/indian-express-bangla/media/media_files/2025/08/26/prosen-2025-08-26-11-26-13.jpg)
জেনে নিন আজকের আপডেট...
কাছের মানুষ হঠাৎ করেই চলে গেলে মনের ভেতরটা কেমন হয়? যার জীবন থেকে তাঁর নিত্যদিনের সঙ্গী চলে যায়, সেই বোধহয় জানে। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গতকাল সন্ধ্যেয় মনের প্রতিটি অংশ থেকে বুঝতে পেরেছেন সেই কথা। যে মানুষ তাঁকে রোজ সঙ্গে করে নিয়ে যেতেন, সে আর নেই। যার হাতে থাকত দ্যা ইন্ডাস্ট্রির গাড়ির স্টিয়ারিং হুইল আর সে চালাবেন না বুম্বার রোজের ব্যবহারের গাড়িটা।
- Aug 26, 2025 13:52 IST
Bollywood: পায়ে পেরেক ঢুকে রক্তারক্তি, ভোর হতেই পরিচালকের দরজায় নায়িকা, যা করেছিলেন সেদিন...
একেবারেই অল্প বয়সে চলে গিয়েছেন দিব্যা। তাঁর মৃত্যুর রহস্য আজও রহস্য রয়ে গিয়েছে। এবং খেয়াল করলে দেখা যাবে এমন অনেক গল্প জানা যায় দিব্যা বেঁচে থাকলে নাকি অনেক নায়িকাই জায়গা পেতেন না এই ইন্ডাস্ট্রির বুকে। তাঁর রূপ তো বটেই, বরং তাঁর নাচ এবং অভিনয় দক্ষতাও মন কেড়েছিল অনেকের। বর্তমানে, পহলাজ নিহালনি শোলা অউর শবনম ছবির শুটিংয়ের সময় দিব্যা ভারতীর কাজের প্রতি অদম্য নিষ্ঠার একটি চমকপ্রদ স্মৃতি শেয়ার করেছিলেন।
- Aug 26, 2025 12:47 IST
Rakesh Roshan: হৃতিক-ও কি একদিন? চমকে গিয়েছিলেন রাকেশ, সেদিন রাতে কেন ঘুম এল না তাঁর?
এই ছবির জন্যই তিনি চেয়েছিলেন একজন সেরা কোরিওগ্রাফার, আর সেই সময় পাশে ছিলেন ফারাহ খান। বহু বছর পর, এক বিনোদনমূলক ভ্লগে আবার মুখোমুখি হলেন দু’জন। অতীতের স্মৃতি রোমন্থন করতে করতে তারা বুঝতে পারলেন, সময় কতটাই না বদলে গেছে। ফারাহ হাসতে হাসতে বললেন, “মনে আছে? তখন মাত্র ৩০-৪০ জনের ছোট্ট একটি দল নিয়ে আমরা কাজ করতাম।” রাকেশ মাথা নেড়ে সম্মতি দিলেন, “হ্যাঁ, ৩০-৪০ জনই।” তারপর ফারাহ আজকের দিনের সঙ্গে তুলনা করলেন, “এখন তো অন্তত ২০০ জন নিয়ে শুটিং হয়। যেন একটা মেলার মতো লাগে। শুধু একজন অভিনেতার সঙ্গেই কমপক্ষে ২০ জন লোক থাকে!” রাকেশও মজা করে বললেন, “২০-২৫ জন হবেই।”
- Aug 26, 2025 11:57 IST
Avneet Kaur: বিরাটের জন্যই বহুল জনপ্রিয়তা! অবশেষে মুখ খুললেন 'ভাইরাল নায়িকা' অবনীত
চলতি বছরের মে মাসে, অভিনেত্রী অবনীত কৌর শিরোনামে চলে আসেন যখন ক্রিকেটার বিরাট কোহলি তাঁর একটি ইনস্টাগ্রাম ছবি লাইক করেন। নেটিজেনরা দ্রুত লক্ষ্য করেন যে বিরাট অবনীতের এমন একটি ছবি পছন্দ করেছেন, যেখানে তিনি মিনি স্কার্ট ও ক্রপ টপ পরেছিলেন। এরপর সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারকে উদ্দেশ্য করে একের পর এক ট্রোল শুরু হয় এবং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে বিরাটকে প্রকাশ্যে ব্যাখ্যা দিতে হয়।
Avneet Kaur: বিরাটের জন্যই বহুল জনপ্রিয়তা! অবশেষে মুখ খুললেন 'ভাইরাল…
- Aug 26, 2025 11:27 IST
Prosenjit Chatterjee: হারালেন দীর্ঘদিনের সঙ্গীকে
বাবুর মৃত্যুতে শোকে কাতর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একজন তারকার জীবনে এমন বহু মানুষ থাকেন যারা তাঁর নিত্যদিনের প্রতিটা মুহূর্তের সঙ্গী। তাঁর ব্যক্তিগত জীবন থেকে নানা কিছু বেঁধে রাখেন তাঁরা। বাবুসোনা মুখোপাধ্যায় গতকাল চলে গিয়েছেন না ফেরার দেশে। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। তিনি যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। অভিনেতা নিজেই নিজের দেওয়ালে পোসট্ করলেন সেই খবর।
Prosenjit Chatterjee: হারালেন দীর্ঘদিনের সঙ্গীকে, শোকে কাতর 'মিস্টার …