Bollywood Actress: মাত্র ১৫ বছরে বিয়ে, শরীরে কুষ্ঠ ছিল এই অভিনেত্রীর, বিয়ে টিকল না! তারপর যা হল...

Bollywood Actress: ফিক্কি ফ্লো জয়পুর চ্যাপ্টারের এক অনুষ্ঠানে তিনি জানান, তাঁর বাবা চুনিবাই ইন্ডাস্ট্রির প্রভাবশালী অনেককে চিনতেন। তারপর যা হল অভিনেত্রীর সঙ্গে।

Bollywood Actress: ফিক্কি ফ্লো জয়পুর চ্যাপ্টারের এক অনুষ্ঠানে তিনি জানান, তাঁর বাবা চুনিবাই ইন্ডাস্ট্রির প্রভাবশালী অনেককে চিনতেন। তারপর যা হল অভিনেত্রীর সঙ্গে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dimple

কে এই অভিনেত্রী?

ডিম্পল কাপাডিয়ার জীবন যেন একেবারে বলিউড ছবির রঙিন কাহিনী-  নাটকীয়, চমকপ্রদ। মাত্র ১৫ বছর বয়সে ঋষি কাপুরের বিপরীতে 'ববি' ছবিতে অভিনয় করে তিনি রাতারাতি তারকা বনে যান। এরপরই সকলকে অবাক করে ভারতের প্রথম সুপারস্টার রাজেশ খান্নাকে বিয়ে করেন এবং সিনেমা থেকে সরে দাঁড়ান। কয়েক বছর পর সাহসী প্রত্যাবর্তনে আবারও প্রমাণ করেন নিজের তারকাসত্তা।

‘ববি’ দিয়ে স্বপ্নের সূচনা 

Advertisment

মাত্র ১৪ বছর বয়সে রাজ কাপুরের ববি ছবির জন্য অডিশন দেন ডিম্পল। মুক্তির পর ছবিটি হয়ে ওঠে সাংস্কৃতিক ঘটনা, আর ডিম্পল পেয়ে যান এক রাতেই তারকাখ্যাতি। ফিক্কি ফ্লো জয়পুর চ্যাপ্টারের এক অনুষ্ঠানে তিনি জানান, তাঁর বাবা চুনিবাই কাপাডিয়া ইন্ডাস্ট্রির প্রভাবশালী অনেককে চিনতেন। তবে একদিন এক পরিচিত ব্যক্তি তাঁর চেহারা নিয়ে কটূক্তি করেন।

Bangladeshi Actress: হত্যাকাণ্ডে নাম জড়িয়েছিল, অবশেষে জামিন মিলল প্রাক্তন রাষ্ট্রপতি ঘনিষ্ঠ অভিনেত্রীর?

Advertisment

অভিনেত্রীর কথায়, "তখন আমার কনুইতে কুষ্ঠের দাগ ছিল। বয়স তখন ১২। এক বিখ্যাত পরিচালক বলেছিলেন, ‘আমি তোমাকে স্কুল থেকে বের করে দেব।’ তখন আমি শব্দটার অর্থই জানতাম না।" এই ঘটনাই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। “রাজ কাপুর জানতে চেয়েছিলেন, সেই সুন্দরী মেয়েটি কে, যার কনুইতে কুষ্ঠ আছে। সেই কৌতূহল থেকেই ববি পেলাম। সত্যি বলতে, এটা ছিল একেবারে জাদুর মতো। আমার স্বপ্ন মুহূর্তে পূরণ হয়ে গিয়েছিল,” জানালেন তিনি।

১৫ বছরেই রাজেশ খান্নার সঙ্গে বিয়ে

তারকাখ্যাতির শীর্ষে থেকেও ডিম্পল মাত্র ১৫ বছর বয়সে বিয়ে করেন রাজেশ খান্নাকে। ছোটবেলা থেকেই তিনি রাজেশের ভক্ত ছিলেন। এক প্রাইভেট ফ্লাইটে আহমেদাবাদ যাওয়ার পথে প্রথম দেখা হয়।

Jasmine Bhasin: ঘরে আটকে রেখেছিলেন পরিচালক, অডিশনের নামে ভয়ঙ্কর যৌন হেনস্থার শিকার অভিনেত্রী

বললেন, "তিনি আমার পাশেই বসেছিলেন। আমি তো ভাবছি, ওরে বাপরে! রাজেশ খান্না! আমি বললাম, ‘আপনি কি আমার হাতটা ধরবেন?’ তিনি বললেন, ‘অবশ্যই।’ আমি আবার বললাম, ‘চিরদিনের জন্য?’ আর সেখানেই সব ঠিক হয়ে গেল"।   

স্বপ্ন আর বাস্তবের ফারাক.. 

ডিম্পল পরে স্বীকার করেন, বিয়ে নিয়ে তাঁর সব প্রত্যাশা তৈরি হয়েছিল সিনেমা দেখে। "আমি ভেবেছিলাম উনি আমার জন্য গাইবেন, সিনেমার মতো গান হবে। পাহাড়ে গিয়েও যখন কোনো গান বা হাওয়ার ঝাপটা এলো না, তখন মন ভেঙে গিয়েছিল। তখন বুঝেছিলাম, আমি কতটা বোকা ছিলাম।" 

Dimple kapadia bollywood actress Entertainment News Today