Fatima Sana Shaikh Assaulted: ফতিমা সানা শেখ, নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে 'দঙ্গল' ছবির সেই আমির কন্যার মুখ। এই সিনেমায় অভিনয়ের পরই দর্শকমহলে পরিচিত মুখ হয়ে ওঠেন। দঙ্গলের পর সদ্য মুক্তিপ্রাপ্ত 'মেট্রো ইন দিনো'-তে ফতিমা সানা শেখের অভিনয় আরও একবার প্রশংসা কুড়িয়েছে। শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশের পর প্রতিষ্ঠিত বলি অভিনেত্রী হিসেবে পায়ের তলার মাটি শক্ত করেছে। 'চাচি ৪২০'-এ শিশুশিল্পী হিসেবে ফতিমা সানা শেখের সাবলীল অভিনয় দর্শকের মন জয় করেছিল। Hauterrfly-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফতিমা অতীতের এক ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করলেন। এক ব্যক্তি তাঁকে অশ্লীল স্পর্শ করেছিলেন। সেই প্রসঙ্গে বিশদে কথা বলেন বড় পর্দার আমির কন্যা ফতিমা সানা শেখ।
অভিনেত্রী ভয়ংকর অভিজ্ঞতার স্মৃতিচারণ করে বলেন, 'একবার এক ভদ্রলোক আমাকে খারাপভাবে স্পর্শ করেছিলেন। আমি পালটা তাঁকে মেরেছিলাম। তবে আমাকে যখন ঘুরিয়ে মারেন তখন আমার মারাত্মক লেগেছিল। আমি মাটিয়ে লুটিয়ে পড়েছিলাম। উনি আমাকে খারাপভাবে ছুঁয়েছিলেন তাই আমি মেরেছিলাম। ওঁর দোষ থাকা সত্ত্বেও আমার উপর এমনভাবে চড়াও হলেন যে আমি পড়ে গেলাম।' সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েছিলেন ফতিমা সানা শেখ। এই ধরনের পরিস্থিতি কী ভাবে সামলাতে হয় সেটা শিখেছিলেন। অভিনেত্রীর সংযোজন, 'ওই ঘটনার আমি আমি একটু বেশি সচেতন হয়ে যাই। আমি অনুভব করেছিলাম এই ধরনের পরিস্থিতিতে কী রকম আতরণ করা উচিত।'
আরও পড়ুন 'জীবনে শান্তির জন্য...', ২২ বছরের দাম্পত্যে ইতি, মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী
আরও যোগ করেন, 'কিন্তু, কেমন বিদ্রূপ দেখুন...আমাদের সঙ্গে কিছু একটা খারাপ ঘটেছে, আমাদের বুঝতে হবে কী ভাবে প্রতিক্রিয়া জানাতে হবে।' কোভিড ১৯ বা করোনা পরিস্থিতিতেও অপ্রত্যাশিত কিছু ঘটনার সম্মুখীন হয়েছিলেন। ফতিমা বলেন, 'করোনার সময় লকডাউন পরিস্থিতিতে মাক্স পরে মুম্বইয়ের রাস্তায় সাইকেল চালাচ্ছিলাম। এক টেম্পো চালক বারবার হর্ণ বাজাচ্ছিল আর আমার রাস্তায় চলে আসছিল। আমাকে রীতিমতো অনুসরণ করছিল।' সমাজে এখনও লিঙ্গবৈষম্যের জন্য মেয়েদের হয়রানির শিকার হতে হয় সেই কথা অকপটে স্বীকার করেন ফতিমা সানা শেখ। অনরাগ বসুর মেট্রো ইন দিনোতে আলি ফজলের সঙ্গে জুটি বেঁধে প্রশংসা কুড়িয়েছেন। লেটেস্ট মুভি আপ জ্যয়সা কই নেহি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে।
আরও পড়ুন ডিভোর্সের তিন বছর পর নতুন ইনিংস শুরু! কার সঙ্গে চুপিসারে বাগদান সারলেন জনপ্রিয় পাক অভিনেতা?