/indian-express-bangla/media/media_files/2025/06/19/sunjay-karishma-2025-06-19-12-48-31.jpg)
জেনে নিন আপডেট...
প্রয়াত উদ্যোক্তা সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আইনি বিরোধ নতুন মোড় নিয়েছে। তাঁর কন্যা সামাইরা ও পুত্র কিয়ান- অভিনেত্রী কারিশমা কাপুরের সন্তানরা, দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করে বাবার উইলকে চ্যালেঞ্জ করেছেন। তাঁদের অভিযোগ, ওই উইলটি "জাল ও বানোয়াট" হতে পারে। আদালত, সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব কাপুরকে নির্দেশ দিয়েছে, স্বামীর মৃত্যুর সময়, তাঁর নামে থাকা সমস্ত সম্পত্তির বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে।
- Sep 11, 2025 18:02 IST
Raktabeej 2 Exclusive: IMDB-র শীর্ষে রক্তবীজ ২, পুজোর নতুন ছবি নিয়ে কী বক্তব্য 'মুনির' অঙ্কুশের?
পুজো মানেই বাংলা ছবির লড়াই। এককালে যেমন ভরা আসরে কবির লড়াই হত ঠিক তেমন, পুজো মানেই কোন বাংলা ছবি সেরা সেই নিয়ে ভক্তদের লড়াই। এবার পুজোতেও রিলিজ করছে চারটে ছবি। যার মধ্যে আলোচনার শীর্ষে তিনটি ছবি। বছর দুয়েক আগে পুজোতেই রিলিজ করে রক্তবীজ। শিবু-নন্দিতার পরিচালনায় এই ছবি পুজোর অন্যতম হিট ছবিতে পরিণত হয়। খাগরাগড়ের ঘটনার প্রেক্ষিতেই এই ছবি।
- Sep 11, 2025 17:17 IST
বাড়ি থেকে উদ্ধার দেহ, ৪৬- এই না ফেরার দেশে ইউটিউবার
২০১০ সালে অনলাইন ক্যারিয়ার শুরু করে না ডং-হিউন দক্ষিণ কোরিয়ার অন্যতম পথিকৃৎ স্ট্রিমার হয়ে ওঠেন। সময়ের সঙ্গে তিনি ইউটিউবে ১.৪৪ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার এবং ১.৫ বিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেন। মূলত গেমিং ভিডিও এবং লাইভ স্ট্রিমের মাধ্যমে তিনি ভক্তদের মন জয় করেছিলেন। মৃত্যুর কয়েকদিন আগেও তিনি পাঁচ ঘণ্টা দীর্ঘ লাইভ সেশন করেছিলেন। অনেকেই তাঁর কাজের প্রশংসা করেছিলেন সেদিন।
- Sep 11, 2025 16:18 IST
Bengali Serial TRP: TRP-তে বড় বদল, 'পরশুরাম' ক্লিন বোল্ড, বেঙ্গল টপার সকলের প্রিয় ধারাবাহিক..
দীর্ঘদিন ধরে বাংলার মানুষের মনে জায়গা করে নিয়েছিল জি বাংলার ধারাবাহিক পরীণিতা। রায়ান আর পারুলের ঝগড়া বেশি মন কেড়েছিল দর্শকের। এই ধারাবাহিক আবারও ফিরেছে টপ স্থানে। এই সপ্তাহের বেঙ্গল টপার এই ধারাবাহিক। রেটিং ৬.৯। আগের সপ্তাহের থেকে অনেকটাই বদল ঘটেছে এবার। শেষ কিছু সপ্তাহের বেঙ্গল টপার পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে গিয়েছে। দ্বিতীয়স্থানে রয়েছে রাঙ্গামতি তিরন্দাজ।
- Sep 11, 2025 15:49 IST
Badshah-Donald Trump: মার্কিন মঞ্চে বাদশার রাজনৈতিক রসিকতা, নিশানায় ডোনাল্ড ট্রাম্প
বলিউড, শুধু গানে-অভিনয়ে নয়, অনেক সময় সমসাময়িক রাজনীতিতেও মজার ব্যঙ্গ ছুঁড়ে দিতে তৈরি থাকে। সম্প্রতি সেটাই দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রে বাদশার লাইভ কনসার্টে আর ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ সলমন খানের মন্তব্যে। দুই তারকাই আলাদা প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে রসিকতা করে দর্শকদের মন ভাল করে দিলেন।
- Sep 11, 2025 14:22 IST
Devi Chaudhurani Mandir: মুখ্যমন্ত্রীর উদ্যোগে নব রূপে দেবী চৌধুরানী মন্দির, উচ্ছ্বসিত শ্রাবন্তি-প্রসেনজিতরা
এবার পুজোয় বড় খবর দেবী চৌধুরানী। কারণ অনেকদিন ধরে এই ছবি আলোানচয়। এবং প্রসেনজিৎ-শ্রাবন্তি, গুরু শিষ্য জুটিকে বড়পর্দায় দেখতে আগ্রহী অনেকেই। ভবানী পাঠক এবং দেবীর জানা-অজানা কাহিনী সিলভার স্ক্রিনে ঝড় তুলতে পারে কিনা সেটাই দেখার। তবে ইতিমধ্যেই তাঁদের জন্য এক সুখবর মিলেছে। জলপাইগুড়ির দেবী চৌধুরানী মন্দিরের সংস্করণ করছেন মুখ্যমন্ত্রী। সেই খবর পেতেই আনন্দে আত্মহারা সিনে-টিমের সদস্যরা।
- Sep 11, 2025 13:39 IST
Allu Arjun: পুষ্পা তারকার ব্যবসায়িক ভবনে অনিয়ম, চূড়ান্ত বিতর্কে আল্লু অর্জুন
অভিযোগ অনুযায়ী, জুবিলি হিলসের ৪৫ নম্বর রোডে অবস্থিত আল্লু বিজনেস পার্ক ভবনে সম্প্রতি অবৈধ সম্প্রসারণ করা হয়েছে। প্রায় দুই বছর আগে নির্মিত এই ভবনে গীতা আর্টস, আল্লু আর্টস সম্পর্কিত ব্যবসা এবং আরও কয়েকটি কোম্পানির অফিস রয়েছে। প্রাথমিকভাবে ভবনটির অনুমোদন ছিল দুই সেলার এবং G+4 তলার জন্য। কিন্তু চতুর্থ তলায় অতিরিক্ত সম্প্রসারণ করায় কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়ে মালিকদের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে। তাঁরা জানতে চেয়েছে, কেন এই অবৈধ কাঠামো ভাঙা হবে না। এখনো পর্যন্ত আল্লু পরিবার এই নোটিশের কোনও জবাব দেয়নি।
Allu Arjun: পুষ্পা তারকার ব্যবসায়িক ভবনে অনিয়ম, চূড়ান্ত বিতর্কে আল্লু অর্জুন
- Sep 11, 2025 13:03 IST
Bollywood: বাবার কাছে অমানসিক অত্যাচার-মারধোর, ট্রেনের কামরায় গান গেয়ে অর্থ রোজগার করতেন এই নায়ক?
চণ্ডীগড়ের মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া আয়ুষ্মানের ছোটবেলা থেকেই থিয়েটার ও সংগীতের প্রতি ঝোঁক ছিল। কলেজ জীবনে তিনি বন্ধুদের নিয়ে ট্রেনে গান গাইতেন অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য। একবার তিনি স্মৃতিচারণা করে বলেছিলেন, “দিল্লি থেকে মুম্বাই যাওয়া পশ্চিম এক্সপ্রেসে আমরা প্রতিটি কামরায় গান গাইতাম। যাত্রীরা টাকা দিতেন, আর সেই অর্থেই আমরা গোয়া ভ্রমণ স্পনসর করতে পেরেছিলাম।”
- Sep 11, 2025 12:12 IST
Kumar Shanu: ‘আত্মার টান হলেও ছিল বিষাক্ত’, কুমার শানুর সঙ্গে অবৈধ প্রেম?
অভিনেত্রী কুনিকা সদানন্দের ছেলে আয়ান লাল এক সাক্ষাৎকারে জানান, একই সময়ে মা ও ছেলের জীবনে প্রেম আসায় তাদের মধ্যে একধরনের অদ্ভুত সংযোগ তৈরি হয়েছিল। তিনি বলেন, "যখন আমার গার্লফ্রেন্ড ছিল, তখন আমার মায়েরও বয়ফ্রেন্ড ছিল।" কুমার শানুর সঙ্গে তার মায়ের বহুল আলোচিত সম্পর্কের প্রসঙ্গ টেনে আয়ান জানান, সম্পর্কটি ২৭ বছর দীর্ঘ ছিল না, বরং শুরু হয়েছিল যখন কুনিকার বয়স ছিল ২৭। তিনি তখনও জন্মগ্রহণ করেননি, অনেক পরে এই সম্পর্কের কথা জানতে পারেন।
- Sep 11, 2025 11:19 IST
Karishma Kapoor: করিশ্মা বনাম প্রিয়া, সঞ্জয়ের উত্তরাধিকার নিয়ে তুমুল দ্বন্দ্ব! দিল্লি কোর্টে তুলকালাম
উল্লেখযোগ্যভাবে, সঞ্জয়ের মা রানি কাপুরও এই উইলকে প্রশ্নবিদ্ধ করেছেন, কারণ তাতে প্রিয়াকে একমাত্র উত্তরাধিকারী করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ১০,০০০ কোটি টাকার সম্পদ থেকে তাঁকে বঞ্চিত করা হয়েছে। এক পর্যায়ে রানি বলেন, “আমার ছেলে আমাকে রাস্তায় ফেলে দিল। মাথার উপর ছাদও নেই।”
https://bengali.indianexpress.com/entertainment/sanjay-kapoor-karishma-kapoor-priya-sachdev-estate-legal-battle-in-delhi-court-10229134