Bollywood Actress in Kolkata: শহর কলকাতায় মিলল কার দেখা? কী করছেন এখানে জনপ্রিয় অভিনেত্রী..?

Bollywood Actress in Kolkata: অভিনেত্রী হিসেবে তিনি হাতে গোনা ছবিতে অভিনয় করেছেন। বিগ বাজেট ছবিতে অভিনয় করেছেন তিনি। শেহনাজ গিলকে দেখা গিয়েছে কলকাতায়। বিগ বস থেকে তার জনপ্রিয়তা শুরু।

Bollywood Actress in Kolkata: অভিনেত্রী হিসেবে তিনি হাতে গোনা ছবিতে অভিনয় করেছেন। বিগ বাজেট ছবিতে অভিনয় করেছেন তিনি। শেহনাজ গিলকে দেখা গিয়েছে কলকাতায়। বিগ বস থেকে তার জনপ্রিয়তা শুরু।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
They say nature is the best healer… ain’t nothing more satyavachan than this! ❤️I’m enjoying garam pakora and ginger tea in this beautiful weather, how about you guys… 📍 @skywatervilla

কাকে দেখা গেল কলকাতায়?

এক সময় যে মেয়েটাকে কেউই চিনতো না, বিগবাসের ঘরে তার উপস্থিতি নিয়ে উঠেছিল নানান ধরনের প্রশ্ন। এবার তাঁকেই দেখা গেল কলকাতায়। সকাল সকাল কলকাতা বিমানবন্দরে নামলেন তিনি। অভিনেত্রী হিসেবে তিনি হাতে গোনা ছবিতে অভিনয় করেছেন। বিগ বাজেট ছবিতে অভিনয় করেছেন তিনি। শেহনাজ গিলকে দেখা গিয়েছে কলকাতায়। বিগ বস থেকে তার জনপ্রিয়তা শুরু।

Advertisment

সেখানে আরেক প্রয়াত নক্ষত্রের সঙ্গে বেশ ঘনিষ্ঠ হয়েছিলেন। সিদ্ধার্থ শুক্লার জন্যই আরো বেশি করে জনপ্রিয়তা পান শেহনাজ। পরবর্তীতে নিজেই নিজেকে আর এগিয়ে নিয়ে গিয়েছেন। যেমন শো করেছেন, ঠিক সেরকমই তাঁকে দেখা গিয়েছে ছবি করতেও। সলমন খানের সঙ্গে তিনি ছবি করেছেন। কিন্তু, তাঁর জীবনের এক বিরাট পার্ট যেন সিদ্ধার্থের সঙ্গেই চলে গিয়েছে অনেক দূরে। যাকে ভালবেসে কাছে টেনে নিয়েছিলেন, সেই মানুষটা কাউকে কিছু না বলেই যেন সরে গেলেন। এমন জায়গায় চলে গেলেন, যেখান থেকে ফিরে আসার উপায় নেই।

Rajkumar Rao-Prosenjit Chatterjee: সৌরভের চরিত্রে রাজকুমার, বোম্বে থ…

সিদ্ধার্থ এবং শেহনাজ জুটিকে সকলে ভীষণ পছন্দ করতেন। ভালবেসে তাঁদের ভক্তরা তাঁকে সিডনাজ বলে ডাকতেন। কিন্তু, সিদ্ধার্থ তাঁর হাত ছাড়লেও আজও শেহনাজের সঙ্গে তাঁর নাম জড়িয়ে আছে। কিন্তু কলকাতায় কি করতে এলেন শেহনাজ? তাঁর লক্ষ্য কি? জানা যাচ্ছে, নতুন ছবির শুটিং করতেই তিনি সিটি অফ জয়ে এসেছেন। এবং তাঁর সঙ্গে এসেছেন আরও একজন। নতুন ছবিটি কি তবে বাংলা ছবি? এর আগেও বহু বলিউড অভিনেতা এবং অভিনেত্রী বাংলা ছবিতে কাজ করতে এসেছেন। বাংলা ছবিতে কাজ করার বিষয়টি একেবারেই এড়িয়ে দেওয়া যায় না।

Advertisment

Kasba Gangrape-Soham Chakraborty: 'সরকার থাকে না ক্রিমিনালদের পাশে'…

এবং খাকি দা বেঙ্গল চ্যাপ্টার হিট হওয়ার পর থেকে, দুই সিনে ইন্ডাস্ট্রির মধ্যে নানা আলোচনা। কিন্তু সত্যিই কি শেহনাজ বাংলা ছবিতে কাজ করতে এসেছেন? না, সেই খবর একেবারেই ঠিক না। বরং তিনি এসেছেন, তার আসন্ন পাঞ্জাবি ছবি শুটিং করতে। এবং সেই ছবিতে কাজ করছেন আরেক অভিনেতা গিপিই গ্রেবাল। এবং আজ সকালে বিমানবন্দরে নামতেই ভক্তরা তাঁকে দেখে একটু চমকে যান। সামনের কদিন তিনি এখানেই শুটিং করবেন।

Entertainment News tollywood news Entertainment News Today