Advertisment

বক্সঅফিস রিপোর্ট : প্রথমদিনেই অ্যাভেঞ্জার্স ছিনিয়ে নিল বাহুবলীর খেতাব

ওপেনিং কালেকশনের ভবিষ্যতবানীকে ব্য়র্থ করে একদিনে প্রায় ৩২ কোটির বাজার করল অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার। এর আগে দেশ জুড়ে এমনই উন্মাদনা দেখা দিয়েছিল দক্ষিণী ছবি বাহুবলীর সময়। কিন্তু সেই ছবিকেও ছাপিয়ে গেল এই ভিন দেশী ছবি ঘিরে দর্শকদের চুড়ান্ত উন্মাদনা।

author-image
IE Bangla Web Desk
New Update
avengers-infinity-war-box office report

অ্যাভেঞ্জার্স বক্স অফিস রিপোর্ট

মুক্তি পাওয়ার আগে থেকেই সিনে জগতের শিরোনামে ছিল অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার। ছবিটি দেখার জন্য মুক্তির  আগে থেকেই মুখিয়ে আছে ৮ থেকে আশি। তারই নজির মিলল একদিনের বক্স অফিস রিপোর্টে।  সূত্রের খবর আগাম বুকিংয়ের দরুণ  হাউজফুল ছিল এই ছবির প্রত্যেকটা শো । ভারতীয় ছবি না হওয়া সত্বেও এদেশে মুক্তি পাওয়া সমস্ত ছবির বক্স অফিস রেকর্ডকে গুঁড়িয়ে দিয়ে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার। প্রথমদিনের বক্স অফিস রিপোর্টের পর আশা করাই যায় এ ছবির ব্যবসার পাটীগাণিতিক হিসাবও হতে পারে অপ্রত্যাশিত।  বক্স অফিস রিপোর্ট সুত্রে খবর এর আগে হলিউডের কোনো ছবি একদিনে এত বেশি ব্যবসা এদেশে করতে পারেনি। উল্লেখ্য, অ্যাভেঞ্জার সিরিজের বিগত ছবিগুলিও এই মাত্রায় ভারতে বাজারমাত করতে পারেনি। সপ্তাহ দুয়েক আগেই আমেরিকায় মুক্তি পেয়েছে এই ছবিটি।

Advertisment

আরও পড়ুন : অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার দেখার পর কি এরকম হবে আপনার প্রতিক্রিয়া?

অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার ছবিটি প্রসঙ্গে ফিল্ম ট্রেড অ্যানালিস্ট গিরিশ জোহর জানিয়েছিলেন এই ছবির ওপেনিং কালেকশনই হতে পারে ২০ কোটি টাকা। কিন্তু তাঁর সেই ভবিষ্যতবানীকেও ছাপিয়ে গেছে এই সিনেমার প্রথমদিনের কালেকশন।

আরও পড়ুন :আইপিএল ২০১৮: অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার জ্বরে ভুগছে টিম কেকেআর

ছবিটির অগ্রিম বুকিংয়ের বহর দেখে গিরিশ জোহর জানিয়েছিলেন ছবি নিয়ে দর্শকের উত্তেজনা তুঙ্গে , শেষবার এত উন্মাদনা তৈরি হয়েছিল দক্ষিণীছবি  বাহুবলীকে ঘিরে। ইতিমধ্যে ভারতে  প্রায় ২০০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার। সুত্রের খবর ছবিটি তৈরি করতে খরচ হয়েছে ৩০০ মিলিয়ান ডলার।  বিশেষজ্ঞদের মতে সমস্ত সুপারহিরো কে এক পর্দায় এনে এক ভিলেনকে শেষ করার যে প্রচেষ্টা ও ব্যার্থতার গল্প দর্শককে আকৃষ্ট করেছে।

avengers infinity war box office report
Advertisment