/indian-express-bangla/media/media_files/2024/11/03/avCCmwRdD1aiO3UfkiTD.jpg)
কেন ছেলেকে নিয়ে ভয়ে তিনি? Photograph: (ফাইল)
বলিউডের প্রথম শো ‘দ্য বা*ডস’**-এর প্রিভিউ লঞ্চে মঞ্চে উঠে আরিয়ান খান তার প্রথম বক্তব্য রাখেন, আর সেই মুহূর্তে শাহরুখ খান যে বাবা হিসেবে কতটা গর্ব অনুভব করেছিলেন, তা তাঁর চোখ-মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। জানান, শোয়ের ধারণা নিয়ে আরিয়ান যখন প্রথম তাঁর কাছে আসেন, তখন শাহরুখের প্রতিক্রিয়াও ছিল বিশেষ।
- Aug 21, 2025 18:34 IST
Bharti Singh: ভয়াবহ দুর্ঘটনার পর থেকেই আতঙ্কে! মৃত্যুভয় ঘিরে ধরেছে ভারতীকে? 'যদি কিছু হয়..'
ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং অত্যন্ত দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন। কিন্তু প্রতিভা ও কঠোর পরিশ্রমের জোরে আজ তিনি নিজের পরিবারকে একটি স্বচ্ছল ও আরামদায়ক জীবন দিতে সক্ষম হয়েছেন। তবে সাফল্যের চূড়ায় পৌঁছেও তাঁকে এক ভয় চেপে ধরেছে। যেটি অদ্ভুত হলেও বেশ প্রাসঙ্গিক।
- Aug 21, 2025 17:34 IST
Bengali Serial TRP: আবারও পরশুরামের জয়জয়কার, TRP-তে ছক্কা হাঁকাল রাণী ভবানী, ভাগ্য খুলল আর কার কার?
বাংলা ধারাবাহিক একের পর এক এপিসোড পার হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ধারাবাহিক মানুষের বেশ পছন্দের হয়ে ওঠে। এবং একটি ধারাবাহিককে দীর্ঘদিন দর্শকদের মণিকোঠায় জায়গা পেতেও বেশ পরিশ্রম করতে হয়। সেইদিকে বিচার করলে দেখা যাবে, এই ধারাবাহিক মাত্র কিছু সপ্তাহের মধ্যেই সকলের নয়নের মণি হয়ে ওঠে। এবং এই সপ্তাহের TRP দেখলেই বোঝা যাচ্ছে, বেশ কিছু অদল বদল হয়েছে।
Bengali Serial TRP: আবারও পরশুরামের জয়জয়কার, TRP-তে ছক্কা হাঁকাল রা…
- Aug 21, 2025 16:39 IST
Actress got Married: বিয়ে করলেন পর্দার গোপি বহু...
‘সাথ নিভানা সাথিয়া’-এর প্রিয় মুখ গিয়া মানেক, যাকে ভক্তরা ভালোবেসে ওজি গোপী বহু নামে ডাকেন, জীবনের নতুন যাত্রা শুরু করলেন। আইকনিক এই চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করার পর, এবং ২০১২ সালে দেবলীনা ভট্টাচার্যের হাতে চরিত্রটি ছেড়ে দেওয়ার বহু বছর পর, গিয়া এবার জীবনের সবচেয়ে বড় চরিত্রে আবির্ভূত হলেন—বাস্তব জীবনে নববধূ হিসেবে।
অভিনেত্রী বৃহস্পতিবার অভিনেতা বরুণ জৈনের সঙ্গে বিয়ের খবর নিজের ইনস্টাগ্রামে ঘোষণা করেছেন। যৌথ পোস্টে তারা দু’জনের বিশেষ দিনের দুটি সুন্দর অকপট মুহূর্ত ভাগ করে নিয়েছেন।
- Aug 21, 2025 15:45 IST
Actor Health Update: স্বাস্থ্য সংকটে অভিনেতা? সুপারস্টারকে নিয়ে কী তথ্য জানা যাচ্ছে?
মঙ্গলবার থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে নানা আবেগঘন পোস্ট। সুপারস্টার মোহনলাল থেকে শুরু করে রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস- অসংখ্য ভক্ত ও সহকর্মী একসাথে জানালেন তাদের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। যাঁকে ঘিরে এত উচ্ছ্বাস, তিনি আর কেউ নন—মামুট্টি। গত কয়েক মাস ধরে স্বাস্থ্যজনিত কারণে আলোচনার বাইরে ছিলেন এই মেগাস্টার।
Actor Health Update: স্বাস্থ্য সংকটে অভিনেতা? সুপারস্টারকে নিয়ে কী তথ্য…
- Aug 21, 2025 14:46 IST
Actress Tragic Life: সিনেমার লিড নায়িকা থেকে যৌনপেশা, অবশেষে এইডসে মৃত্যু এই অভিনেত্রীর
Actress Tragic Life: বাইরের চোখে সিনেমা জগতকে যতটা ঝলমলে ও স্বপ্নময় মনে হয়, বাস্তবে এর অন্দরমহল অনেক ক্ষেত্রেই বিভ্রান্তিকর এবং নিষ্ঠুর। কেউ কেউ অসামান্য সাফল্য অর্জন করে শীর্ষে পৌঁছান, আবার অনেকের স্বপ্ন পূরণের আগেই ভেঙে যায়। এমনই এক মর্মান্তিক জীবন অভিনেত্রী নিশা নূর–এর, যিনি দক্ষিণী সুপারস্টার মোহনলাল, মামুট্টি, রজনীকান্ত ও কমল হাসানের সঙ্গে কাজ করেও শেষ জীবনে একাকী ও করুণ পরিণতির শিকার হন।
- Aug 21, 2025 13:51 IST
Bollywood: খুঁজে পাওয়া যায়নি বডি, মায়ের মৃত্যু নিয়ে সরব পুজা, ১২ পাতার শেষ চিঠিতে যা লিখেছিলেন...
আইকনোক্লাস্টিক এবং মুক্তচেতা প্রতিমা বেদী ছিলেন এক অনন্যা নারী। একজন মডেল হিসেবে খ্যাতি পাওয়ার পর তিনি নৃত্যের জগতে প্রবেশ করেন এবং ভারতকে উপহার দেন বেঙ্গালুরুর নিকটবর্তী নৃত্যগ্রাম- এক অসামান্য সাংস্কৃতিক কেন্দ্র। অভিনেতা কবীর বেদীর স্ত্রী এবং অভিনেত্রী পূজা বেদী ও সিদ্ধার্থের মা হিসেবে তিনি পরিবার ও কর্মজীবনের ভিন্ন ভিন্ন ভূমিকায় সমান স্বতন্ত্র ছিলেন।
- Aug 21, 2025 12:57 IST
Shah Rukh Khan: 'আমার এক হাত-ই যথেষ্ট', পুত্র আরিয়ানের বিশেষ দিনে কেন একথা বললেন শাহরুখ?
সিনেমায় অভিষেকের তিন দশক পর অবশেষে শাহরুখ খান জাতীয় পুরস্কার জিতলেন। অ্যাটলি কুমারের জওয়ান (২০২৩) ছবিতে অভিনয়ের জন্য এই বছর তিনি পেলেন সেরা অভিনেতার সম্মান। তবে এই পুরস্কার ঘিরে বড় বিতর্ক শুরু হয়েছে। কেউ মনে করছেন, শাহরুখ ট্রফির যোগ্য নন, আবার অনেকে বলছেন- এটি বহু প্রতীক্ষিত স্বীকৃতি। তাঁর বহু আগে নানা চরিত্রের জন্য জাতীয় পুরস্কার পাওয়া উচিত ছিল।
- Aug 21, 2025 12:18 IST
Actress Pregnant: গর্ভপাতের যন্ত্রণা থেকে পুত্র সন্তানের জন্ম! ছেলের বয়স দু'বছর হতেই প্রকাশ্যে গহওরের দ্বিতীয় বেবি সাওয়ারের ছবি
Gauhar Khan Baby Shower: দিনটা ছিল ২০২৩-এর ১০ মে। এই দিন অভিনেত্রী গহওর খান প্রথমবার মাতৃত্বের সুখ লাভ করেন। কোল আলো করে এসেছিল ছোট্ট সোনা জিহান। ছেলের বয়স দু'বছর পেরতেই ফের অন্তঃসত্ত্বা গহওর। সোশ্যাল মিডিয়ায় সুখবর নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী। উজ্জ্বল হলুদ ড্রেসে পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গে বেবি সাওয়ারের আনন্দে মেতেছিলেন মম টু বি গহওর। ইনস্টা স্টোরিতে সেই মুহূর্তযাপনের ছবি-ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
- Aug 21, 2025 11:37 IST
SRK-Aryaan Khan: বাড়ির ব্যক্তিগত মুহূর্ত ভাইরাল হওয়ার ভয়?
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কিং খান তাঁর স্বভাবসুলভ ক্যারিশমা এবং আবেগঘন কথাবার্তায় দর্শকদের মুগ্ধ করেন। তিনি বলেন, "আমি প্রথমেই স্বীকার করতে চাই, আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি, শুধু এইজন্যই যে আরিয়ান তাঁর দৃঢ় বিশ্বাস, সমর্থন আর নিজস্ব শক্তি দিয়ে এই শো-কে বাস্তব করেছে।"
হাস্যরস মিশিয়ে শাহরুখ যোগ করেন,"যখন আরিয়ান আমাকে বলল যে সে বলিউডে একটি শো করছে, যা খুব 'র' হবে, তীক্ষ্ণ আর খানিকটা পাগলামি ভরা হবে, তখন আমার মনে হয়েছিল, ও বুঝি মান্নতের সিসিটিভি ফুটেজ ইউটিউবে আপলোড করবে!"