Actor Tragic Life: 'মাঝেমধ্যেই মাথা যন্ত্রণার ওষুধ খেতাম', অনুপমার শুটিংয়ের সময় মারাত্মক পরিণতি অভিনেতার

Sudhanshu Pandey Anupamaa: অনুপমা ধারাবাহিকে ভনরাজের চরিত্রে অভিনয় করার সময় মারাত্মক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন সুধাংশু পাণ্ডে।

Sudhanshu Pandey Anupamaa: অনুপমা ধারাবাহিকে ভনরাজের চরিত্রে অভিনয় করার সময় মারাত্মক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন সুধাংশু পাণ্ডে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

সঙ্ঘাতিক পরিণতি অভিনেতার

Sudhanshu Pandey: মডেলিং কেরিয়ারে সাফল্য অর্জনের পর ১৯৯৯ সালে টেলিভিশনে হাতেখড়ি। এরপরই খিলাড়ি ৪২০-তে অভিনয়ের প্রস্তাব। India’s first boy band, A Band of Boys-এর সৌজন্যে আকাশছোঁয়া সাফল্য অর্জন করেছিলেন। তামিল ছবির দুনিয়াতেও সুনাম অর্জন করেছেন। এছাড়াও পপুলার হিন্দি মেগা অনুপমা-এ ভনরাজের চরিত্রে অভিনয় করে আরও একবার ভক্তহৃদয়ে ঝড় তুলেছিলেন। হ্যাঁ, তিনি নান আদার দ্যান অভিনেতা সুধাংশু পাণ্ডে। সম্প্রতি তঁকে গিয়েছে The Traitors India-তে। বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে অনুপমার শুটিংয়ের সময় জীবনের কালো অধ্যায় নিয়ে মুখ খুলেছেন।

Advertisment

শুধাংশু বলেন, 'সত্যিই অনেক সময় শুটিংয়ের সময়টা কঠিন মুহূর্ত হয়ে দাঁড়ায়। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে অনেকটা সময় লাগে। কখনও কয়েকটা দিন বা কখনও অনেকগুলো দিন সময় লেগে যায়। দ্রুত স্বাভাবিকজীবনে ফেরাটা যথেষ্ট সময়সাপেক্ষ। হলিউডের এমন অনেক তারকা আছেন যেমন  Dustin Hoffman, এমন চরিত্রে অভিনয় করেছেন যে শুটিং শেষের পর রিহ্যাবে যতে হয়েছিল। অভিনয়ের ক্ষেত্রে এই ঝুঁকিগুলো নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে। আমার মনে হয় একজন অভিনেতার সবসময় বোঝা উচিত এই ধরনের চরিত্রে অভিনয়ের সময় কোথায় ইতি টানতে হবে।'

Advertisment

আরও পড়ুন 'বিদায় নেওয়ার সময় হয়েছে', শেফালির মৃত্যুশোকের মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট টেলি ক্যুইনের

 আরও যোগ করেন, 'আমার মতো জীবনে ভারসাম্য বজায় রেখে চলা মানুষের মনেও এইরকম পরিস্থিতি প্রভাব ফেলে। তবে আমি জানি সেই জায়গা থেকে আমি ফিরে আসতে পারব। অনুপমা-তেও আমার সঙ্গে এইরকমই কিছু ঘটেছে। বেশ কিছু মুহূর্ত আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে। আমি তো মাঝেমধ্যেই মাথা যন্ত্রণার ওষুধ খেতাম। আসলে চরিত্রের গভীরে প্রবেশ করলে এই সমস্যগুলোর মোকাবিলা করতে হয়। টেলিভিশন হোক বা ওটিটি, যেখানেই অভিনয় করি না কেন, একশো শতাংশ দেওয়ার চেষ্টা করি।' একটানা চার বছর হিন্দি মেগা অনুপমাতে ভনরাজের চরিত্রে অভিনয় করেছেন। 

আরও পড়ুন 'লোকাল ট্রেনে যদি কোনও দুর্ঘটনা...', সারার কোন কীর্তিতে তারকা মম অমৃতার মনে দুঃশ্চিন্তা?

hindi serial