Unishe April: সালটা ছিল ১৯৯৪। সেই বছর মুক্তি পেয়েছিল প্রয়াত প্রবাদপ্রতীম পরিচালক ঋতুপর্ণ ঘোষ পরিচালিত 'উনিশে এপ্রিল'। মা-মেয়ের সংবেদনশীল সম্পর্কের নেপথ্যে গল্প বুনেছিলেন পরিচালক যা তাঁকে এনে দিয়েছিল জাতীয় পুরস্কার। যুগে যুগে এই ছবি সমাদৃত। দীর্ঘ ৩১ বছর পরও 'উনিশে এপ্রিল' নামটাই যথেষ্ট। ২০২৫-এর ক্যালেন্ডারে ১৯ এপ্রিল দিনটায় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয় ডঃ অদিতি সেন (মিঠু) ওরফে জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে।
১৯ এপ্রিল দিনটা আজও তাঁর কাছে নস্ট্যালজিক? এই প্রশ্নের উত্তরে দেবশ্রী রায় বলেন, 'অবশ্যই। এই দিনটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমত ১৯ এপ্রিল দিনটার সঙ্গে এই সিনেমার নাম জড়িয়ে। আর দ্বিতীয়ত এই ছবিটার জন্য আমি জাতীয় পুরস্কার পেয়েছি। বাণিজ্যিক সিনেমাতেই কাজ করতাম। কিন্তু, ১৯ এপ্রিল সিনেমায় অভিনয় করে নিজেকে ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে প্রমাণ করার সুযোগ পেয়েছি। প্রায় একই সময় আরও একটা সিনেমা রিলিজ করেছিল, 'সিনেমায় যেমন হয়'। ওটাও খুব মনে পড়ে। দুটি ছবিই যখন জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল তখন নিজের সঙ্গে নিজে প্রতিযোগীতায় সামিল হয়েছিলাম। বিচারকরাও ধন্দে পড়ে গিয়েছিলেন যে কোন সিনেমাটার জন্য আমাকে জাতীয় পুরস্কার দেওয়া হবে। সব মিলিয়েই ১৯ এপ্রিল দিনটা আমার কাছে ভীষণ দামী।'
আরও পড়ুন: শুক্রের মাঝরাতে ICU-তে সৃজিত, খোশ মেজাজে হাসপাতালের সেবিকাদের অটোগ্রাফ টলিউডের 'ফার্স্ট বয়'-র
অভিনেত্রীর সংযোজন, 'আজকের দিনে প্রতিবারের মতো এবারেও ভক্তরা আমাকে ফোন করেছেন। দুজন তো আমার ডাই হার্ট ফ্যান। সাল অনুযায়ী আমার সিনেমার নাম বলে দিতে পারে। ১৯ এপ্রিল কিন্তু, শুধু ভারতে সাফল্য পেয়েছিল তা নয়। দেশের বাইরেও এই ছবির একটা জনপ্রিয়তা রয়েছে। সিনেমাটা মুক্তি পাওয়ার পর বিদেশ থেকেও আমি অনেক ফোন পেয়েছি। একজন অভিনেত্রী হিসেবে এটা আমার জীবনের একটা স্মরণীয় সিনেমা। আসলে উনিশে এপ্রিল মা-মেয়ের সম্পর্কটাই এই ছবির ইউএসপি। অনেক মায়েরা, মেয়েরা আমাকে ফোন করেছেন। তাঁরা আমাকে বলেছিলেন, আমাদের মা-মেয়ের সম্পর্কের বন্ধনটা মজবুত ছিল না। কিন্তু, এই সিনেমাটা সম্পর্ক নিয়ে আমাদেরকে ভাবতে বাধ্য করেছে। আসলে এই সিনেমার গল্পটা দর্শকের হৃদয় স্পর্শ করতে পেরেছিল। আমার খুব ভাল লেগেছিল, একটা সিনেমা দেখে অনেক মা-মেয়ের মধ্যে দূরত্ব কমেছে। তাঁদের সম্পর্ক ভাল হয়েছে।'
/indian-express-bangla/media/post_attachments/5f9d0580-305.jpg)
১৯ এপ্রিল, এই দিনটায় নিজের সিনেমাটা একবার দেখতে ইচ্ছে করে না? মিষ্টি করে হেসে বলেন,'ইচ্ছে করে। কিন্তু, কাজের চাপে সুযোগটাই হয়ে ওঠে না।' একটা সিনেমায় একটি দিনের ঘটনা এত সুন্দর করে চিত্রায়ন সত্যিই দেখা যায় না। এটা একটা নতুন কনসেপ্টও বটে। ছবিজুড়ে একটা দিনের ঘটনা পরিবেশন করা ইউনিক স্টোরি লাইন। আজকের দিনে এইরকম ছবি তৈরি হওয়া সম্ভব বলে মনে হয়? অভিনেত্রীর স্পষ্ট জবাব 'আমার মনে হয় না।' মা-মেয়ের সম্পর্কের প্রেক্ষাপটে মুক্তি পেয়েছে পুরাতন। কিন্তু, এই ছবিটা এখনও দেখা হয়নি দেবশ্রী রায়ের।
আরও পড়ুন: 'গুড ফ্রাই-ডে'-র মাঝরাতে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে ICU-তে সৃজিত, এখন কেমন আছেন পরিচালক?