Huma Qureshi Cousin Murder: বলি অভিনেত্রী হুমা কুরেশির পরিবারে বিপদের ছায়া। বৃহস্পতিবার রাতে ঘটে গিয়েছে মারাত্মক ঘটনা। খুন করা হয়েছে হুমার তুতো ভাই আসিফ কুরেশিকে। মাত্র ৪২ বছরে তুতো ভাইয়ের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেত্রীর পরিবার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির নিজামউদ্দিন এলাকায় আসিফ কুরেশির বাড়ির সামনেই। শুক্রবার পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। ঘটনায় গ্রেফতার হয়েছে দু'জন। পুলিশ সূত্রে খবর, নিহত আসিফ কুরেশি থাকতেন জঙ্গপুরার চার্চ লেনের একটি গ্রাউন্ড-ফ্লোরের একটি বাড়িতে। বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে নিজের বাড়ির বাইরে দুই ব্যক্তির সঙ্গে কথাকাটাকাটির পরই তাকে ছুরিকাঘাত করা হয়।
/indian-express-bangla/media/post_attachments/cdff3215-a77.jpg)
অভিযুক্ত দুজনের নাম ১৯ বছর বয়সী উজ্জ্বল ও ১৮ বছরের গৌতম। হুমার বাবা সলিম কুরেশি জানান, 'আসিফ বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন। দু’জন যুবক বাড়ির গেটের সামনে বাইক পার্ক করছিল। এরপরই শুরু হয় বাকবিতণ্ডা। আচমকা আমার ভাতিজাকে ছুরিকাঘাত করে। আমি এই অপরাধীদের কঠোর শাস্তি দাবি করছি।'
আরও পড়ুন 'মেকআপ রুমে গিয়ে...', শুটিং সেটে চরম অপমান! কষ্টের মুহূর্ত ভাগ অভিনেত্রী ঈশার
তিনি আরও জানান, আসিফ নিরামিষ খাবার সরবরাহের ব্যবসা করতেন। দক্ষিণ-পূর্ব দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার হেমন্ত তিওয়ারি জানান, পার্কিং নিয়ে তর্কাতর্কির সময় এক অভিযুক্ত ধারালো লোহার রড দিয়ে আসিফের বুকে আঘাত করে। যা তাঁর মৃত্যুর কারণ। এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১০৩(১) (খুন) ও ৩(৫) ধারায় মামলা দায়ের রজু করা হয়েছে।
পুলিশ আরও জানায়, দিল্লিতে পার্কিং নিয়ে বিবাদ ও খুন নতুন বিষয় নয়। চলতি বছরের মার্চ মাসেই উত্তর-পশ্চিম দিল্লিতে পার্কিং বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছিলেন। হুমা কুরেশির তুতো ভাই আসিফ কুরেশির সঙ্গেও বৃহস্পতিবার রাতে দিল্লির নিজামউদ্দিন এলাকায় পার্কিং নিয়ে বিরোধের জেরেই খুনের ঘটনাটি ঘটেছে বলে খবর।
আরও পড়ুন 'বাবার মৃত্যুর তিনমাস পরই...', কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ প্রিয়াঙ্কার সহ অভিনেতা অর্জুনের
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আসিফ তাঁর বাড়ির গেটের সামনে দুই যুবককে বাইক সরিয়ে নিতে বলেন। এই নিয়ে প্রথমে শুরু হয় তর্ক পরে হাতাহাতি পর্যন্ত হয়। তারা ওই জায়গা থেকে চলে যায় কিন্তু, পরে ফিরে এসে আসিফকে হত্যা করে। পেশায় আসিফ ছিলেন মুরগির ব্যবসায়ী। তার দুই স্ত্রী, একজনের অভিযোগ প্রতিবেশীরা আগেও পার্কিং নিয়ে তাঁর স্বামীর সঙ্গে ঝগড়া করেছেন।
আরও পড়ুন অনন্যা-অর্জুনের মতো নেপো কিডদের জন্য বরবাদ ইন্ডাস্ট্রি! বলিউড নিয়ে বিস্ফোরক ইরফান পুত্র বাবিল
ঘটনার বর্ণনা দিয়ে আসিফের স্ত্রী শাহিন বলেন, 'রাত প্রায় ৯:৩০-১০টার দিকে এক প্রতিবেশী আমাদের বাড়ির সামনে স্কুটার পার্ক করেন। আমার স্বামী আসিফ তাঁকে গাড়িটি সরাতে বলেন। ওই ব্যক্তি আসিফকে গালাগাল করেন এবং ফিরে আসার হুমকি দেন।' অভিযোগ অনুযায়ী, কিছুক্ষণ পর ওই ব্যক্তি তাঁর ভাইকে নিয়ে ফিরে এসে ধারালো অস্ত্র দিয়ে আসিফকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আসিফকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনও অভিনেত্রী হুমা কুরেশি কোনও বিবৃতি দেননি।