/indian-express-bangla/media/media_files/2025/08/13/sexual-assault-allegations-against-anu-malik-shattered-the-family-2025-08-13-11-18-29.jpg)
যা শোনালেন শিল্পী...
২০১৮ সালে ভারতের #MeToo আন্দোলনের সময়, বেশ কয়েকজন গায়িকা সংগীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। অভিযোগের জেরে তাঁকে ইন্ডিয়ান আইডল ৮ থেকে বিচারকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরের বছর তাঁকে আবার ফিরিয়ে আনা হলেও বিতর্ক ও সমালোচনার মুখে ইন্ডিয়ান আইডল ৯ থেকে তিনি পদত্যাগ করেন। ২০২০ সালে জাতীয় মহিলা কমিশন প্রমাণের অভাবে তাঁকে ক্লিনচিট দেয়।
সম্প্রতি, অনুর ছোট ভাই ও সহ-সুরকার ডাবু মালিক সেই সময় পরিবারের অবস্থা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, "পুরো ঘটনা আমাদের পরিবারকে ভেঙে দিয়েছিল। অনুও হতবাক হয়ে গিয়েছিল। এত মানুষের টার্গেট হওয়ার যন্ত্রণা আমরা সহ্য করতে পারিনি। আমরা মানসিকভাবে ওকে সমর্থন করেছি। চেষ্টা করেছি যেন সে কাজ ও মিটিংয়ে ফিরে আসে।"
Legendary Actress Passed Away: দীর্ঘ লড়াই শেষ, বাংলা সিনেমায় নক্ষত্রপ…
ভিকি লালওয়ানিকে দেওয়া সাক্ষাৎকারে ডাবু আরও বলেন, "পরিবার হিসেবে আমি কোনও রায় দিইনি, দেওয়াও উচিত নয়। সময়টা ওর জন্য ভীষণ কঠিন ছিল। আমি ব্যক্তিগতভাবে ওকে সমর্থন করেছি, কারণ কাছের কাউকে, এমন পরিস্থিতিতে দেখতে পাওয়া ভীষণ বড় ধাক্কার।" ডাবু জানান, তাঁদের বাবা-মা তখন ৮০-র কোঠায়, এবং বার্ধক্যের কারণে এই বিতর্কের ধাক্কা সামলাতে পারেননি। তিনি আরও বলেন, "অনুকে সোশ্যাল মিডিয়ায় অযথা এত কাঠগড়ায় দাঁড় করানো ঠিক হয়নি। আমরা তো শাহরুখ খানের মতো তারকা নই, আমরা সংগীতশিল্পী। সোশ্যাল মিডিয়ায় অযথা কারও নিয়ে আলোচনা করতে করতে তাকে অযাচিত গুরুত্ব দেওয়া ঠিক নয়।"
Bollywood Actress: মাত্র ১৫ বছরে বিয়ে, শরীরে কুষ্ঠ ছিল এই অভিনেত্রীর,…
উল্লেখ্য, ২০১৮ সালে গায়িকা সোনা মহাপাত্র প্রথম অনুর বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি জানান, অনু মালিক তাকে বারবার অযাচিত সময়ে ফোন করতেন এবং একবার তাঁর স্বামী-সুরকার রাম সম্পতের সামনেই অনুকে "মাল" বলে সম্বোধন করেছিলেন। পরবর্তীতে গায়িকা নেহা ভাসিন, আলিশা চিনাই এবং শ্বেতা পণ্ডিতও অনুর হাতে যৌন হেনস্তার অভিযোগ প্রকাশ করেন।
শ্বেতা দাবি করেন, ১৫ বছর বয়সে একটি অডিশনের সময় অনু তাকে একটি গান দেওয়ার শর্তে চুম্বনের দাবি করেছিলেন, যা তাঁকে মানসিকভাবে আঘাত করেছিল। নেহা ভাসিন জানান, তিনি একটি সিডি দিয়ে নিজের কাজ শোনাতে গিয়েছিলেন, গান গাওয়ার সুযোগের প্রত্যাশায়। কিন্তু অনুর আচরণ ছিল "কুৎসিত ও বিকৃত"। ২০১৯ সালে অনু মালিক সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি দুই মেয়ের বাবা। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা করা তো দূরের কথা, কল্পনাও করতে পারি না।"