Vijay Stampede News: উৎসবের মাঝে মৃত্যুমিছিল! মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ বিজয়ের, শোকজ্ঞাপন তারকাদের

Vijay Stampede Case: অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের করুর জনসভায় মর্মান্তিক দুর্ঘটনা। কয়েক ঘণ্টা পরেই বিজয় তাঁর দল তামিলাগা ভেট্রি কাজাগম (TVK)-এর সরকারি এক্স অ্যাকাউন্ট থেকে শোকজ্ঞাপন করেছেন। দুঃখপ্রকাশ করেছেন দক্ষিণী সিনেমহলের ব্যক্তিত্বরাও।

Vijay Stampede Case: অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের করুর জনসভায় মর্মান্তিক দুর্ঘটনা। কয়েক ঘণ্টা পরেই বিজয় তাঁর দল তামিলাগা ভেট্রি কাজাগম (TVK)-এর সরকারি এক্স অ্যাকাউন্ট থেকে শোকজ্ঞাপন করেছেন। দুঃখপ্রকাশ করেছেন দক্ষিণী সিনেমহলের ব্যক্তিত্বরাও।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

বিজয়ের সহানুভূতি

vijay Stampede Latest News: শারদীয়ার আনন্দের মাঝে মৃত্যুমিছিল। অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের করুর জনসভায় মর্মান্তিক দুর্ঘটনা। ৩৮ জনের মৃত্যু, ১৫০-র বেশি আহত। করুরে তামিল অভিনেতা-রাজনীতিক বিজয়ের নির্বাচনী জনসভায় শনিবার ভয়াবহ পদদলিতের ঘটনায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে বলেই খবর। নিহতদের মধ্যে ১৬ জন মহিলা ও ৮ জন শিশু রয়েছে। এছাড়া ১৫০ জনেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার কয়েক ঘণ্টা পরেই বিজয় তাঁর দল তামিলাগা ভেট্রি কাজাগম (TVK)-এর সরকারি এক্স অ্যাকাউন্ট থেকে শোকজ্ঞাপন করেছেন।

Advertisment

দুঃখপ্রকাশ করে লিখেছেন, 'আমার হৃদয় ব্যথিত। আমি এই অসহনীয়, বর্ণনাতীত যন্ত্রণায় কাতর। করুরে প্রিয় ভাইবোনদের হারানোর যে যন্ত্রণা তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।' প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার পর বিজয় যখন মঞ্চে ভাষণ দিচ্ছিলেন সেই সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। 

তাঁর গাড়ির প্রায় ৫০ মিটার দূরে ভিড়ের মধ্যে কয়েকজন সমর্থক একটি গাছে উঠে বিজয়কে দেখার চেষ্টা করছিলেন। হঠাৎ গাছের ডাল ভেঙে নিচে পড়ে যেতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তে ঘটনাস্থলে হুড়োহুড়ি শুরু হয় এবং নারী-পুরুষ-শিশুসহ বহু মানুষ পদপিষ্ঠ হয়ে মারা যান। তামিলনাড়ু সরকার নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছে।

Advertisment

বিজয়ের পাশাপাশি দক্ষিণী তারকা ও চলচ্চিত্র জগৎ-এর ব্যক্তিরাও শোকজ্ঞাপন করেছেন। সুপারস্টার রজনীকান্ত এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'করুরে নিরপরাধ প্রাণহানির খবর হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।' 

কমল হাসান লিখেছেন, 'আমার হৃদয় ব্যথিত। করুরের এই মর্মান্তিক ঘটনার জন্য আমি বাকরুদ্ধ। নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোকপ্রকাশ করছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্তদের জন্য যথাযথ সাহায্য নিশ্চিত করার জন্য আমি তামিলনাড়ু সরকারের কাছে আবেদন জানাচ্ছি।'

আরও পড়ুন আপ্তসহায়কের গাফিলতিতেই জুবিনের মৃত্যু! CID-র ডাকে বিস্ফোরক দাবি অভিনেত্রী নিশিতার

অভিনেত্রী রাধিকা শরৎকুমার লিখেছেন, 'করুরের এই অর্থহীন বিপর্যয়ে প্রাণ হারানো নিরীহ মানুষদের কথা ভেবে হৃদয় কাঁদছে। পরিবারের এখন শোকের ছায়া। আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।' পরিচালক মারী সেলভারাজ লিখেছেন, 'করুরের এই মর্মান্তিক ঘটনা আমার মনকে ভারাক্রান্ত করেছে। কীভাবে আজ রাত পার করব, এই অসহনীয় ক্ষতি সহ্য করব বুঝতে পারছি না। চোখ জলে ভরে যাচ্ছে।'

আরও পড়ুন উৎসবের দিনে কাকার স্মৃতিতে চোখে জল, অয়নের ক্যামেরাবন্দি কাজল-রানির আবেগঘন মুহূর্ত

Entertainment News Today