/indian-express-bangla/media/media_files/2025/08/20/the-bengal-files-2025-08-20-12-19-36.jpg)
বক্স অফিসে খরা
The Bengal Files Day 4 Box Office Collection: বিতর্কের মাঝেই মুক্তি পেয়েছে ফাইলস ট্রিলজির শেষ ভাগ 'দ্য বেঙ্গল ফাইলস'। বাংলার হলে বাধাপ্রাপ্ত বিবেকের নতুন ছবি। অনেক কাঠখড় পুড়িয়েও কোনও সুরাহা হয়নি। অভিনেত্রী-সহ প্রযজক পল্লবী যোশীও মমতার সঙ্গে আলোচনায় বসার অনুরোধও করেছিলেন। যদিও বরফ গলেনি। এক্স হ্যান্ডেলে একটি ভিডিওবার্তায় পরিচালক মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন সিনেমা দেখলে স্যালুট করবেন। কিন্তু, মুখ রক্ষা হল বিবেকের? ৫ সেপ্টেম্বর মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধরাশায়ী বিবেকের 'দ্য বেঙ্গল ফাইলস'। উইকএন্ডেও বক্স অফিসে ধস। শনি- রবিতেও আশানুরূপ ফল হয়নি বিবেকের 'দ্য বেঙ্গল ফাইলস'-এর। চতুর্থদিন অর্থাৎ সোমে কেমন আয় হল?
এই দিন কোটির গণ্ডির পার করতে পারেনি। দ্য বেঙ্গল ফাইলস-এর ঝুলিতে এসেছে মাত্র ৯৫ লাখ। প্রথম তিনদিন দু-এক কোটির ব্যবসা করে মন্দের ভাল ফল করলেও সবচেয়ে বড় ধাক্কাটা আসে সোমবার। দ্য বেঙ্গল ফাইলস-এর সঙ্গে একইদিন মুক্তি পেয়েছে বাঘি ৪ ও দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস। এই দুটি ছবির সঙ্গে বক্স অফিস প্রতিযোগিতায় একেবারে মুখ থুবরে পড়েছে বিবেকের দ্য বেঙ্গল ফাইলস।
আরও পড়ুন সোমে স্বস্তি, 'দ্য বেঙ্গল ফাইলস'-র বিরুদ্ধে 'গোপাল পাঁঠা'-র নাতির মামলা খারিজ আদালতের
৫ সেপ্টেম্বর শুক্রবার ১.৭৫ কোটি আয় করে। শনিবার সেই আয়ের পরিমান সামান্য বেড়ে হয়েছে ২.১৫ কোটি। যা আগের দিনের তুলনায় ২৮.৫৭ শতাংশ বেশি। রবিবাসরীয় ছুটির দিনে দ্য বেঙ্গল ফাইলস-এর বক্স অফিস কালেকশন ২২.২২ শতাংশ বেড়ে ২.৭৫ কোটি টাকা আয় করে। কিন্তু, সোমবারে ছবির আয় হঠাৎ ৬৫ শতাংশ কমে মাত্র ৯৫ লক্ষ টাকায় নেমে আসে।
এর ফলে ভারতে ছবির আয়ের অঙ্ক মাত্র ৭.৭ কোটি টাকা। পশ্চিমবঙ্গে দ্য বেঙ্গল ফাইলস নিষিদ্ধ হওয়ার পাশাপাশি প্রথম সপ্তাহেই দেশজুড়ে ছবিটির শো সংখ্যাও ছিল সীমিত। সোমবার দিল্লি-এনসিআর অঞ্চলে সর্বাধিক ২১৬টি প্রদর্শনী হয়। মুম্বইতে ১৯১টি ও বেঙ্গালুরুতে ৬২টি প্রদর্শনী হয়েছে দ্য বেঙ্গল ফাইলসের। অন্যদিকে বাঘি ফ্র্যাঞ্চাইজির বাকি ছবিগুলির তুলনায় বাঘি ৪ কিছুটা পিছিয়ে পড়েছে।
তবে বিবেক অগ্নিহোত্রীর ছবিকে টেক্কা দিয়েছে প্রথম দিনেই। সোমবার বাঘি ৪ আয় করে ৪.২৫ কোটি টাকা এবং ভারতীয় বক্স অফিস কালেকশন পৌঁছেছে ৩৫.৫ কোটিতে। হরর মুভি দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস দুই হিন্দি ছবিকেই দশ গোল দিয়েছে। সোমবার দ্য কনজ্যুরিং-এর ঝুলিতে এসেছে পাঁচ কোটি। এখনও পর্যন্ত ভারতের বক্স অফিসে আয় ৫৫.৫ কোটি।
আরও পড়ুন 'কাট বলার পরও ১০ মিনিট...', 'দ্য বেঙ্গল ফাইলস'-র শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ একলব্যর