Actress Breast Cancer: 'প্রথমবার কেমো না নিয়ে ভুল করেছিলাম', দুবার ক্যানসারের সঙ্গে লড়াইয়ের গল্প শোনালেন বর্ষীয়ান অভিনেত্রী

Aruna Irani: বম্বে টু গোয়া খ্যাত অভিনেত্রী দুবার স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। নিঃশব্দে লড়াই চালিয়ে গিয়েছিলেন অরুণা ইরানি। জীবনের গোপন কাহিনি ফাঁস করলেন খোদ অভিনেত্রী।

Aruna Irani: বম্বে টু গোয়া খ্যাত অভিনেত্রী দুবার স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। নিঃশব্দে লড়াই চালিয়ে গিয়েছিলেন অরুণা ইরানি। জীবনের গোপন কাহিনি ফাঁস করলেন খোদ অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
 স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন

স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন

Aruna Irani breast cancer: হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অরুণা ইরানি। দীর্ঘ ফিল্মি কেরিয়ারে ৫০০টির বেশি সিনেমা এবং একাধিক টেলিভিশন শোয়ে কাজ করেছেন। ৭৮ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেত্রী সম্প্রতি Lehren-কে দেওয়া এক সাক্ষাৎকারে জীবনের এমন এক গোপন রহস্য ফাঁস করলেন যা শুনলে সত্যিই সকলে চমকে যাবে। বম্বে টু গোয়া খ্যাত অভিনেত্রী দুবার স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। নিঃশব্দে লড়াই চালিয়ে গিয়েছিলেন অরুণা ইরানি। ভারতী.এস.প্রধানের সঙ্গে কথপকথপোন সময় বর্ষীয়ান অভিনেত্রী বলেন, 'একদিন শুটিং করছিলাম। সেই সময় হঠাৎ মনে হল আমার কিছু একটা হয়েছে। শরীরের ভিতর কেমন একটা অস্বস্তি হচ্ছে।' 

Advertisment

বিন্দুমাত্র বিলম্ব না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে ছুটে যান অরুণা। শরীরের ভিতর ছিল ছোট একটা মাংসপিণ্ড। 
 কোনও ঝুঁকি না নিয়ে সেটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। চিকিৎসক তাঁকে কেমো নেওয়ার পরামর্শ দেন। কিন্তু, অভিনেত্রী ভয় পেয়েছিলেন যদি সব চুল পড়ে যায়! চেহারার গড়ন বদলে যায়! সেই সময় চিকিৎসক ওষুধ ছাড়া অন্য কোনও বিকল্প পথ দেখেননি। অরুণা ইরানি বলেন, 'চিকিৎসক আমাকে বলেছিলেন আপনি তাহলে ওষুধ খাওয়া শুরু করুন। তখন আমি অভিনয় জগৎ-এর সঙ্গে পুরোপুরি যুক্ত। তাই ওষুধ খেয়েই রোগ নির্মূলের সিদ্ধান্ত নিয়েছিলাম। যদি মাথার চুল পরে যায় তাহলে শুটিং করব কী করে!' ওষুধ খেয়ে সুস্থ হয়ে গিয়েছিলেন অরুণা ইরানি। 

আরও পড়ুন ব্যাংককে গিয়ে মারাত্মক অঘটন, হাতে ব্যান্ডেজ-হুইলচেয়ারে বর্ষীয়ান অভিনেত্রী অরুণা ইরানি

Advertisment

২০২০ সালে কোভিডের সময় দ্বিতীয়বার ফের শরীরে বাসা বাঁধে ক্যানসার। তখন কেমো নেওয়া ছাড়া উপায় ছিল না। সেই প্রসঙ্গে বর্ষীয়ান অভিনেত্রী বলেন, 'প্রথমবার কেমো না নেোয়াটা আমার মারাত্মক ভুল সিদ্ধান্ত ছিল। তাই দ্বিতীয়বার নিতেই হয়েছিল। তবে একটা জিনিস আমি উপলব্ধি করেছি ওষুধের থেকে কেমো অনেক ভাল। চুল পড়ে গেলেও তাড়াতাড়ি গজিয়েও যায়।' এখন সম্পূর্ণ সুস্থ আছেন অভিনেত্রী। তবে ক্যানসার ছাড়াও আরও এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। বয়স তখন ৬০ বছর। সেই সময় মধুমেয় রোগে আক্রান্ত হন অরুণা ইরানি। চিকিৎসকরা ভয় পেয়েছিলেন, তাঁর দুটো কিডনিই হয়ত অচল হয়ে যাবে। কিন্তু, অভিনেত্রীর মনের জোর আর বেঁচে থাকার অদম্য শক্তিই যেন তাঁকে সুস্থ করে তুলেছিল। 

আরও পড়ুন লিভারের একাংশ বাদ, ঈদের আগে ICU-থেকে মুক্তি দীপিকার, কেমন আছেন ক্যানসার আক্রান্ত অভিনেত্রী?

Bollywood News breast cancer Aruna irani