Manasi Sinha-Digha Jagannath Temple: দিঘায় জগন্নাথ মন্দির স্থাপনা নিয়ে আলোচনা তুঙ্গে। সেখানে, আজ বহু মানুষের সমাগম। শুধু তাই নয়, সেখানে তারকারাও পৌঁছে গিয়েছেন। গতকাল থেকেই, সেখানে নক্ষত্রের উপস্থিতি। তাঁর সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ এমনও অনেক তারকা রয়েছেন যারা এই গোটা ঘটনা নিয়ে বেশ রসিকতা করছেন। জগন্নাথ মানেই পুরী। সেখানে নীলমাধব অধিষ্ঠান করেন। শ্রী কৃষ্ণের হৃদয় রয়েছে সেখানে।
আর বলাই উচিত, বাঙালির কাছে উঠল বাই তো পুরী যাই। তাঁরা জগন্নাথের কথা মনে পড়লেই পুরী যান। ছোট থেকেই বাঙালির জগন্নাথের প্রতি আলাদাই আবেগ এবং ভালবাসা কাজ করে। সেখানে এবার নিজের রাজ্যেও মন্দির প্রতিষ্ঠা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা গেল প্রথম ছবি। এদিকে, অভিনেত্রী মানসী সিনহা একেবারেই দিঘা গিয়ে জগন্নাথ মন্দিরে যেতে নারাজ। কিছুদিন আগেই তিনি পুরী ঘুরে এসেছেন। অভিনেত্রীর কাছে যখন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে প্রশ্ন গেল, আজ দীঘা যাননি?
Digha Jagannath Temple-Tollywood: জগন্নাথ মন্দির প্রাঙ্গণ যেন ছোটখাটো …
তিনি উত্তরে বললেন, "আমি কিছুদিন আগেই ঘুরে এলাম পুরী থেকে। সব জায়গার তো একটা মাহাত্ম্য আছে। নীলমাধব ওখানে অধিষ্ঠান করেন। আমায় যদি দিঘা যেতে হয় তাহলে সমুদ্রে নামব, মন্দিরে গিয়ে কেন সময় নস্ট করব? জগন্নাথ তিনি পুরীতে আছেন। তিনি সব দেখছেন। সব জায়গার তো একটা মাহাত্ম্য আছে! সব কিছু নিয়ে ছেলেখেলা? দিঘা শুধু তথ্য - সংস্কৃতি পর্যটন কেন্দ্র ছিল। যা খুশি তাই করলেই হল?" এদিকে, আজ ৫৬ ভোগ নিবেদন হবে মন্দিরে। কিন্তু পুরীর মন্দিরে জগন্নাথের প্রিয় ছেনাপোড়া কিংবা পায়েস, বা মালপোয়ার বিশেষত্ব আলাদা। ঈশ্বরে বিশ্বাসী অভিনেত্রী বলেন...
/indian-express-bangla/media/post_attachments/d60ee00d-bb1.jpg)
Bengali Actor Joke About Digha Temple: 'দিঘায় কি উড়িয়া বলব?' জগন্না…
"আমার যদি একান্তই খুব ইচ্ছে হয়, তাহলে আমি খিদিরপুরের মন্দিরটায় যাই। জগন্নাথকে নিয়ে কত ইতিহাস, কত মহিমা তাঁর। তিনি পুরীতেই তো আসল। চারধামের একটা পুরীর মন্দির। আমি তো অবাক হয়ে গেলাম, অনেকেই বলছেন জগন্নাথ সমুদ্রে ভেসে এসেছেন, কেউ আবার বলছেন, শ্রী চৈতন্য নাকি হেঁটে আসবেন সমুদ্রের ওপর দিয়ে? এটা ইয়ার্কি না? এগুলোকে ইয়ার্কি বলে না? শ্রী চৈতন্য মহাপ্রভু ঈশ্বরপ্রেমে জগন্নাথ জগন্নাথ করতে করতে লীন হয়ে গিয়েছিলেন। তাঁর সঙ্গে পুরীর যে সম্পর্ক সেকথা ভোলার? আর সমুদ্রে নাকি তিনি ভেসে এসেছেন? ধর্মের নামে চ্যাংড়ামি, এগুলো একদম বরদাস্ত করার নয়।"
অভিনেত্রী সাফ জানিয়ে দেন তাঁর কাছে জগন্নাথ একমাত্র পুরীতেই। সেখানের মতো তাঁর মহিমা এবং মাহাত্ম্য কোথাও নেই।