Actor Engagement: ডিভোর্সের তিন বছর পর নতুন ইনিংস শুরু! কার সঙ্গে চুপিসারে বাগদান সারলেন জনপ্রিয় পাক অভিনেতা?

Ahad Raza Mir-Ramsha Khan: সেজল আলির সঙ্গে ২০২২-এ বিবাহবিচ্ছেদ হয় পাক অভিনেতা আহাদ রাজা মীর। ডিভোর্সের তিন বছর পর প্রেমিকা দানানীরের সঙ্গে বাগদান সেরেছেন, চর্চা তুঙ্গে।

Ahad Raza Mir-Ramsha Khan: সেজল আলির সঙ্গে ২০২২-এ বিবাহবিচ্ছেদ হয় পাক অভিনেতা আহাদ রাজা মীর। ডিভোর্সের তিন বছর পর প্রেমিকা দানানীরের সঙ্গে বাগদান সেরেছেন, চর্চা তুঙ্গে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

চুপিসারে আংটি বদল?

Ahad Raza Mir-Ramsha Khan: তারকাদের জীবনে প্রতি মুহূর্তে কী ঘটে চলেছে তা নিয়ে ভক্তদের মধ্যে থাকে একটা আলাদাই উত্তেজনা। সম্পর্ক ভাঙাগড়া থেকে বাগদান-বিয়ে নিয়ে জানতে উৎসুক ভক্তরা। এই মুহূর্তে সেই রকমই এক ঘটনার জন্য চর্চায় পাক অভিনেতা আহাদ রাজা মীর। পড়শি দেশের অন্দরের গুঞ্জন, আহাদ রাজা মীর নাকি জীবনের আরও একটি নতুন ইনিংস শুরু করতে চলেছেন। ললিউডের কানাঘুষো, পাক অভিনেত্রী দানানীরের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন। পাক অভিনেত্রী দানানীর বা অভিনেতা আহাদ রাজা মীর এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি। তবে পাক ইন্ডাস্ট্রির দুই ফেমাস স্টারের নতুন জীবন শুরুর খবরে খুশি ভক্তরা। 

Advertisment

প্রসঙ্গত, ২০১৯ সালে পাক অভিনেত্রী সেজল আলির সঙ্গে আংটি বদল করেছিলেন। বাগদানের এক বছর পর অর্থাৎ ২০২০ সাল বৈবাহিকবন্ধনে আবদ্ধ হন প্রাক্তন তারকা দম্পতি। কিন্তু, মাত্র বিয়ের মাত্র দু'বছর পরই আলাদা হয় দুজনের পথ। সেজলের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর শোনা গিয়েছিল 'হাম তুম' -এর সহ অভিনেত্রী রমশা খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন আহাদ রাজা মীর।

আরও পড়ুন ভিনধর্মে বিয়ে, এক বছর পেরতোই স্বামীকে নিয়ে অতিষ্ঠ! মুখ খুললেন 'দাবাং গার্ল' সোনাক্ষী

Advertisment

যদিও সেই গুঞ্জন নিয়ে কেউই কখনও কোনও প্রতিক্রিয়া দেননি। তবে এই মুহূর্তে জোর গুঞ্জন, মীর 'মীম সে মহাব্বত' খ্যাত দানানীরের সঙ্গে হয়ত চুপিসারেই বাগদান সেরে ফেলেছেন। কবে তাঁরা এই সিলমোহর দেবেন সেই অপেক্ষায় জুটির ভক্তরা। ছোট পর্দায় যেমন আহাজ-দানানীরের প্রেম-বিয়ে দর্শক এনজয় করেছিল, সেই রোম্যান্টিক জুটি বাস্তবেও সংসার পাতেন কিনা সেই অপেক্ষায় অনুরাগীরা। এক পাক সাংবাদিকের দাবি, তাঁরা সম্পর্কে রয়েছেন।

আরও পড়ুন ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে ভালবাসায় গদগদ, স্বপ্নের পুরুষের সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী

লন্ডনের রাস্তাতেও একসঙ্গে দেখা গিয়েছে আহাদ-দানানীরকে। ভারতে যেহেতু পাক তারকাদের ইনস্টা অ্যাকাউন্ট নিষিদ্ধ রয়েছে তাই ভারতীয় ভক্তরা তাঁদের জীবনের লেটেস্ট আপডেট থেকে একটু পিছিয়ে পড়েছেন। উল্লেখ্য, বহু ভারতীয় পাক মেগার বিশেষ ভক্ত। তাঁদের কাছে পড়শি দেশের অভিনেতা-অভিনেত্রীরা চেনা মুখ। তাঁদের জীবন নিয়ে জানার আগ্রহও রয়েছে ভারতীয় ভক্তদের। এখন অপেক্ষা আহাদ-দানানীর বাগদানের খবরে কবে সিলমোহর দেন। 

আরও পড়ুন রংমিলান্তি পোশাকে প্রেমিকের গালে চুমু, বাগদান সারতেই আবেগপ্রবণ পোস্ট 'বালিকা বধূ' অভীকার

Entertainment News Today