Ahaan Panday Viral Video: 'ব্রাহ্মণ হয়েও...' , ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, 'সাইয়ারা' ক্রেজের মাঝে ভাইরাল আহানের ভিডিও

Ahaan Panday-Saiyaara: সাইরিয়া নিয়ে যখন সিনেপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আহান পাণ্ডের পুরনো ভিডিও। এর মাঝেই ভাইরাল অভিনেতার পুরনো ভিডিও।

Ahaan Panday-Saiyaara: সাইরিয়া নিয়ে যখন সিনেপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আহান পাণ্ডের পুরনো ভিডিও। এর মাঝেই ভাইরাল অভিনেতার পুরনো ভিডিও।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

ভাইরাল ভিডিও

Ahaan Panday: ১৮ জুলাই সিলভার স্ক্রিনে মুক্তির পরই ব্লকবাস্টার মুভির তকমা পেয়েছে 'সাইয়ারা'। প্রথম ছবিতেই একেবারে কেল্লাফতে। বক্স অফিসে তেহেলকা তৈরি করেছেন মোহিত সুরির এই রোম্যান্টিক ড্রামা। আহান পাণ্ডের ডেবিউ মুভি ‘সইয়ারা’১৭ দিনের মধ্যে ছবিটি প্রায় ৩০০ কোটির ক্লাবে পা রেখেছে। একদিকে সিনেমার আকাশছোঁয়া আয় তো অন্যদিকে আহান পাণ্ডে এবং অনীত পাড্ডার অন স্ক্রিন কেমেস্ট্রি এখন আলোচানার কেন্দ্রে। দুই নবাগত তারকাই রাতারাতি 'ন্যাশনাল ক্রাশ'-এ পরিণত হয়েছেন। অভিনয় থেকে গান, স্টাইল সবকিছু ঘিরেই দর্শকের মধ্যে প্রবল উন্মাদনা চোখে পড়ার মতো। চর্চার মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আহানের একটি পুরনো ভিডিও। যেখানে দেখা যাচ্ছে,  বিদেশে ঘুরতে গিয়ে এক স্টল থেকে ভাজা বিছা খাচ্ছেন।

Advertisment

ফুড স্টলের সামনে লেখা ছিল ‘Crocodile and Scorpion Fries Available’ যার বাংলা তর্জমা করলে হয়, এখানে ভাজা বিছা পাওয়া যায়। টেবিলের উপর সাজানো প্লেট থেকে এক টুকরো ভাজা বিছা মুখে তুলে নেন। স্বাদ আস্বাদন করে বলেন, 'পিৎজার মতো খেতে লাগছে।' ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়। অনেকেই ধর্মীয় প্রসঙ্গ টেনে কটাক্ষের বাণে বিদ্ধ করছেন আহানকে। 

Advertisment

এক নেটিজেন লিখেছেন, 'ব্রাহ্মণ হয়েও এমনটা করবেন ভাবিনি।' অপর এক ব্যক্তি লেখেন, 'যার উপর ক্রাশ খেয়েছিলাম, সেই এত ঘৃণ্য কাজ করল।' কেউ আবার ক্ষোভ উগরে বলেছেন, 'ভুল করে তোমার সিনেমা দেখে ফেলেছি, এখন আফশোস হচ্ছে।' এমনকি  আহানকে 'দানব' বলেও কটাক্ষ করেছেন নেটনাগরিকরা। নেটপাড়ার এক সদস্য প্রতিবাদী কণ্ঠে বলেছেন, 'ব্রাহ্মণদের নাম কলঙ্কিত করেছে, নাক কেটেছে।' 

আরও পড়ুন স্বামীকে নিজের এঁটো খাওয়ান অঙ্কিতা! সুখী গৃহকোণের রহস্য ফাঁস অভিনেত্রীর

উল্লেখ্য, এক রেস্তোরাঁয় রণবীরের গো-মাংস খাওয়ার মুহূর্ত ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। রামায়ণে অভিনয় করার সময় ওই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছিল রণবীরের বিরুদ্ধে। গো-মাংস ভক্ষণের পর রামায়ণে কী ভাবে অভিনয় করছেন সেই নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। এবার কাঠগড়ায় আহান।

আরও পড়ুন 'বাবার মৃত্যুর তিনমাস পরই...', কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ প্রিয়াঙ্কার সহ অভিনেতা অর্জুনের

Viral Video Bollywood News