Vijay Bomb Threat: জনসভায় মৃত্যমিছিলের পরই মারাত্মক বিপদ! বোমা হামলার হুমকি অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের বাড়িতে

Vijay Chennai Residence: বৃহস্পতিবার সকালে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের বাড়িতে বোমা হামলা করা হবে! চেন্নাই পুলিশের কাছে ফোন আসতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। তারপর যা জানা গেল...

Vijay Chennai Residence: বৃহস্পতিবার সকালে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের বাড়িতে বোমা হামলা করা হবে! চেন্নাই পুলিশের কাছে ফোন আসতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। তারপর যা জানা গেল...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

বিজয়কে হুমকি

Actor Cum Politition Vijay: দুর্গোৎসবের আবহে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের করুর জনসভায় ঘটেছিল মর্মান্তিক দুর্ঘটনা। উৎসবের মাঝেই কারুর জেলায় মৃত্যুমিছিল! এই ঘটনায় বিজয় তাঁর দল তামিলাগা ভেট্রি কাজাগম (TVK)-এর সরকারি এক্স অ্যাকাউন্ট থেকে শোকজ্ঞাপন করেছিলেন। বৃহস্পতিবার সকালে নাকি তাঁর বাড়িতে বোমা হামলা করা হবে! চেন্নাই পুলিশের কাছে ফোন আসতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার অভিনেতা-রাজনীতিক ও ‘তামিলগা ভেট্রি কাজাগম’ (TVK)-এর প্রধান বিজয়ের চেন্নাইয়ের বাসভবনে একটি ভুয়ো বোমাতঙ্কের হুমকি দেওয়া হয়েছে।

Advertisment

কারুর জেলায় TVK-র এক জনসভায় মর্মান্তিক পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কে ঘিরে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। এর মাঝেই অভিনেতার বাড়িতে বোমা হামলার হুমকি ফোন!  সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চেন্নাইয়ে বিজয়ের নীলাঙ্কারাইয়ের বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মিডিয়া রিপোর্ট মোতাবেক, কোনও বিস্ফোরক পাওয়া যায়নি এবং পুলিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এটি সম্পূর্ণ ভুয়া ফোন ছিল। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করছে। দোষীকে শনাক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে।  

আরও পড়ুন উৎসবের মাঝে মৃত্যুমিছিল! মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ বিজয়ের, শোকজ্ঞাপন তারকাদের

Advertisment

বিজয়ের বাড়িতে বোমা হুমকির এই ঘটনা গত দুই সপ্তাহে তামিলনাড়ুর বিশিষ্ট ব্যক্তিত্ব ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকেও দেওয়া হয়। এক সপ্তাহ আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিনও বোমা হামলার হুমকি পেয়েছিলেন বলে জানা যায়। একই সময়ে রাজ্যের আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব যেমন রাজ্যপাল আর. এন. রবি, ডিএমকে সাংসদ কানিমোঝি, অভিনেত্রী তৃষা, কৌতুকাভিনেতা ও অভিনেতা এস. ভি. শেখর এবং বিজেপি দফতর কামালালায়মও ছিল সেই তালিকায়। 

নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-কে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ভুয়া আইপি ঠিকানার কারণে সাম্প্রতিককালে বোমা হুমকির নেপথ্যে থাকা অভিযুক্তদের খুঁজে বের করা বেশ কঠিন হয়ে পড়েছে। গোপনীয়তা বজায় রাখতে পারে এমন ওয়েব ব্রাউজার ও একাধিক ভিপিএন ব্যবহার করে এই হুমকি বার্তা পাঠানো হয়। তাই প্রকৃত উৎস শনাক্ত করা দুষ্কর। আরও একটি বিষেয় উল্লেখ করা হয়েছে। ভিপিএন পরিষেবা প্রদানকারীর সিংহভাগই মার্কিন যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছ থেকে সহযোগিতা পাওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে তদন্তে বেগ পেতে হচ্ছে। 

আরও পড়ুন জুবিনের মৃত্যুতদন্তে নয়া মোড়, দুই দেহরক্ষীর অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন!

Entertainment News Entertainment News Today