The Bengal Files-Anupam Kher: 'যাঁরা দেশভাগের আগে দাঙ্গায়...', 'বিতর্কের মাঝে দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে কী বললেন অনুপম?

The Bengal Files: ৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে 'দ্য বেঙ্গল ফাইলস'। বিতর্কের ঝড় কিছুটা থামলেও বক্স অফিসে ধরাশায়ী বিবেকের নতুন ছবি। এর মাঝে অনুপম খের বললেন...

The Bengal Files: ৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে 'দ্য বেঙ্গল ফাইলস'। বিতর্কের ঝড় কিছুটা থামলেও বক্স অফিসে ধরাশায়ী বিবেকের নতুন ছবি। এর মাঝে অনুপম খের বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

অনুপমের মত...

The Bengal Files News: পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিতর্কিত ফাইলস ট্রিলজি-র তৃতীয় ও শেষ ভাগ 'দ্য বেঙ্গল ফাইলস'। ট্রেলার মুক্তির পরই বিতর্কে একেবারে জর্জরিত। ছবিতে গোপাল পাঁঠা-র চরিত্র বিকৃতিকরণের অভিযোগ থেকে মুক্তি দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও বাংলায় এখনও ব্রাত্য দ্য বেঙ্গল ফাইলস। পশ্চিমবঙ্গের হলমালিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে FWICE। এর মাঝেই বেঙ্গল ফাইলস নিয়ে কী মন্তব্য করলেন পর্দার 'মহাত্মা গান্ধী'  অনুপম খের?

Advertisment

আরও পড়ুন সোমে আদালতে স্বস্তি পেলেও বক্স অফিসে বিরাট ধাক্কা বিবেকের, চতুর্থদিনে কত আয় 'দ্য বেঙ্গল ফাইলস'-এর?

দ্য বেঙ্গল ফাইলস-এর টিমের সঙ্গে সাদা-কালো আবহে এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে অভিনেতা জানিয়েছেন, তিনি দর্শক ও কলাকুশলীদের সঙ্গে সিনেমাটি দেখেছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ছবি সম্পর্কে নিজের মত ব্যক্ত করে লিখেছেন,  'প্রেক্ষাগৃহের ৮০ শতাংশ ভর্তি ছিল। সব বয়সের দর্শক ছবিটি দেখতে এসেছেন। এই সিনেমার মধ্যে যেমন রয়েছে হাড়হিম করা তথ্য তেমনই আছে কষ্টের বেশ কিছু মুহূর্তও। ছবিটি দেখতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছে দর্শক। যারা দেশভাগের আগে দাঙ্গায় সবকিছু হারিয়েছিলেন সেই মানুষদের কঠিন লড়াই দর্শকের চোখে জল এনে দিয়েছে।'

Advertisment

আরও পড়ুন 'কাট বলার পরও ১০ মিনিট...', 'দ্য বেঙ্গল ফাইলস'-র শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ একলব্যর

আরও যোগ করেছেন, 'সিনেমার প্রতিটি বিভাগ অর্থাৎ অভিনয়, সেট, চিত্রগ্রহণ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, পোশাক পুরোটাই অসাধারণ। যাকে বলে এ-গ্রেড। আর ক্যাপ্টেন অফ দ্য শিপ অর্থাৎ বিবেক অগ্নিহোত্রী প্রতিভাবান একজন পরিচালক। এই ধরনের ছবির প্রযোজনীয়তা সত্যিই রয়েছে। অতীতের ঘটনা বর্তমানকে নাড়িয়ে দিতে পারে আবার ভবিষ্যৎ-এর শিক্ষাঅর্জনের মাধ্যমও হতে পারে এই ছবি।' তবে বক্স অফিসে মোটেই আশানুরূপ ফল করতে পারছে না 'দ্য বেঙ্গল ফাইলস'। একইসঙ্গে মুক্তিপ্রাপ্ত বাঘি ৪,  দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস-এর লক্ষ্মীলাভের গ্রাফ ঊর্ধমুখী। 

আরও পড়ুন পশ্চিমবঙ্গে অঘোষিতভাবে ব্রাত্য 'দ্য বেঙ্গল ফাইলস', বাংলার হলমালিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি FWICE-র

anupam kher The Bengal Files