একমাসে বেশ কয়েকটি ছবি মুক্তি পাওয়া বাংলা সিনেমার নয়া ট্রেন্ড। থ্রিলার, থেকে পারিবারিক গল্প, কিংবা সাহিত্য নির্ভর নতুন চিত্রনাট্যে বক্সঅফিস মাতাতে আসছে চারটে ভিন্ন স্বাদের ছবি। নারীদিবসের প্রাক্কালে বিশেষ ছবি রিলিজ হচ্ছে কলকাতায়। ইন্দ্রাশিস আর্চায্য ছাড়া বাকি সব ছবির পরিচালকই প্রায় নতুন। একনজরে দেখে নেওয়া যাক মার্চে মুক্তি পাওয়া তারটি বাংলা ছবির তালিকা।
Advertisment
'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'
”অসুবিধেটা হচ্ছে সময়ের। শবরীমালা নিয়ে কী হচ্ছে দেখতে পাচ্ছ না?”-এরকমই বেশ কিছু সংলাপে বর্তমান সমাজের মুখোশ খুলেছে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। এদিন প্রকাশ্যে এল পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের ছবির ট্রেলার। প্রথম ঝলকেই বোঝা গেল সমাজের বদ্ধ ধারণার বিরুদ্ধে জেহাদ ঘোষনা করেছেন ঋতাভরী চক্রবর্তী। ৬ মার্চ নারীদিবসের প্রাক্কালে মুক্তি পাচ্ছে এই ছবি।
ঋতুপর্ণা ও শাশ্বত-র কাছে অনবরত আসছে বিভিন্ন পার্সেল। কিন্তু কে পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে সেই প্রশ্নের কোনও উত্তর পাওয়া যাচ্ছে না। অন্তত, ‘পার্সেল’-এর ট্রেলারে তো তার কোনও হদিশ নেই, আভাস আছে আলবাত। ইন্দ্রাশিস আচার্য-র ছবি ‘দ্য পার্সেল’। ১৩ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি।
ছবিতে জয় সেনগুপ্ত একজন পরিচালকের ভূমিকায়। একটি প্রেমের গল্প তৈরির চেষ্টা করছে সে। অথচ একটা সময় থ্রিলার বানাতে ভালবাসত। এরমধ্যে নিজেওর একটা সমস্যার দিয়ে যাচ্ছে। হঠাৎ করেই নিজের ভাবা চিত্রনাট্যকে খুঁজে পায় একটি উপন্যাসের কাহিনিতে। এরপর? ১৩ মার্চ মুক্তি পেতে চলেছে 'এভাবেই গল্প হোক'।
পরিচালক অনিন্দ্য বিকাশ দত্তর ছবি ‘শকুনের লোভ’, এই ছবিতেই প্রায় ১৬ বছরের পুরনো মার্ডার রহস্য নিয়ে কাজ শুরু করবেন পরম।এই চলার পথেই বেরিয়ে আসবে নানা গোপন কাহিনি। জয় সেনগুপ্ত থাকছেন পুলিশ আধিকারিকের ভূমিকায়। আগাগোড়া রহস্যে মোড়া এই ছবিতে রোলার কোস্টার রাইড যে দেখা যাবে তা আসাই করা যায়। ২৮ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন