Isha Koppikar: 'মেকআপ রুমে গিয়ে...', শুটিং সেটে চরম অপমান! কষ্টের মুহূর্ত ভাগ অভিনেত্রী ঈশার

Isha Koppikar Humiliated: কেরিয়ারের গোড়াতে কোরিওগ্রাফার চূড়ান্ত অপমান করেছিলেন ঈশা কোপিকারকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেত্রী।

Isha Koppikar Humiliated: কেরিয়ারের গোড়াতে কোরিওগ্রাফার চূড়ান্ত অপমান করেছিলেন ঈশা কোপিকারকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

কেমন ছিল ঈশার জার্নি?

Bollywood Actress  Isha Koppikar: ঈশা কোপিকার নামটার সঙ্গে ওতপ্রতোভাবে জড়িয়ে 'খল্লাস গার্ল' তকমা।  'কোম্পানি' মুভির গানে ঈশার বৃষ্টিভেজা সৌষ্ঠব কোমরের ঝলকানি আর শরীরী হিল্লোল ঝড় তুলেছিল বড় পর্দায়। কিন্তু, জানেন বলিউডে কেরিয়ার শুরুর জার্নিটা মোটেই খুব একটা সুখকর ছিল না। দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয়ের মাধ্যমে ফিল্মি কেরিয়ারের অভিষেক। এরপর 'ডন', 'সালাম-এ-ইশক', 'ম্যায়নে প্যায়ার কিউ কিয়া'-র মতো ছবিতে কাজ করেন ঈশা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান কেরিয়ারের গোড়াতে কী ভাবে কোরিওগ্রাফার অপমান করেছিলেন।

Advertisment

কোরিওগ্রাফারের কটাক্ষ

কোরিওগ্রাফারের কটাক্ষ করে কী বলেছিলেন ঈশাকে? ডিজিটাল কমেন্টারির সঙ্গে কথোপকথনে অভিনেত্রী বলেন, 'আমার প্রথম দক্ষিণী ছবিতে অনেক নাচ ছিল। দক্ষিণের নাচ মানেই তো কঠিন কোরিওগ্রাফি। আমি তখন অভিনয়ে একেবারেই নতুন। সেই সময় এক কোরিওগ্রাফার সবার সামনে আচমকা বলেন, বলিউডের মেয়েগুলো চলে আসে, জানি না কেন এদের নিয়ে নেয়! এরা তো কিছুই পারে না। এরপর তিনি বলেন, নাচতে পারো না তো এখানে এসেছো কেন? খুব খারাপ লেগেছিল আমার। আমি মেকআপ রুমে গিয়ে কেঁদে ফেলেছিলাম।'

Advertisment

আরও পড়ুন 'মহাবতার নরসিংহ' শো চলাকালীন ভেঙে পড়ল সিলিং, পিভিআর-র মারাত্মক দুর্ঘটনার ভিডিও ভাইরাল

ঈশার চ্যালেঞ্জ 

তবে এই অপমানকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন ঈশা। নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছিলেন অভিনেত্রী। তিনি জানান, 'আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে এরপর দক্ষিণী ছবিতে কামব্যাক করলে তখন যেন কেউ আর এভাবে অপমান না করতে পারে। আমি তখন প্রয়াত সরোজ খানের চিফ অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফারের সঙ্গে যোগাযোগ করি। ওঁর স্টাইলে আমি বাড়িতে বসেই নিয়মিত নাচের প্রশিক্ষণ নেওয়া শুরু করি।'

ফলস্বরূপ ঈশা কোপিকারের সাড়া জাগানো ডান্স পারফরম্যান্স 'খাল্লাস'। এই গান রাতারাতি জনপ্রিয়তাকরা শীর্ষে পৌঁছে দেয় ঈশাকে।  এরপর 'ইশক সমুন্দর' (কাঁটে), 'আঁখে মারে' (মুঝে কুছ কেহনা হ্যায়), 'আজ কি রাত' (ডন)-এর মতো একের পর এক পপুলার আইটেম গান মাত দেন বলি ডিভা ঈশা কোপিকার।

আরও পড়ুন করিশ্মার প্রাক্তন স্বামীকে খুন করা হয়েছে, নাম না করে প্রিয়াকে নিয়ে বিস্ফোরক সঞ্জয়ের মা

সর্বশেষ ছবি

ঈশাকে শেষ দেখা গিয়েছে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি 'আয়ালান'-এ।  মুখ্য ভূমিকায় ছিলেন শিবকার্তিকেয়ন, রাকুল প্রীত সিং, শরদ কেলকার, করুণাকরণ, যোগী বাবু, ডেভিড ব্রটন-ডেভিস, ভানুপ্রিয়া এবং বালা সারবনন।

আরও পড়ুন নাক দিয়ে বইছে রক্ত গঙ্গা-হাউ হাউ করে কান্না! ভয়ংকর ভিডিও ভাইরাল হতেই তুমুল কটাক্ষ ঈশাকে

Bollywood News Bollywood Song