বলিপাড়ায় নানা ধরণের সম্পর্ক নিয়েই গুঞ্জন থাকে। বেশ কিছু সম্পর্ক এমন চর্চায় ছিল যে, সেই নিয়ে দারুণ জলঘোলা হয়। কেউ কেউ অবৈধ সম্পর্কের কারণে চর্চায় ছিলেন মারাত্মক। সেরকম একজন, বনি কাপুর। তখন তিনি তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহিত। তারপরেও মন দেন শ্রীদেবিকে। এবং এই কারণেই সেসময়ের লেডি সুপারস্টারকে অনেক কথাই শুনতে হয়। ঘর ভেঙ্গেছেন শ্রীদেবী এমন কথাও শুনতে হয়েছিল তাঁকে। এমনকি, বনিকে অন্যত্র নিজের সংসার সাজাতে হয়েছিল। প্রথম পক্ষের সন্তান- অর্জুন ও আনশুলা বাবাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন।
সেরকমই, জীবনের কিছু সিদ্ধান্ত আসে প্রবল আবেগের ঢেউ নিয়ে। বিশেষ করে যখন, সেই সিদ্ধান্ত প্রেম এবং সম্পর্কের জটিল পথে বাধা হয়ে দাঁড়ায়। শ্রীদেবী ও বনি কাপুরের প্রেমের কাহিনি ঠিক এমনই এক অধ্যায়, যা শুধু তাঁদের জনপ্রিয়তার জন্য নয়, সেই সময়ের সামাজিক ও ব্যক্তিগত প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল।
Aamir Khan: আমিরের বাড়িতে কেন এলেন IPS-অফিসাররা? বড় কোনও বিতর্কে মি…
তাঁদের একসঙ্গে পথচলার শুরুটা মোটেও সহজ ছিল না। সম্পর্কের শুরুর দিকে জড়িয়ে ছিল দ্বিধা, মানসিক টানাপোড়েন এবং নৈতিক সংকট। একটি সাক্ষাৎকারে এবিপি নিউজকে বনি কাপুর জানিয়েছিলেন, “ওঁর মন জয় করতে আমার প্রায় পাঁচ-ছয় বছর লেগে যায়। যখন আমি তাকে প্রথমবার প্রপোজ করি, সে হতবাক। সে আমাকে জিজ্ঞেস করেছিল, ‘তুমি তো বিবাহিত, তোমার দুই সন্তান রয়েছে- তবুও কীভাবে এসব বলছো?’ এরপর প্রায় ছয় মাস সে আমার সঙ্গে আর কথা বলেনি।”
শ্রীদেবীর এই দীর্ঘ নীরবতা ছিল এক অন্তর্দ্বন্দ্বের প্রতিচ্ছবি। একদিকে আবেগ, অন্যদিকে ব্যক্তিগত মূল্যবোধ ও নৈতিকতা- সব মিলিয়ে তার প্রতিক্রিয়া ছিল গভীর। কী করবেন, যেন তিনি বুঝে উঠতে পারলেন না। বেশ দোনামনায় ছিলেন অভিনেত্রী।
Sampurna Lahiri: সব শেষ! না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা, পিতৃশোকে কা…
বনি কাপুর আরও জানান, তিনি তখন তাঁর স্ত্রী মোনা কাপুরের প্রতিও সবসময় সৎ ছিলেন। তিনি বলেন, “আমি সবসময় সততার পক্ষে। আমি মোনাকে আমার অনুভূতির কথা বলেছিলাম। প্রেম সবসময় নিখুঁত হয় না। আবেগ, অনেক সময় আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে আমি চেষ্টা করেছি যেন আমি যা অনুভব করি, তা নিয়ে কাউকে বিভ্রান্ত না করি।" সুপারস্টার অভিনেত্রীর মনের ওপতখন বেজায় চাপ। কিন্তু, ভালবাসার কাছে হার মেনেছিলেন তিনি।
একথা, অনেকেই জানেন, অভিনেতা মিঠুনের সঙ্গে শ্রীদেবীর প্রেমের সম্পর্ক দানা বাঁধে। তাঁরা নাকি বিয়েও করবেন ভেবেছিলেন। কিন্তু, বিবাহিত মিঠুন তখন সাফ জানিয়েছিলেন, জোগিতাকে ছেড়ে আসা তাঁর সম্ভব না।