Entertainment Latest Live News Highlights: পুত্র সন্তান ছিল না বলে বাড়ি ছাড়তে বাধ্য হন নায়িকার মা?

Entertainment Latest Live News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
live news updates

জেনে নিন আজকের আপডেট...

Entertainment Latest Live News Highlights

Advertisment

মডেল হিসাবে তাঁর যাত্রা শুরু। তারপর, টিভির অন্যতম শীর্ষ অভিনেত্রী এবং শেষ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী হয়ে ওঠা, স্মৃতি ইরানির শোবিজ থেকে রাজনীতিতে যাত্রা ভীষণ উল্লেখযোগ্য। তবে সম্প্রতি এক কথোপকথনে স্মৃতি স্বীকার করেছেন যে তার মাথায় আগুন জ্বলে উঠেছিল যখন তিনি বড় হয়ে মায়ের বিরুদ্ধে অবিচার করতে দেখেছিলেন, দায়িত্ব নিয়েছিলেন তাঁর বোন এবং মায়ের ভাল থাকার। 

  • Jul 03, 2025 21:22 IST

    Actress Son Suicide: প্রাইভেট টিউশনে যাওয়ার জন্য মায়ের জারিজুরি, আত্মঘাতী অভিনেত্রীর ১৪ বছরের সন্তান

    14 years son Death: শোকের চায়া টেলি দুনিয়ায়। গুজরাতি টিভি অভিনেত্রীর  ১৪ বছরের ছেলের আত্মহত্যার ঘটনা। বুধবাছে অভিনেত্রীর। সন্তানকে নিয়ে একাই থাকতেন। কান্ডিভালি থানা সূত্রে খবর, টিউশনে যাওয়ার জন্য মা জোর করলে আত্মহত্যা করে অভিনেত্রীর একমাত্র পুত্র সন্তান। আবাসনের এক প্রতিবেশীই অভিনেত্রীকে জানান, তাঁর ছেলে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে এসে দেখেন তাঁরই পুত্র সন্তান। কান্ডিভালি থানার সিনিয়ার ইন্সপেক্টর Ravi Adane জানাচ্ছেন, 'এখনও পর্যন্ত আমাদের কাছে এমন কোনও তথ্যপ্রমাণ আসেনি যার ভিত্তিতে বলা যায় মৃত্যু অস্বাভাবিক। আত্মহত্যার সময় কোনও সাক্ষী যেহেতু নেই তই আমরা বিভিন্ন আঙ্গিকে ঘটনার তদন্ত করব।' পুলিশ ঘটনার তদন্তের স্বার্থে আত্মঘাতী ছাত্রের স্কুলের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করবে। এছাড়াও বিগত কয়েকদিনে প্রাইভেট টিউশনের জায়গায় তাঁর মানসিক শান্তি ছিল কনা সেটাও তদন্তের আওতায় আনা হবে বলে খবর। এক পুলিশ অফিসারের বক্তব্য অনুযায়ী, কেন ১৪ বছরেরে ছেলেটি প্রাইভেট টিউশনে যেতে চাইত না সেটা ভালভাবে খতিয়ে দেখা হবে। উল্লেখ্য,স পুলিশ ইতিমধ্যেই গুজরতি ছেলের আত্মহত্যার ঘটনাটিকে অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট বা ADR-এর আওতায় নথিভুক্ত করেছে। 



  • Jul 03, 2025 20:49 IST

    Adult Actress Death: চারিদিকে ছড়ানো অশ্লীল ছবির মাঝেই চিরবিদায়! কী ভাবে অকাল মৃত্যু ২৮ বছরের প্রাপ্তবয়স্ক ছবির অভিনেত্রীর?

    Adult Actress Kylie Page death:  ৩০-এর গণ্ডি পেরনোর আগেই প্রয়াত প্রাপ্তবয়স্ক ছবির নায়িকা  Kylie Page। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। Kylie Page-এর মৃত্যুর খবরে স্তম্ভিত বিনোদন জগৎ। তিনি শুধু একজন প্রাপ্তবয়স্ক ছবির অভিনেত্রীই ছিলেন না, সেই সঙ্গে নেটফ্লিক্সের সঙ্গে ছিল বিশেষ যোগ। ২৫ জুন নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে Kylie Page-এর। এক বন্ধু ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে অগত্যা পুলিশে খবর দেন। পুলিশই বাড়ি এসে উদ্ধার করে Kylie Page-এর নিথর দেহ। US Weekly-এর খবর অনুযায়ী, প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ওষুধের ওভারডোজের কারনেই মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধারের সময় চারপাশে ছড়িয়ে ছিল অশ্লীল ছবি। এখনও অভধি কোনও অস্বাভাবিক ঘটনার যোগসূত্র পায়নি পুলিশ। তবে ঘটনার তদন্ত চলছে। 



  • Advertisment
  • Jul 03, 2025 19:40 IST

    Rimjhim Mitra: ট্রেনের বাথরুমে ২০ মিনিট আটকে রাখা হয়েছিল রিমঝিমকে

    Tollywood Actress Rimjhim Mitra: তারকাদের জীবনে যে ধরনের ঘটনা ঘটে, সেইগুলো সাংঘাতিক!! অভিনেতা বা অভিনেত্রী হওয়ার আগে তাঁদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো তাঁরা সারা জীবন মনে রাখেন। শুধুই কি কেরিয়ার জীবন কিংবা ব্যক্তিগত জীবনে প্রেমের আঘাতের কথা মানুষ মনে রাখেন? একেবারেই না! বরং, ঘটে যাওয়া এমন কিছু ঘটনা তারা মনে রাখেন, যা সাংঘাতিক। টালিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র...



  • Jul 03, 2025 19:05 IST

    Alivia Sarkar-Shehnaaz Gill: বাংলার প্রশিক্ষণ দিতেই অলিভিয়াকে বিশেষ কমপ্লিমেন্ট শেহনাজের, সিদ্ধার্থ-শেফালিকে নিয়ে কথা হল দুজনের?

    Alivia Sarkar-Shehnaaz Gill News: শেহনাজ গিলকে বাংলা শেখাচ্ছেন অলিভিয়া। শেহনাজকে এতটা কাছ থেকে দেখে আপ্লুত অলিভিয়া। তিনি বলেন, 'ভীষণ মিষ্টি, সুপার কিউট। একটা বাবলি ভাইব আছে। সবসময় হাসিখুশি থাকেন। ওঁর সঙ্গে কাজ করে খুব আনন্দ হচ্ছে।' শেফালি জেরেওয়ালের মৃত্যু ঘিরে সিদ্ধার্থ শুক্লাকে নিয়ে শেহনাজ গিলের সঙ্গে শুটিং সেটে কোনও কথা হল অলিভিয়ার? অভিনেত্রী বলেন, 'না, ফ্লোরে সেভাবে অত কথা হয় নি। তাছাড়া এত অল্প সময়ের পরিচয়ে কেউ ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন না। সকলের প্রাইভেসিকে সম্মান জানানো উচিত। প্রত্যকে ভীষণ মন দিয়ে কাজ করছে, সঙ্গে আমিও। একজন অভিজ্ঞ ও কাজের প্রতি একাগ্রতাসম্পন্ন অভিনেত্রী হওয়াই তো মূল লক্ষ্য। শেহনাজ আমাকে কিউট বলেছে, এটা নিয়েই এখন আমি খুব খুশি।'



  • Jul 03, 2025 18:37 IST

    Prosenjit Chatterjee: বাঙালি হয়েও বাংলা শুনে লজ্জা পেলেন প্রসেনজিৎ? মায়ানগরীতে বসেই তাঁকে পাঠ পড়ালেন রাজকুমার..

    বাঙালির কি সত্যিই বাংলার বাইরে গিয়ে বাংলা বলতে অসুবিধা হয়? নাকি বাংলা শুনতে অসুবিধা হয়? একজন আদ্যোপান্ত বাঙালি মানুষ যিনি বাংলা ছবিতে কাজ করেন তাকেই যখন মুম্বাইয়ের বুকে বাংলায় প্রশ্ন করা হলো তিনি কেনই বা এরকম উত্তর দিলেন? প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বহুদিন ধরে, বলিউডে একচেটিয়া কাজ করে যাচ্ছেন তিনি। বেশ কয়েকটি ওয়েব সিরিজের সঙ্গে সঙ্গে খাকি দা বেঙ্গল চ্যাপ্টারেও তাঁকে দেখা গিয়েছে।

     



  • Jul 03, 2025 17:52 IST

    Bollywood Breakup Story: 'অত্যন্ত দুঃখের সঙ্গে জনাচ্ছি...', লক্ষ্মীবারে বিচ্ছেদ ঘোষণা জনপ্রিয় সোশ্যাল আইকনের

    Bollywood Breakup Story ৭ জুলাই বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে ইনস্টা হ্যান্ডেলে দুজনের পথ আলাদা হওয়ার কথা ঘোষণা করলেন। তাঁরা নান আদার দ্যান সকলের অত্যন্ত পরিচিত সোশ্যাল মিডিয়া আইকন চিঙ্ক-মিঙ্কি ওরফে সুরভী-সমৃদ্ধি। সুরভী ও সমৃদ্ধি মেহরা বৃহস্পতিবার ইনস্টা হ্যান্ডেলে অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, 'খুব দুঃখের সঙ্গে আমরা জোড়ি হিসেবে বিচ্ছেদ ঘোষণা করলাম। দুজনের পথ আলাদা হল। আমরা দুজন নিজেদের মতো করে আলাদাভাবে নতুন জার্নি শুরু করছি।' 



  • Jul 03, 2025 17:27 IST

    Bollywood Tragic incident: সুপারস্টারকে খুন করতেই টাকা পেয়েছিলেন? বিস্ফোরক তথ্য এল সামনে...

    মনমোহন দেশাইয়ের 'কুলি'র সেটে যখন অমিতাভ বচ্চন প্রায় মারাত্মক দুর্ঘটনায় পড়েন, তখন সারা দেশের তারকার ভক্তরা তাঁর জন্য প্রার্থনা করতে একত্রিত হয়েছিলেন। এদিকে, স্টান্টের সঙ্গে জড়িত থাকায় পুনিত ইসারের বিরুদ্ধে তাঁকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুনিত জানিয়েছেন, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এবং তাঁর বিরুদ্ধে আরও কিছু অভিযোগ ছিল। এমনকি এও বলা হয়েছিল অমিতাভকে খুন করার জন্য নাকি তাঁকে টাকা দেওয়া হয়েছে। পুনিত বলেছিলেন যে এই পর্যায়ে তাকে অনেক ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল। 



  • Jul 03, 2025 16:55 IST

    Bengali Actress Health Issue: বিবাহবিচ্ছেগ ঘোষণার পরই প্রচণ্ড অসুস্থ, তড়িঘড়ি চিকিৎসকের কাছে জনপ্রিয় বাঙালি অভিনেত্রী

    Susmita Roy Health: অনুরাগীদের। বিচ্ছেদ ঘোষণার পরই অসুস্থ হয়ে পড়েছেন সুস্মিতা। পেটে অসহ্য যন্ত্রণা, লুস মোশন সঙ্গে আবার বমি। এখানেই শেষ নয়, হাঁটুর যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছেন সুস্মিতা। কোনওভাবেই হাঁটু ভাঁজ করতে পারছেন না। কোমর থেকে ভয়ানক ব্যথা। 

     

     



  • Jul 03, 2025 16:12 IST

    Actress Health Condition: রক্তচাপ ৪০! সিনেমাহলে বুক ধড়ফড়-বাঁদিক পুরো অসার, শেফালির মতোই হৃদরোগের উপসর্গ বিগ বস প্রতিযোগীর

    Actress Health Condition: সম্প্রতি এক সাক্ষাৎকারে বিগ বস ১৮-এর প্রতিযোগী শ্রুতিকা অর্জুন অতীতের ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করেছেন। যেখানে শেফালির মতো আচমকা তাঁরও রক্তচাপ কমে গিয়েছিল। কোভিড ভ্যাকসিন নেওয়ার রাতে মারাত্মক পরিণতি হয়েছিল শ্রুতিকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিগ বস ১৮-এর প্রতিযোগী শ্রুতিকা অর্জুন অতীতের ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করেছেন। যেখানে শেফালির মতো আচমকা তাঁরও রক্তচাপ কমে গিয়েছিল। কোভিড ভ্যাকসিন নেওয়ার রাতে মারাত্মক পরিণতি হয়েছিল শ্রুতিকার। 



  • Jul 03, 2025 15:06 IST

    Ramayana First Teaser: ধর্ম আর ক্ষমতা, মানব বনাম অমরের লড়াই 'রামায়ণ', রনবীর-যশের ছবি কবে রিলিজ করছে?

    Ramayana First Teaser:  বহুদিন ধরেই রামায়ণ নিয়ে আলোচনা তুঙ্গে। এবং এই ছবির দিকে তাকিয়ে বসে আছেন অনেকেই। নীতিশ তিওয়ারির রামায়ণ যে বৃহৎ আকারে ঝড় আনতে চলেছে ভারতীয় সিনেমার ক্ষেত্রে সেকথা বলাই যায়। এবং টানা দশ বছর ধরে নানা কিছু আলোচনার মধ্যে দিয়েই আজকের দিনটি সম্ভব হয়েছে। কিছুদিন আগেই দেখা গিয়েছিল, এই ছবির ফার্স্ট পার্ট শুটিং শেষ হয়ে গিয়েছে।

    Ramayana First Teaser: ধর্ম আর ক্ষমতা, মানব বনাম অমরের লড়াই 'রামায়ণ'…



  • Jul 03, 2025 14:58 IST

    Shefali Jariwala Prayer Meet: সাদা ফুলে সাজানো শেফালির ছবি, হাহাকার অভিনেত্রীর বাবার, কান্না চেপে সান্ত্বনা স্বামীর

    Shefali Jariwala Father: শেফালি জারিওয়ালার মৃত্যুর পর ২ জুলাই বুধবার শোকসভা আয়োজন করা হয়েছিল। সাদা ফুলে সাজানো শেফালির ছবি। মেয়ের ফটোর সামনে চোখের জল আটকাতে পারলেন না শেফালির বাবা সতীশ জরিওয়ালা। এদিকে নিজের যন্ত্রণা চেপে রেখে শ্বশুরমশাইকে সামলাচ্ছেন পরাগ। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল সেই হৃদয়বিদারক মুহূর্ত। পরিবারের সদস্য, কাছের মানুষজন ও বন্ধুবান্ধবরা শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন শেফালির স্মরণসভায়। 



  • Jul 03, 2025 14:23 IST

    Shefali Jariwala Tragic Love Story: শেফালিকে ছাড়া প্রতিটি রাত...! স্ত্রীর অনুপস্থিতিতে ফাঁকা ঘরে হাহাকার তারকা স্বামী পরাগের

    Shefali Jariwala Husband:  প্রায় ছ' মাসের বেশি সময় বিগ বসের ঘরে ছিলেন শেফালি। তিনি যখন বিগ বসের ঘরে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে ব্যস্ত সেই সময় স্ত্রীর জন্য বাড়িতে মন কাঁদত পরাগের। এক সাক্ষাৎকারে পরাগ বলেন, 'শেফালিকে আ্মি ভালবাসি সেটা আমি জানি। কিন্তু, কতটা ভালবাসি সেটা বুঝতাম না। বিগ বসের জন্য যখন আমার থেকে অনেকদিন দূরে ছিল তখন সেটা উপলব্ধি করেছিলাম। ভীষণ মিস করতাম। প্রতি মুহূর্তে ওঁর কথা মনে পড়ত. ওকে ছাড়া বাড়িটা শূন্য মনে হত। ওঁর সঙ্গে সবকিছু শেয়ার করতাম। প্রতি রাতে জেগে থাকতাম আর ভাবতাম কী করে এটা ওকে বলব।'



  • Jul 03, 2025 14:05 IST

    Deepika Padukone-Walk of Fame: ভারতের গর্ব দীপিকা, বিরাট সম্মানে সম্মানিত হতে চলেছেন লেডি সুপারস্টার..

    Deepika Padukone-Walk of Fame: তিনি কেন সুপারস্টার, তাঁর প্রমাণ বোধহয় এর মাধ্যমেই মেলে। দীপিকা পাডুকোন আবারাও ভারতের মুকুটে নয়া পালক জুড়েছেন। ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত কারণ দীপিকা পাড়ুকোন আগামী বছরের ঐতিহ্যবাহী হলিউড ওয়াক অফ ফেম তারকা প্রাপক হিসাবে নির্বাচিত হয়েছেন। বুধবার ওভেশন হলিউড থেকে সরাসরি সংবাদ সম্মেলনে রেকর্ডিং, মোশন পিকচার, টেলিভিশন, লাইভ থিয়েটার/লাইভ পারফরম্যান্স এবং স্পোর্টস এন্টারটেইনমেন্ট জগতের অন্যান্য খ্যাতিমান ব্যক্তিত্বদের সঙ্গে দীপিকার নাম ঘোষণা করা হয়।



  • Jul 03, 2025 13:14 IST

    Bengali Serial TRP: চলতি সপ্তাহেও 'নায়ক' পরশুরাম, ফুলকি-জগদ্ধাত্রী-পরিণীতার হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে কে?

     Bengali Top 5 Serial TRP List:  চলতি সপ্তাহেও স্টার জলসার ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক-এর বৃহস্পতি একেবারে তুঙ্গে। ৭.৪ পয়েন্ট সহযোগে বেঙ্গল টপার তকমা ছিনিয়ে নিল এই মেগা। দ্বিতীয় স্থানাধিকারী ফুলকি। তৃতীয় স্থান দখল করেছে জগদ্ধাত্রী। ৬.৬ পয়েন্টের সহযোগে চতুর্থ স্থানে নেমে এসেছে বাংলা মেগা রাঙামতি তিরন্দাজ। আর প্রথম পাঁচের শেষে অর্থাৎ পঞ্চমে ঠাঁই পেল পরিণীতা।



  • Jul 03, 2025 12:36 IST

    Bollywood Actress : হাত ছাড়লেন কাছের মানুষ, শোকে কাতর কিংবদন্তি অভিনেত্রী

    বাবা-মা কে হারানোর থেকে বড় দুঃখ বোধহয় আর কিছুই হয় না। অভিনেত্রী মন্দাকিনী নিজের সমাজ মাধ্যমেই জানিয়েছেন তাঁর কাছের জনের চলে যাওয়ার খবর। রাজ কাপুরের এই নায়িকা রাম তেরি গঙ্গা মেইলি দিয়ে শুরু করেছিলেন কেরিয়ার। এমনকি, সেই ছবিতেই তিনি জনপ্রিয়তা লাভ করেন। কটা চোখের এই নায়িকার মায়ায় জড়িয়েছিল সিনেপ্রেমীরা। যদিও, বেশি ছবিতে তিনি কাজ করেননি। কিন্তু, তাঁর সৌন্দর্য মন কেড়ে নিয়েছিল সকলের। 

    Bollywood Actress : হাত ছাড়লেন কাছের মানুষ, শোকে কাতর কিংবদন্তি অভি…



  • Jul 03, 2025 11:54 IST

    Bollywood Actress: পুত্র সন্তান ছিল না, মাকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়!

    জানিয়েছিলেন, যে তিনি অগ্নিপথ সিনেমা থেকে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হন। সিনেমার প্রধান চরিত্রের মতো, তিনিও তার মায়ের স্বপ্ন পূরণের জন্য নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। তিনি ব্যাখ্যা করেছিলেন, "অগ্নিপথ এমন একটি ছেলের গল্প, যে তার মায়ের ইচ্ছা পূরণ করার চেষ্টা করছিল। সে ভেবেছিল যে তাঁর মা অবিচারের মুখোমুখি হয়েছে। এবং আমিও সর্বদা আমার নিজের মায়ের জন্য এটা অনুভব করতাম। আমার বয়স যখন ৭ বছর, তখন আমার মাকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছিল। কারণ তার ছেলে ছিল না। তাই আমার কাছে এটাই ছিল আমার অগ্নিপথ, মাকে ফিরে পেয়ে তার মাথার ওপর ছাদ দেওয়া।" 



bollywood tollywood Entertainment News Today