/indian-express-bangla/media/media_files/2025/06/10/hgmtz4fYudZsIVeOCOGc.jpg)
প্রয়াত কিংবদন্তি...
Entertainment Latest Live News Updates:
বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে নক্ষত্রপতন। দীর্ঘদিন ধরে এই অভিনেত্রী নানান কষ্টে ভুগছিলেন। অর্থ সাহায্যের জন্য বারবার তাকে কথা বলতে দেখা গিয়েছে। বয়স হয়েছিল প্রায় ৮৮ বছর। গতকাল রাত্রে বেলা নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। শেষ দেখা গিয়েছিল গীতা এলএলবি ধারাবাহিকে। গতকাল রাত এগারোটা নাগাদ, অভিনেত্রী মৈত্রেয়ী নিজের সমাজমাধ্যমে তার মৃত্যুর খবর জানান। সঙ্গে বলেন, তোমার সঙ্গে আবার পরজন্মে দেখা হবে।
- Aug 13, 2025 13:20 IST
Bollywood: ক্যানসারে আক্রান্ত স্ত্রী, হাসপাতালে গিয়ে ঘাবড়ে গেলেন অভিনেতা স্বামী! সন্তান যা করলেন...
কিরণ বলেন, চিকিৎসা ও ওষুধের কঠিন কোর্স পেরিয়ে আসা ছিল রোগের চেয়েও বেশি কষ্টকর। প্রথম ৬-৮ মাস ছিল অসহনীয়, তবে তিনি বিশ্বাস রেখেছিলেন ঈশ্বরের ওপর। সিকান্দার খবরটি তিনি পান ২০২০ সালের শেষ দিকে, যখন ইন্দোনেশিয়ায় মাঙ্কি ম্যান ছবির শুটিং করছিলেন। "জীবন যেমন তাসের চাল দেয়, তেমন খেলতে হয়। খুব আবেগপ্রবণ হলে চারপাশের ভাল শক্তি মরে যায়।"
- Aug 13, 2025 12:15 IST
Bollywood Actress: ইংরেজিতে অপটু? প্রেম - পরিবারকে বেছে নিয়েছিলেন বলিউডের এই প্রতিভাবান নায়িকা, চেনেন তাঁকে?
খুব কম অভিনেতাই আছেন যাদের অভিনয়ের মান এমন উচ্চতায় থাকে, যে দর্শকদের, তাদের কাজে কোনও ত্রুটি খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে যায়। তারা হয়তো সর্বজনপ্রিয় স্টার নাও হতে পারেন। কিন্তু প্রতিটি চরিত্রে নিজের স্বকীয় ছাপ রেখে যান। এরই এক উজ্জ্বল উদাহরণ শেফালি শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি শেয়ার করেছেন কীভাবে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন, মীরা নায়ারের সমালোচক প্রশংসিত মনসুন ওয়েডিং-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পান এবং পরে বিয়ের জন্য নিজের কেরিয়ার শেষ করে দেন।
- Aug 13, 2025 11:34 IST
Anu Malik: অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, 'বাবা-মা সহ্য করতে পারেননি', কঠিন সময়ের কথা শোনালেন ডাবু
২০১৮ সালে ভারতের #MeToo আন্দোলনের সময়, বেশ কয়েকজন গায়িকা সংগীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। অভিযোগের জেরে তাঁকে ইন্ডিয়ান আইডল ৮ থেকে বিচারকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরের বছর তাঁকে আবার ফিরিয়ে আনা হলেও বিতর্ক ও সমালোচনার মুখে ইন্ডিয়ান আইডল ৯ থেকে তিনি পদত্যাগ করেন। ২০২০ সালে জাতীয় মহিলা কমিশন প্রমাণের অভাবে তাঁকে ক্লিনচিট দেয়।
Anu Malik: অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, 'বাবা-মা সহ্য কর…
- Aug 13, 2025 10:38 IST
Films Were hit On 1947: স্বাধীনতার সোনালী বছরে এই ভারতীয় ছবিগুলিই সৃষ্টি করে মাইলস্টোন, দেখে নিন একনজরে..
আসন্ন স্বাধীনতা দিবস। ভারতীয়দের কাছে এইদিন খুব বিশেষ। প্রতিবছর সারা দেশজুড়ে নানা অনুষ্ঠান পালন করা হয়। এবং খেয়াল করলে দেখা যাবে, এই বিশেষ দিনটিতে অনেকেই নানা ধরণের উদযাপনে মাতেন। সাদা রঙের পোশাকে বেশিরভাগ মানুষকে দেখা যায়। বিশেষ করে সমাজ মাধ্যমের যুগে সেদিন নানা ধরণের পোস্ট দেখতে পাওয়া যায়। তবে, দেশপ্রেমের সঙ্গে গভীর এক যোগ আছে সিনেমার? যেমন...
Films Were hit On 1947: স্বাধীনতার সোনালী বছরে এই ভারতীয় ছবিগুলিই স…
- Aug 13, 2025 09:44 IST
Legendary Actress Passed Away: দীর্ঘ লড়াই শেষ, বাংলা সিনেমায় নক্ষত্রপতন, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গে বাংলা সিনেমার অন্যতম কিংবদন্তি অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। গতকাল রাতেই নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে অসুখে ভুগছিলেন। গতকাল তাঁর পরিচারিকা রেখাদেবীর সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হলে, তিনি জানান খবরটি সত্যি। তখন তিনি অঝোরে কাঁদছেন। প্রিয় মানুষটাকে দেখে রাখতেন তিনি। এবং, তাই তাঁর চলে যাওয়াটা যেন মেনে নিতে পারছেন না। জানানো হয়েছিল তার মেয়ে আসার অপেক্ষাতেই বডি রাখা হয়েছে। আর্টিস্ট ফোরামে আমি জানানো হয়েছিল তার মৃত্যুর খবর।