Ankita Lokhande: স্বামীকে নিজের এঁটো খাওয়ান অঙ্কিতা! সুখী গৃহকোণের রহস্য ফাঁস অভিনেত্রীর

Ankita Lokhande-Vicky Jain: ভিকিকে 'ঝুটা পানি' বা এঁটো জল খাওয়ানোর পরামর্শ দেন জয় মদন। অঙ্কিতাকে গুনাগুন বোঝানোর সময়ই অভিনেত্রী বলেন, তিনি ভিকিকে 'ঝুটা পানি' দেন এবং সেই জলে মিশিয়ে দেন তুলসী পাতাও। কিন্তু, কেন?

Ankita Lokhande-Vicky Jain: ভিকিকে 'ঝুটা পানি' বা এঁটো জল খাওয়ানোর পরামর্শ দেন জয় মদন। অঙ্কিতাকে গুনাগুন বোঝানোর সময়ই অভিনেত্রী বলেন, তিনি ভিকিকে 'ঝুটা পানি' দেন এবং সেই জলে মিশিয়ে দেন তুলসী পাতাও। কিন্তু, কেন?

author-image
Kasturi Kundu
New Update
ankita

অঙ্কিতার এঁটো খান ভিকি

Ankita-Vicky: বলিউডের অন্যতম পাওয়ার কাপল অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন। বিগ বস ১৭'–তে এন্ট্রি নেওয়ার পরই প্রকাশ্যে আসে তাঁর দাম্পত্যের ভাল-মন্দ। শো চলাকালীন ভিকি-অঙ্কিতার ঝগড়া, মতবিরোধ এবং সমস্যার মোকাবিলা করার ধরণ দেখে অনেকেই মনে করেছিলেন সম্পর্কের স্থায়িত্ব খুব বেশিদিনের নয়। আর সেই ভাবনাকে আরও একটু উসকে দিয়েছিলেন অঙ্কিতার শাশুড়ি। যদিও বিগ বসের ঘর থেকে অঙ্কিতা যেদিন বাড়ি এসেছিলেন কেক কেটে স্ত্রীকে স্বাগত জানিয়েছিলেন ভিকি। দাম্পত্য ভাঙার ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে বিগ বসের পর এবার লাফটার শেফস নামক আরও একটি রিয়্যালিটি শোতে একসঙ্গে অংশগ্রহণ করেন। সেখানেই সম্পর্কের মজবুত বন্ধনের প্রমাণ দেন সেলেব দম্পতি। 

Advertisment

আরও পড়ুন রিয়্যালিটি শো-র মঞ্চে ফাঁস সত্য, বিয়ের চার বছর পর অন্তঃসত্ত্বার সুখবর দিলেন সুশান্তের প্রাক্তন অঙ্কিতা!

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুখী দাম্পত্যের রহস্য ফাঁস করেছেন পবিত্র রিস্তা খ্যাত অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। জয় মদনের পডকাস্টে এসে তিনি এনার্জি, মানসিক শান্তি এবং বাস্তু সংক্রান্ত নানা বিষয়ে কথা বলেন। ওয়াটার হিলিংয়ের মতো বিষয় নিয়ে আলোচনা চলাকালীন ভিকিকে 'ঝুটা পানি' বা এঁটো জল খাওয়ানোর পরামর্শ দেন জয় মদন। অঙ্কিতাকে গুনাগুন বোঝানোর সময়ই অভিনেত্রী বলেন, তিনি ভিকিকে 'ঝুটা পানি' দেন এবং সেই জলে মিশিয়ে দেন তুলসী পাতাও। 

Advertisment

আরও পড়ুন 'অনেকদিন ধরেই...', বিয়ের চার বছর পর সুখবর! অঙ্কিতার প্রেগন্যান্সি নিয়ে মুখ খুললেন বিগ বস প্রতিযোগী অভিষেক

অঙ্কিতার কথায়, 'হ্যাঁ, আমি তাই করি। আমি ওই জলে তুলসীপাতা দিয়ে ওকে খাওয়াই। হয়তো এটা খেলে ওর মুখ থেকে ভাল কথা বেরবে। আমিও নিশ্চিত হই যে ও সেটা খায়'। সম্প্রতি করওয়া চৌথের এক ফ্যাশন শো-এ একসঙ্গে র‍্যাম্পে হেঁটেছেন ভিকি জৈন ও অঙ্কিতা লোখান্ডে। সংবাদমাধ্যমকে অঙ্কিতা জানান, তিনি ভিকির জন্য উপবাস রেখেছেন বলেই চুপচাপ ছিলেন। ভিকি পাল্টা মজা করে বলেন, “উপোস করেছে বলে আওয়াজ বেরোচ্ছে না। আর আমাকেও রাখতে বলেছে।'

আরও পড়ুন মারাত্মক বিপদে 'পবিত্র রিস্তা' খ্যাত অঙ্কিতা! তড়িঘড়ি থানায় ছুটলেন অভিনেত্রী

এই মুহূর্তে অভিনেত্রীর পরিবারে ঘটে গিয়েছে একটি দুর্ঘটনা! প্রচণ্ড উদ্বেগের মধ্যে দিন কাটছে সেলেব দম্পতির। পরিচারিকা কান্তার মেয়ে সলোনি ও তাঁর বান্ধবী নেহা দুজনেই বৃহস্পতিবার থেকে আচমকা নিখোঁজ। স্থানীয় থানায় এফআইআর-ও দায়ের হয়েছে। ইনস্টা হ্যান্ডেলে সেই খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। 

Bollywood News Ankita Lokhande