/indian-express-bangla/media/media_files/2025/04/20/YgkJ623i57xhmvlbS8bY.jpg)
এই ছবির আগেই চলে গেলেন অভিনেতা, কিন্তু... Photograph: (Instagram)
Bollywood Film- Chandu Champion: কোনও সিনেমা তৈরির আগে স্ক্রিপ্টের খাতিরে সঠিক হিরো বেছে নেওয়া নেহাতই ভুল নয়। অনেক সময় বেশ কিছু পরিবর্তন পর্যন্ত করা হয়। কোনও সময় দেখা যায় নায়িকা বদল হল কিংবা নায়ক বদলের কাহিনী নিশ্চই নতুন না। আর এমন একটি চরিত্রের জন্য যে প্রয়াত তারকার কথা ভাবা হয়েছিল, এমনটা জানা ছিল আগে? নিদারুণ গুরুত্বপূর্ন একটি চরিত্র, এবং এই ছবি কার্তিক আরিয়ানের জীবনের মাইলস্টোন। তাঁর অভিনয় জীবনের ধাঁচ পাল্টে দিয়েছে এই ছবি। তাঁর বদলে একসময় ভাবা হয়েছিল প্রয়াত তারকাকে।
চান্দু চ্যাম্পিয়ন ( Chandu Champion ) ছবিটি যারা দেখেননি তাঁদের বিরাট লোকসান হয়েছে। ছবি রিলিজ করেছে প্রায় একবছর আগে। কিন্তু, কার্তিক যিনি এই চরিত্রের জন্য হার্ড এন্ড সোল চেষ্টা করেছেন, বরং বলা উচিত নিজেকে নতুন করে গড়েছেন তিনি, এই অভিনেতা নাকি আসল পছন্দ ছিলই না? মুরলিকান্ত পাটেকরের আত্মজীবনী এই ছবি। এই সিনেমাতেই কার্তিকের যা পারফরমেন্স দেখা গিয়েছে, তাতে তাঁকে বা বা করতে হয়। কিন্তু, কার্তিক ( Kartik Aaryan ) নয় এই ছবির জন্য প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুত ছিলেন আসল পছন্দ। এই ছবির অন্যতম অভিনেতা ভুবন অরোরা সেই প্রসঙ্গেই নানা কথা জানিয়েছেন।
এই ছবিতে সেই তারকাও অভিনয় করেছিলেন। ভুবন অরোরা সম্প্রতি জানান, সুশান্ত সিং রাজপুত ( Sushant Singh Rajput ) যিনি ধোনি বায়োপিকের জন্য দারুন জনপ্রিয় ছিলেন, তিনিই নাকি এই ছবির জন্য আসল পছন্দ ছিলেন। অভিনেতা বলেন, "সুশান্ত এর এটা করার কথা ছিল। এমনকি স্টোরির স্বত্ব পর্যন্ত ওর ছিল। ও হয়তো, মুরলী স্যারের থেকে বইটা কিনেও ফেলেছিল। উনি নিজেও একথা বলেছিলেন। আমার একবার সুশান্তের সঙ্গে দেখা হয়েছিল বিমানবন্দরে, উনিই তখন বলেছিলেন যে প্যারা অলিম্পিক এক তারকার ওপর তিনি ছবি বানাতে চলেছেন। আমরা দুজনেই অভিনয়ের মানুষ, সেটাই করতে ভালবাসি। দুজনের মধ্যে কথা হতো এই নিয়ে। আমরা তারপর আলোচনাও করতাম সিনেমা নিয়ে।
সুশান্ত যেকোনও ছবি নিয়েই দারুণ প্যাশনেট ছিলেন। বিশেষ করে এই ছবিও তাঁর পছন্দের তালিকায় ছিল, এবং দারুণ কিছু ভাবনা চিন্তাও ছিল তাঁর। গল্পের স্বত্ব পর্যন্ত তিনি কিনে নিয়েছিলেন সুশান্ত। অভিনেতার কথায়, আমি বিষয়টা ভুলেও গিয়েছিলাম। সম্প্রতি যখন, চান্দু চ্যাম্পিয়ন রিলিজ করল, তখন বুঝতে পারলাম যে এই ছবিটার হয়তো ও বলেছিল। কারণ, মুরলী স্যার নিজেই জানান সেই প্রসঙ্গে। কিন্তু, ২০২০ সালে সুশান্ত হঠাৎ করেই চলে গেলেন না ফেরার দেশে। তাঁর অকাল প্রয়াণে, সারা দেশ কেঁপে ওঠে। কিন্তু, এই ছবিই যে তাঁর পরবর্তী ছবি হত, সেটাও পরিষ্কার।