Entertainment Latest News Highlights s: প্রয়াত কিংবদন্তি

Entertainment Latest News highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
death news today celebrity

প্রয়াত কিংবদন্তি...

Entertainment Latest News highlights:  

Advertisment

শানাভাস তিরুবনন্তপুরমে জন্মগ্রহণ করেন। তিনি চেন্নাইয়ের দ্য নিউ কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে সিনে জগতে প্রবেশ করেন। ১৯৮১ সালে পরিচালক বালচন্দ্র মেননের প্রেমা গীতাঙ্গল ছবির মাধ্যমে তাঁর রুপালি পর্দায় অভিষেক ঘটে। সেই সময় তাঁর বাবা প্রেম নাজির মালায়ালাম চলচ্চিত্রে এক শক্তিশালী উপস্থিতি ছিলেন, যার প্রভাব শানাভাসের প্রথম দিককার পরিচিতি অর্জনে সাহায্য করেছিল।

 

Advertisment
  • Aug 05, 2025 18:08 IST

    Karishma Kapoor-Sanjay Kapur Murdered: করিশ্মার প্রাক্তন স্বামীকে খুন করা হয়েছে, নাম না করে প্রিয়াকে নিয়ে বিস্ফোরক সঞ্জয়ের মা

    পারিবারিক ড্রামার মাঝেও ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক সঞ্জয়ের মা রানি কাপুর। তিনি দাবি করেছেন, ছেলের মৃত্যু স্বাভাবিক ছিল না, বরং ষড়যন্ত্র করে খুন করা হয়েছে সঞ্জয়কে। প্রিয়ার নাম না করে সঞ্জয়ের মা বলেছেন, যাঁরা পরিবারের পক্ষ থেকে কথা বলছেন তাঁরা বলপূর্বক তাঁকে দিয়ে সই করিয়ে নিয়েছেন। এদিকে আবার জানা গিয়েছে ২০১৯ সালের মে মাসের একটি "সিগনিফিক্যান্ট বেনিফিশিয়াল ওনারশিপ" ঘোষণাপত্রে বলা হয়েছে সঞ্জয় কাপুরই ছিলেন একমাত্র মালিক। এখনও পর্যন্ত প্রিয়া সাচদেব কাপুর এ বিষয়ে কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া দেননি।



  • Aug 05, 2025 17:02 IST

    Mahavatar Narsimha-PVR: 'মহাবতার নরসিংহ' শো চলাকালীন ভেঙে পড়ল সিলিং, পিভিআর-র মারাত্মক দুর্ঘটনার ভিডিও ভাইরাল

    গুয়াহাটির একটি শপিং মলের ভিতর পিভিআর (PVR)-এ সিনেমা চলার সময়ই হঠাৎই  হলের একটি অংশের ফলস সিলিং ভেঙে পড়ে। দর্শকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এই মুহূর্তে হলের ভিতরের ভিডিও ফুটেজ ভাইরাল। সেখানেই দেখা যাচ্ছে, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে সিলিংয়ের ভাঙা অংশ ও কাচ। দর্শক ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়িয়ে হুড়োহুড়ি শুরু করে দেয়। সঙ্গে সঙ্গে সিনেমার প্রদর্শন বন্ধ করে আহতদের জন্য প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা হয়। এরপর হল কর্তৃপক্ষ সকল দর্শককে নিরাপদে বের করে আনতে সাহায্য করে।



  • Aug 05, 2025 16:38 IST

    Shehnaz Gill: ভাল নেই শাহনাজ গিল, হাসপাতালে শয্যাশায়ী অভিনেত্রী

    Shehnaz Gill: হঠাৎ করেই দুঃসংবাদ! সকলের প্রিয় এক অভিনেত্রী নাকি ভাল নেই। হাসপাতালে ভর্তি সলমনের পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ। নিজেই সমাজ মাধ্যমে জানিয়েছেন সেই অসুস্থতার খবর। কিছুদিন আগেই এই নায়িকা কলকাতায় শুটিং করতে এসেছিলেন। বাঙালি খাবার খাবেন, বাংলা শিখছেন এমনটাও বলেছিলেন, তাহলে হঠাৎ কী হল? কী বলছেন তিনি?



  • Aug 05, 2025 15:41 IST

    Dev Subhashree: 'সবই তো আমার...', ১০ বছর পর 'প্রাক্তন' শুভশ্রীর সামনেই বোমা ফাটালেন সুপারস্টার দেব

    দেব ভরা মঞ্চে 'প্রাক্তন'-কে বললেন, 'সবই তো আমার।' এই কথা বলতেই ভক্তদের উন্মাদনার পারদ যেন মুহূর্তে হল ঊর্ধমুখী। দেব অবশ্য তখনও পুরো কথা বলে উঠতে পারেননি। আসলে একই সময়ে মুক্তি পেয়েছিল দেবের খাদান ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সন্তান। দুটি ছবি ঘিরে দেব-শুভশ্রীর ভক্তদের মধ্যেও চলেছে একটা ঠান্ডা লড়াই। এই প্রসঙ্গে যখন সঞ্চালক রোহন দেবকে প্রশ্ন করেন তখন তিনি বলেন, 'সবই তো আমার'। এরপর যুক্তিসহকারে বোঝান, দেব যখন প্রযোজনা সংস্থা খুলেছিলেন তখন প্রথম ফোনটা রাজ চক্রবর্তীকেই করেছিলেন। দুজনের মধ্যে ভাল সম্পর্কের কথাও স্বীকার করেন দেব। তাই সন্তানকে নিজের ছবিই মনে করে 'সবই তো আমার' কথাটা বলেছেন দেব।



  • Aug 05, 2025 15:40 IST

    Riddhi Sen on Bengali Language: অমিত মালব্যকে কি বাঁদর বললেন বাঙালি অভিনেতা?

    Riddhi Sen on Bengali Language:  বাংলা ভাষা নিয়ে সর্বত্র তোলপাড়। আর ভাষা নিয়ে একসময়  এর লড়াই, যে ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছেন, সেই ভাষা নিয়েই এহেন মন্তব্য অমিত মালভ্যর। সেই নিয়েই চারিদিকে আন্দোলন। যে ২২টি স্বীকৃত ভাষা নথিভুক্ত রয়েছে তাঁর মধ্যে অন্যতম বাংলা ভাষা। এবং, এই ভাষায় কত সৃষ্টি, এই ভাষায় কত গান কিংবা উপন্যাস। এই বাংলা ভাষার ছবির, হাত ধরেই ভারতের বুকে এসেছে, প্রথম অস্কার। এমনকি, রবি ঠাকুরের হাত ধরে সৃষ্টি ভারতের জাতীয় সঙ্গীতের। সেই বাংলা নিয়ে যা নয় তাই মন্তব্য! এই নিয়েই বাংলার মানুষ গর্জে উঠেছেন।



  • Aug 05, 2025 15:09 IST

    Eisha Singh Horrible Video: নাক দিয়ে বইছে রক্ত গঙ্গা-হাউ হাউ করে কান্না! ভয়ংকর ভিডিও ভাইরাল হতেই তুমুল কটাক্ষ ঈশাকে

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঈশার এক ভয়ংকর ভিডিও। যেখানে নাক দিয়ে রক্ত গঙ্গা বইছে। সেই সঙ্গে হাউ হাউ করে কাঁদছেন ঈশা। এই ভিডিও দেখে প্রথমে সকলে চমকে গেলেও প্রকাশ্যে সত্যিটা আসতেই তাঁর দিকে ধেয়ে এল কটাক্ষ। বিগ বস ১৮–এর প্রতিযোগী ও জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ঈশা সিং হঠাৎই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ভক্তদের চিন্তায় ফেলে দিয়েছিলেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ঘরের ভিতরে একটি চেয়ারে বসে অঝোরে কাঁদছেন ঈশা। নাক দিয়ে রক্ত বেরচ্ছে। যখন ঈশাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তখন ইনস্টাগ্রাম স্টোরিতে সত্যিটা প্রকাশ্যে এনেছেন। তিনি লেখেন, 'হাই গাইজ! আপনাদের ভয় দেখাতে চাইনি, এটা আমার আপকামিং মিউজিক ভিডিওর একটি দৃশ্যমাত্র! আমার প্রতি আপনারা যে চিন্তা ও ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য ধন্যবাদ। ভালবাসা রইল, ঈশা।' পোস্টের শেষে একটা স্মাইলি ইমোজি। এরপরই নেটপাড়ায় সমালোচনার ঝড়। 



  • Aug 05, 2025 13:51 IST

    Bangladeshi Actress: বিদেশে বুবলির সঙ্গে মাখমাখ মুহূর্তে শাকিব! প্রাক্তন স্বামী প্রসঙ্গে মুখ খুললেন অপু বিশ্বাস

    বাংলাদেশি অভিনেত্রী বুবলির সঙ্গে যুক্তরাষ্ট্রে ছুটির মেজাজে শাকিব। সঙ্গে রয়েছে তাঁদের ছেলে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই চর্চায় শাকিব খান।  প্রশ্নের মুখে পড়েছেন সুপারস্টারের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। তবে বুদ্ধিদীপ্ততার সঙ্গে সেই প্রশ্নের মোকাবেলা করেন অভিনেত্রী। অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠিতে বলেন, 'সম্মান নিজেকে অর্জন করতে অন্যকে ছোট করে নয়। এখন থেকে আমি শুধু নিজের কাজ, নিজের ছেলে, নিজের ভক্তদের সময় দিতে চাই। কারও সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি। যাঁরা আমাকে ভালোবাসেন, পাশে থাকেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না। আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারো সঙ্গে পা মেলাতে রাজিও নই। ভালবাসা অমলান থাকুক।'



  • Aug 05, 2025 13:39 IST

    Actor Passed Away: মঙ্গলের সকালে দুঃসংবাদ! না ফেরার দেশে কিংবদন্তি অভিনেতা..

    শানাভাস তিরুবনন্তপুরমে জন্মগ্রহণ করেন। তিনি চেন্নাইয়ের দ্য নিউ কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে সিনে জগতে প্রবেশ করেন। ১৯৮১ সালে পরিচালক বালচন্দ্র মেননের প্রেমা গীতাঙ্গল ছবির মাধ্যমে তাঁর রুপালি পর্দায় অভিষেক ঘটে। সেই সময় তাঁর বাবা প্রেম নাজির মালায়ালাম চলচ্চিত্রে এক শক্তিশালী উপস্থিতি ছিলেন, যার প্রভাব শানাভাসের প্রথম দিককার পরিচিতি অর্জনে সাহায্য করেছিল।



  • Aug 05, 2025 13:07 IST

    রাজের ব্যবহারে ব্যথিত হৃদয়! শুভশ্রীর কোন জিনিসটা আজও মিস করেন? প্রকাশ্যে মন কি বাত শেয়ার দেবের

    শুভশ্রীর ব্যবহারে নাকি মন ভেঙেছে! তাই দেবের আর্জি খারাপ কথাগুলোও যেন শুভশ্রী একটু হেসে বলেন। তাহলে শুনতে ভাল লাগবে। দেবের অকপট স্বীকারোক্তি, ধূমকেতুর সাক্ষাৎকার দেওয়ার সময় দেবের নাম শুনলেই শুভশ্রীর মুখের মানচিত্র বদলে যাচ্ছিল। তাই শুভশ্রীকে হেসে কথা বলার আর্জি দেবের। একইসঙ্গে মন কি বাত উজার করে বলেন, 'হাসিটা মিস করেছি।' নিজের ছবির প্রচারের সময় রাজ যখন সন্তান সন্তান সন্তান বলছিলেন সেই সময় তাঁর হাসির অন্তরালে ছিল হেঁয়ালি। সেটা কিন্তু, দেবের নজর এড়ায়নি। রাজের সেই হাসি দেবকে আঘাত করেছিল। এই স্বীকারোক্তি শুনেই জিভ কেটে হাসেন শুভশ্রী। ধূমকেতুর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে মনের আরও কথা শেয়ার করেন দেব।



  • Aug 05, 2025 12:05 IST

    Dev and Shubhashree: 'দেবকে নেওয়ার সামর্থ্য আমার নেই..', কোন প্রসঙ্গে নয়া ইঙ্গিত শুভশ্রীর?

    বাংলা সিনেমার শেষ জনপ্রিয় জুটির মধ্যে দেব এবং শুভশ্রীর নাম আসাই উচিত। তার আগে জিৎ কোয়েল রাজ করেছে সিলভার স্ক্রীনে। আজ দশ বছর পর ধুমকেতুর ট্রেলার লঞ্চে, সমস্ত দূরত্ব-বিবাদ এবং বাক-বিতণ্ডা ধুলোয় মিশিয়ে আবারো তারা এক হলেন ভক্তদের জন্য। শেষ দশ বছরে নাকি দেব এবং শুভশ্রী, বারবার নাকি রানা সরকারকে একটাই মেসেজ করতেন যে ধুমকেতু কবে রিলিজ করছে। সেই নিয়েই আসর বসে।



  • Aug 05, 2025 11:30 IST

    Dev-Subhashree: মান-অভিমান ভুলে বছর দশেক পর সেলফি, আইকনিক 'মালা রে'-র তালে তুমুল নাচ দেব-শুভশ্রীর

    ধূমকেতুর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে প্রেম-বিচ্ছেদ-তিক্ততা সবকিছুই যেন ছাপিয়ে গেল পেশাদারিত্বকে। দীর্ঘ ১০ বছর পর দেব-শুভশ্রী নিজেদের সোশ্যাল মিডিয়ায় সেলফি শেয়ার করলেন। দুজনের ছবির ক্যাপশনে লেখা 'এমনি' আর 'হু' এই দুই শব্দ। কালো রংমিলান্তি পোশাকে দেব-শুভশ্রীর আইকনিক 'মালা রে' গানের তালে চেনা ছন্দে পা মেলানো, দেবকে জড়িয়ে শুভশ্রীর নাচ, রোম্যান্টিক পোজ সবই ধূমকেতুর গ্র্যান্ড ট্রেলার লঞ্চের সন্ধ্যার রঙিন মুহূর্তগুলোকে আরও প্রাণোজ্জ্বল করে তুলেছিল। 



  • Aug 05, 2025 10:32 IST

    Dev and Shubhashree: 'আমি না চাইলেও ওকে দেখতে হয়..', মান অভিমানের পালা মিটল দেব-শুভশ্রীর?

    নানান কথা উঠল নানান প্রশ্ন উঠল। সঙ্গে সঙ্গে মোক্ষম বিষয় জানা গেল তাদেরকে নিয়ে। টলিপাড়ার অন্তরে কান পাতলেই, তাদের দুজনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানান ধরনের কথাবার্তা শোনা যায়। শুধু তাই নয়, তাঁদের নিয়ে আলোচনার থেকে বেশি সমালোচনা হয়। কিন্তু দেব এটা জানিয়ে দিলেন, যেদিন প্রথম প্রোডাকশন লঞ্চ করেছিলেন, সেদিন শুভশ্রীর বর রাজ চক্রবর্তীর কাছে প্রথম ফোনটা করেছিলেন। রাজ এবং তার মধ্যে অদ্ভুত নাকি মিল রয়েছে। তবে আরেকটা বিষয় খোলসা করলেন তারা। মতানৈক্য কিংবা মনোমালিন্য, আর্ট এবং ক্রাফট এর ক্ষেত্রে যে বাধা হয়ে দাঁড়াতে পারে না, এ কথাই তারা আবারও প্রমাণ করলেন।



Entertainment News Entertainment News Today বিনোদনের খবর