Digha Jagannath Temple-Actor's Dresses: দিঘায় জগন্নাথ মন্দিরের দারোদ্ঘটন হল আজ, প্রসেনজিৎ থেকে দেব, কে কী পড়েছিলেন?

গতকাল তো, নায়িকারা সেজে গুজে সেখানে ধরা দিয়েছিলেন। প্রত্যেকেই শাড়ি পরে গিয়েছিলেন সেইখানে। আর আজ? অভিনেতাদের সঙ্গে সঙ্গে সেখানে দেখা গেল, নচিকেতা চক্রবর্তীকে।

গতকাল তো, নায়িকারা সেজে গুজে সেখানে ধরা দিয়েছিলেন। প্রত্যেকেই শাড়ি পরে গিয়েছিলেন সেইখানে। আর আজ? অভিনেতাদের সঙ্গে সঙ্গে সেখানে দেখা গেল, নচিকেতা চক্রবর্তীকে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Digha Jagannath Temple updates actor dev and Prosenjit dress codes viral

কে কী পড়লেন আজ? Photograph: ( ফাইল)

Digha Jagannath Temple: কিছুক্ষন আগেই দ্বারোদঘাটন হল দিঘার বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দিরের। অবশেষে অপেক্ষার অবসান হল। ভব্য মন্দিরের যে বিগ্রহ দেখা গিয়েছে, তাতে পুরীর সঙ্গে কোনোই পার্থক্য নেই। শুধু তাই নয়, বেশ বড় মন্দিরের প্রথম অংশেই আছেন শ্রী বিষ্ণু নারায়ন। এবং একে একে রাধা মাধব থেকে শুরু করে চার দ্বার রাখা হয়েছে পুরীর মতোই।

Advertisment

আর আজ সেই নিদারুণ সুন্দর মুহূর্ত উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন অনেকেই। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে টলিউডের অনেকেই হাজির গিয়েছিলেন। গতকাল তো, নায়িকারা সেজে গুজে সেখানে ধরা দিয়েছিলেন। প্রত্যেকেই শাড়ি পরে গিয়েছিলেন সেইখানে। আর আজ? অভিনেতাদের সঙ্গে সঙ্গে সেখানে দেখা গেল, নচিকেতা চক্রবর্তীকে। একদম সাধারণএর মত সেখানে এই মুহূর্তের সাক্ষী থাকলেন তাঁরা। আজ কাদের দেখা গেল?

Manasi Sinha -Digha Jagannath Temple: জগন্নাথ স্বামীর মহিমা পুরীতেই, দিঘা গেলে সমুদ্রে নামব, মন্দিরে সময় কেন নষ্ট করব: মানসী সিনহা

একদম মুখ্যমন্ত্রী অর্থাৎ দিদির পাশে বসেই তাঁরা নানা মুহূর্ত উপভোগ করলেন। কোনও তারকাসুলভ আচরণের লেশমাত্র নেই। মাটিতে বসেই অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেল তাঁকে। কিন্তু, যেকোনও অনুষ্ঠান এবং উৎসবের অন্যতম আকর্ষণ থাকে তারকাদের পোশাক। কে কী পোশাক পড়ছেন এমনটাই যেন থাকে আলোচনায়। আজ তাঁদের কী পোশাকে দেখা গেল?

Advertisment

দেব: পরনে হলুদ রঙের পাঞ্জাবি এবং অফ হোয়াইট হলুদ বর্ডার ধুতি। দেব এই ধুতি আগেও পড়েছেন। খাদান ছবির একটি বিশেষ অনুষ্ঠানে তাঁকে এই পোষাকে দেখা গিয়েছিল। আদ্যোপান্ত বাঙালি সেজে তিনি হাজির হয়েছিলেন আজ মন্দিরে। এছাড়াও তিনি মেদিনীপুরের ছেলে। এবং ঘাটালের সংসদ। তাই, এই জায়গার প্রতি তাঁর আলাদাই টান আছে।

Bengali Actor Joke About Digha Temple: 'দিঘায় কি উড়িয়া বলব?' জগন্নাথ মন্দির স্থাপনা নিয়ে চূড়ান্ত রসিকতা বাঙালি অভিনেতার..

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়: পরনে সাদা কালো ওয়ার্কের পাঞ্জাবি, এবং সাদা রঙের চোস্তা, অভিনেতাকে দেখা গেল একেবারে বাঙালি সাজেই। যদিও, প্রসেনজিৎ এই পাঞ্জাবি আগেও পড়েছেন। এতবড় তারকা হওয়ার পরেও তাঁরা যে পোশাক রিইউজ করছেন সেটাই দারুণ ব্যাপার।

নচিকেতা চক্রবর্তী: এই শিল্পীকে গতকাল দেখা গিয়েছিল সাদা রঙের পোশাকে। চোস্তা পাঞ্জাবি পরে দেখা গিয়েছিল তাঁকে। আর আজ কালো রংয়ের পোশাক, লাল রঙের স্কার্ফ - চোখে রোদচশমা পরিহিত - মন্দিরে দেখা গেল।

ইমন চক্রবর্তী: সাদার ওপর প্রিন্টেড এক সালোয়ার কুর্তা পরে হাজির হলেন তিনি। গান গাইলেন, সকলকে আনন্দ দিলেন। এবং ভীষণ ভক্ত ইমন গানের শুরু থেকে শেষ জগন্নাথের নাম করলেন।

উল্লেখ্য, মন্দির প্রতিষ্ঠা এবং দ্বারোধঘটনের পরমুহুর্তেই মাননীয়া মুখ্যমন্ত্রী সেখান থেকে রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। গতকাল যে ভয়াবহ আগুন লেগেছে, সেখানেই আসছেন তিনি।

prosenjit chatterjee Dev Iman Chakraborty Digha Jagannath Temple