের হয়, আমার ঠিক সেটাই হয়েছিল। স্কুলে সংস্কৃত ক্লাস যখন চলত, তখন রীতিমতো আমি বিরক্ত ফিল করতাম। তারপর সেইসময় একটি বই বেরোলো। টু দ্যা হেল্পস টু দ্যা স্টা স্টাডি অফ সংস্কৃত বলে। সেই বইটা আমাকে খুব হেল্প করেছিল। পড়তেও ভাল লাগত তখন। তারপরে ভাবলাম যে এই বই পড়ে যাওয়া হবে হবে না হলে আর কি। কিন্তু..."
পরীক্ষার হলে গিয়ে চমকে গেলেন পরান। তার সঙ্গে যে সংস্কৃত নিয়ে এরকম ঘটনা ঘটবে, যেন এ জীবনে কল্পনা করতে পারেননি। অভিনেতা বললেন, "আমি তো পরীক্ষা হলে কি অবাক! যা পড়ে এসছি তাই এসেছে, সব কমন। সংস্কৃতি যে আমি এমন পাও আমার চৌদ্দপুরুষ বিশ্বাস করতে পারবেনা।"