Actress Divorce: 'জীবনে শান্তির জন্য...', ২২ বছরের দাম্পত্যে ইতি, মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী

Pallavi Rao Divorce: দীর্ঘ ২২ বছরের দাম্পত্যে ইতি। পরিচালক স্বামী সুরজ রাওয়ের সঙ্গে ২২ বছরের সংসার ভাঙল পান্ডেয়া স্টোর খ্যাত অভিনেত্রী পল্লবী রাওয়ের।

Pallavi Rao Divorce: দীর্ঘ ২২ বছরের দাম্পত্যে ইতি। পরিচালক স্বামী সুরজ রাওয়ের সঙ্গে ২২ বছরের সংসার ভাঙল পান্ডেয়া স্টোর খ্যাত অভিনেত্রী পল্লবী রাওয়ের।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

ঘর ভাঙল পল্লবীর

Pandya store Actress Divorce: বিনোদন জগৎ-এ ফের বিবাহবিচ্ছেদের খবর। দীর্ঘ ২২ বছরের দাম্পত্যে ইতি টানলেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী রাও। ভেঙে গেল পরিচালক স্বামী সুরজ রাওয়ের সঙ্গে ২২ বছরের সংসার। দুসপ্তাহ আগেই আলাদা হয়েছেন দুজনে। বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে পল্লবীর বক্তব্য, 'আমার আর সুরজের দুই সন্তান রয়েছে। বিগত কয়েক বছর ধরেই আমাদের মধ্যে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। এবার আমরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলাম। এই সিদ্ধান্ত নেওয়া একটু কঠিন ছিল। কাণ ছেলের বয়স ২১ বছর আর মেয়ে ১৮ বছরের। তবে জীবনে শান্তির জন্য কখনও এই ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমি সুরজকে সম্মান করি। আগামীতেও ওঁর ভাল চইব।'

Advertisment

পল্লবীকে শেষ দেখা গিয়েছে জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'ক্যায়মত সে ক্যায়ামত তক'-এ। এছাড়াও পল্লবীর ঝুলিতে রয়েছে 'কুলফি কুমার বাজেওয়ালা', 'শুভারম্ভ', 'ইয়ে ঝুঁকি সি নজর', 'দিয়া অউর বাতি'।  অন্যদিকে পরিচালক সুরজের নির্দেশনায় তৈরি হয়েছে আইকনিক সিরিয়াল 'কিউ কি সাস ভি কভি বহু থি', 'সাকা লাকা বুম বুম'।

Advertisment

আরও পড়ুন চুপিসারে বিয়ের পর ছ'বছরের দাম্পত্যে ইতি, বিচ্ছেদ ঘোষণা 'দুষ্টু কোকিল' খ্যাত গায়িকার

সিরিয়ালের সেটেই পল্লবীর সঙ্গে পরিচয় সুরজের। ২০০৩ সালে বৈবহিকবন্ধনে আবদ্ধ হন দুজনে। সাম্প্রতিক অতীতে এক সাক্ষাৎকারে পল্লবী বলেছিলেন 'যে কোনও স্ট্রং চরিত্রে আমি স্বচ্ছন্দ্য।' পারিবারিক সিরিয়ালে পল্লবীর অভিনয় বারবার ছোট পর্দার দর্শকের দিল জিতেছে। 

আরও পড়ুন  ঘর ভাঙছে বাঙালি অভিনেত্রী ও ইউটিউবারের, জন্মদিনেই বিচ্ছেদচর্চায় সিলমোহর সুস্মিতার

অভিনেত্রীর বক্তব্য, 'পান্ডেয়া স্টোর-এ আমি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলাম। যার একটা বিশেষত্ব ছিল। টিমের সঙ্গে  খুব মজা করে কাজ করেছিলাম। আমি সবসময় যে কোনও গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য মুখিয়ে থাকি। দীর্ঘ দু'দশকের বেশি সময় কাজ করছি, দারুণ অভিজ্ঞতা সঞ্চার করেছি। আমাদের ইন্ডাস্ট্রিতে সবসময় কাজ থাকে না, একটা অনিশ্চয়তা তো রয়েছে। তাই সবসময় কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা উচিত।'

আরও পড়ুন সিরিয়ালের সেটে প্রেম, তিন বছরের দাম্পত্যে ইতি! মঙ্গলে বিচ্ছেদ ঘোষণা বাঙালি সেলেব দম্পতির

hindi serial