Satyajit Ray: এই অভিনেতার উপনয়নে গিয়েছিলেন সত্যজিৎ রায়, তাঁর 'নিম্নমানের' ছবি হিট হতেই বলেছিলেন, 'কোটি কোটি বাঙালি..'

সত্যজিৎ রায় যেমন, বাংলা ছবির কিংবদন্তি ছিলেন, ঠিক তেমনই তিনি চারিদিকে নজর রাখতেন। বিশেষ করে, যখন কোনও বাংলা ছবি অসাধারণ সাফল্য পেত, তখন তিনি খোঁজ নিতেন যে সেই বাংলা ছবির মধ্যে কি এমন আছে...

সত্যজিৎ রায় যেমন, বাংলা ছবির কিংবদন্তি ছিলেন, ঠিক তেমনই তিনি চারিদিকে নজর রাখতেন। বিশেষ করে, যখন কোনও বাংলা ছবি অসাধারণ সাফল্য পেত, তখন তিনি খোঁজ নিতেন যে সেই বাংলা ছবির মধ্যে কি এমন আছে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
satyajit ray জন্মদিন

কোন বাংলা ছবিকে নিয়ে একথা বলেছিলেন তিনি?

Satyajit Ray Birthday: সত্যজিৎ রায়, নামটাই যথেষ্ট, কারণ? এক তো তিনি ভিন্ন ধরনের ছবি উপহার দিয়েছেন। তাঁর সঙ্গে সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রির নানা দিকে তাঁর নজর পর্যন্ত ছিল। তিনি যে ধরনের কোয়ালিটি ছবি বানাতেন, তারপর অন্য ছবির দিকে নজর দেওয়া তারপক্ষে সম্ভব না থাকারই কথা। কিন্তু, যে বাংলা ছবিগুলি দারুণ আলোচনায় থাকত, সেগুলি নিয়ে তিনি ভেবেছেন। আজ তাঁর জন্মদিন, সেই মায়েস্ট্রর জন্মদিন উপলক্ষে একবার দেখে নেওয়া যাক, তিনি এক অভিনেতাকে কী প্রশ্ন করেছিলেন। 

Advertisment

সত্যজিৎ রায় যেমন, বাংলা ছবির কিংবদন্তি ছিলেন, ঠিক তেমনই তিনি চারিদিকে নজর রাখতেন। বিশেষ করে, যখন কোনও বাংলা ছবি অসাধারণ সাফল্য পেত, তখন তিনি খোঁজ নিতেন যে সেই বাংলা ছবির মধ্যে কি এমন আছে, যে বাংলার মানুষের  এত পছন্দ। অন্তত হারাধন বন্দ্যোপাধ্যায়ের ছেলে কৌশিক বন্দ্যোপাধ্যায়ের কাছে, এমনই প্রশ্ন রেখেছিলেন কিংবদন্তি। যখন বাংলা ছবিতে 'বেদের মেয়ে জ্যোৎস্না' দারুন ব্যবসা করছে। শুধু ব্যবসা বললে ভুল হবে। তখন প্রত্যেকটা দিন হাউসফুল যাচ্ছে সেই সিনেমা। কৌশিক বন্দ্যোপাধ্যায় সেই কথাই দাদাগিরির মঞ্চে এসে শেয়ার করেছিলেন।

Actor's Mother Passed Away: না ফেরার দেশে কাছের মানুষ, কাপুর খানদা…

হারাধন বন্দোপাধ্যায়ের সূত্রে সত্যজিৎ রায়ের সঙ্গে তার অসাধারণ সম্পর্ক ছিল। শুধু তাই নয়, কৌশিকের পৈতেতেও হাজির হয়েছিলেন রায় বাবু। তাই যখন বেদের মেয়ে জ্যোৎস্না এত সাফল্য পেল, তখন নাকি তিনি কৌশিক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানতে চেয়েছিলেন যে ছবির মধ্যে কি এমন আছে? কৌশিক দাদাগিরির মঞ্চে খোলসা করেন সেই তথ্য। বলেন...

Advertisment

 "সত্যজিৎ রায় আমায় ফোন করে জিজ্ঞাসা করেছিলেন, বেদের মেয়ে জ্যোৎস্না দেখলাম দারুন হিট। তুমি সেই ছবিতে অভিনয় করেছ, কী আছে ছবিটার মধ্যে? আমি ভাবছি, উনি সত্যজিৎ রায়, আমি কোন চরিত্রে অভিনয় করেছি, তার কী এসে গেল। উনি এই ছবির সাফল্য দেখে অবাক হয়ে গিয়েছিলেন। উনাকে কী উত্তর দেবো, আমি বুঝে উঠতে পারছিলাম না। এটাতো আর বলতে পারি না, তা সাপের গল্প। তাদেরকে আমি জেলখানায় আটকে রেখেছি। তাঁকে জানাই, ছবি হিট হলেও খুব নিম্নমানের ছবি।" 

Satyajit ray Birthday: সরাসরি প্রত্যাখ্যান করেন স্বয়ং সত্যজিৎ, ৩ যুগ আগের স্মৃতির ঝাঁপি উজাড় বিখ্যাত পরিচালকের

এরপরই মোক্ষম কথা বলে বসেন মিস্টার রায়। সত্যজিৎ রায়ের কাছ থেকে এক নিদারুণ শিক্ষা পেয়েছিলেন তিনি। 'নিম্মমানের ছবি'- এইটুকু বলেছিলেন যেই, সঙ্গে সঙ্গে মিস্টার রায় তাকে থামিয়ে দিয়ে বলেন, "একদম এসব বলবেনা। ছবি যখন হিট হয়েছে তখন মানুষ নিশ্চয় কিছু পছন্দ করেছেন। কোটি কোটি বাঙালি, ছবিটাকে ভালোবেসেছে যখন, কেন ভালোবেসেছে সেটাই খোঁজার চেষ্টা করো।"  

Satyajit Roy Award Satyajit Ray lifetime achievement award satyajit ray