Bollywood Actor Tragic Death: একটা ছবি, আর সেই একটাই ছবি যেকোনো উঠতি অভিনেতাকে সারা দেশের কাছে পরিচিত করে তোলে। বিশেষ করে, বেশ সুদর্শন অভিনেতা হলে তো কথাই নেই। একটা সিনেমায় যদি দারুণ কিছু উপহার দিতে পারতেন তাহলে, সেই তারকা হয়ে উঠতেন সুপারস্টার। এরম এক সুপুরুষ অভিনেতা ছিলেন, যার শুরুটা খুব সুন্দর হলেও জীবন এক নির্মম পরিহাস হয়েই থেকে যায়।
তিনি শুরুটা করেছিলেন কাধালার ধীনম ছবি দিয়ে। এই ছবির পরপর হিন্দি সিনেমায় তিনি ছবি করেন। যার নাম দিল হি দিল মেইন..তামিল ছবির হিন্দি ভার্সন ছবিতে তিনি দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন। কিন্তু হিন্দি ছবির সঙ্গে সঙ্গে তাঁকে দেখা যেত দক্ষিণী তামিল সিনেমার সঙ্গে সঙ্গে ফ্যামেলি ড্রামাতেও। অভিনেতার নাম কুণাল সিং। এই অভিনেতা নিজের হাসি এবং চেহারার মাধ্যমেই জায়গা করে নিয়েছিলেন সকলের মনে। তাঁকে মালটি হিরো হিসেবেই দেখা হতো। ২০০২ সালে তিনি সুপারহিট ছবি পেসাধা কান্নুম পেসুমে নামক ছবিটির অংশ ছিলেন। সেই ছবিতেই তাঁর নায়িকা ছিলেন মোনাল। তাঁদের কেমিস্ট্রি এই ছবিতে দারুণ প্রশংসা পায়। কিন্তু...
ভাগ্যের পরিহাস। সেই অভিনেত্রী মারা যান তাঁর কিছুদিনের মধ্যেই। এবং আশ্চর্যের বিষয় ২০০৮ সালে কুণাল নিজেও নিজেই নিজের জীবন নিয়ে নেন বলে জানা যায়। তিনিও পাড়ি দেন না ফেরার দেশে। তবে, তাঁর মৃত্যু সিনে ইন্ডাস্ট্রিকে শকের মধ্যে ফেলে দেয়। এহেন একজন প্রমেসিং অভিনেতা, যিনি তাঁর মৃত্যুর ২০ মিনিট আগেও পরের কাজ নিয়ে মিটিং করেছিলেন, তিনি কী করে? কী জানা যায় তাঁর মৃত্যু নিয়ে? বিবাহিত এই নায়কের কাছের মানুষ তখন কোথায় ছিলেন?
আরও পড়ুন - Bollywood: পরোটা বিক্রেতা ভাইরাল রাজু দার ডেবিউ হল বলিউডে? জানুন নেপথ্যের কাহিনী...
কুণালের রহস্যমৃত্যু আজও অজানা অনেকের কাছে। এই কেসের কোনও সুরাহা হয়নি। সোনালী বেন্দ্রের সঙ্গে কাজ করেছিলেন তিনি। কী জানা গিয়েছিল তাঁর মৃত্যুকে ঘিরে?
মুম্বাইয়ের ফ্ল্যাটে তখন কস্টিউম ডিজাইনার থেকে স্ক্রীপ্ট রাইটারদের সঙ্গে মিটিং করছেন কুণাল। পরবর্তী কাজের জন্য তখন জোরদার আলোচনা। সঙ্গে ছিলেন সিনেমার অভিনেত্রীও। মিটিং শেষে বন্ধুরা সব বাড়ি চলে গেলেও সিনেমার অভিনেত্রী লাভিনা সেখানে থেকে যান। তারপর? ওয়াশরুম থেকে বেরিয়েই কিছুক্ষণ পর তিনি দেখেন অভিনেতার ঝুলন্ত দেহ। সারা বাড়িতে তিনি একাই ছিলেন তখন। এরপর শুরু হয় পুলিশি তদন্ত। শেষে ওশিয়ারা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, আত্মহত্যা করেছিলেন তিনি। কিন্তু, প্রশ্ন উঠেছিল যিনি কাজের মধ্যে ছিলেন, অভাব ছিল না, তিনি কেন এতবড় পদক্ষেপ নেবেন। এখানেই শেষ নয়। কুণালের বাবা রাজেন্দ্র সিং জানিয়েছিলেন, তাঁর ছেলেকে মেরে ফেলা হয়েছে। নিজে এই কান্ড তিনি ঘটাবেন না।
Devlina Kumar: চাকরিহারা শিক্ষকদের জুতোপেটা-লাথি! বিতর্কিত বিষয় থেকে কেন দূরে থাকতে চান 'প্রফেসর' দেবলীনা?
জানা গিয়েছিল তাঁর মৃতদেহে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেলেও পুলিশ সেই অভিযোগ মিথ্যে করে দেয়। এমনকি, বিবাহিত এই অভিনেতার স্ত্রী নাকি, বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এক কারণেই। লাভিনার সঙ্গে সম্পর্কই নাকি তাঁদের মধ্যে বিবাদের কারণ। কুণালের সঙ্গে ঝামেলা হয়েছিল তাঁর স্ত্রীর। এরপরই তিনি বাড়ি ছেড়ে চলে যান। কিন্তু, লাভিনার উপস্থিতি, সেই নিয়ে প্রশ্ন তুলেছিল। কেন? তিনি সেখানে কী করছিলেন? সবাই চলে যাওয়ার পর কেন তিনি ছিলেন সেখানে? এই নিয়েও আলোচনা ওঠে। তবে, কোনও সুরাহা হয়নি।