Iran-israel Tenssion: ইরান-ইজরায়েল উত্তেজনার মাঝে মদ্যপান, ভাইরাল জনপ্রিয় অভিনেত্রী ও অলিম্পিকে স্বর্ণজয়ী খেলোয়ারের ছবি

iran and israel news: ইরান-ইজরায়েল উত্তেজনার মাঝে আটকা পড়ে যান ক্যাটলিন জেনার। সেই পরিস্থিতিতে প্রকাশ্যে আসে এক ইজরায়েলি ইনফ্লুয়েন্সারের সঙ্গে মদ্যপানের ছবি।

iran and israel news: ইরান-ইজরায়েল উত্তেজনার মাঝে আটকা পড়ে যান ক্যাটলিন জেনার। সেই পরিস্থিতিতে প্রকাশ্যে আসে এক ইজরায়েলি ইনফ্লুয়েন্সারের সঙ্গে মদ্যপানের ছবি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রী ও অলিম্পিকে স্বর্ণজয়ীর ছবি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রী ও অলিম্পিকে স্বর্ণজয়ীর ছবি

Caitlyn Jenner: শুক্রবার ইরানের বৃহত্তম পরমাণু কেন্দ্র লক্ষ্য করে বিমানহানা চালায় ইজরায়েল। কেন্দ্রের ভিতরে তেজস্ক্রিয় বিকিরণ হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)। নয়া ক্ষেপনাস্ত্র হানার আশঙ্কায় উত্তর ইজরায়েলের বিভিন্ন প্রান্তে শনিবার সকাল থেকেই বেজে উঠছে এয়ার সাইরেন। এই দিন ফের ইজরায়েলের উত্তরাংশকে নিশানা করে ইরান ক্ষেপণাস্ত্র হানা চালায়। ইরানের রাজধানী তেহরান লক্ষ্য করে পাল্টা আক্রমণ করেছে ইজরায়েলও। এই রকম পরিস্থিতিতে তেল আবিবে প্রাইড প্যারেডের অনুষ্ঠান বাতিল করা হয়। যেখানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য যাত্রা করছিলেন ক্যাটলিন জেনার। ইরান-ইজরায়েল উত্তেজনার মাঝে বাঙ্কারে আটকে পড়ে যান। সেই পরিস্থিতিতে এক ইজরায়েলি ইনফ্লুয়েন্সারের সঙ্গে মদ্যপান করার ছবি প্রকাশ্যে আসে। 

Advertisment

Advertisment

ক্যাটলিন জেনার এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'তেল আবিবের শান্ত রাত। আমাদের জন্য আপনারা দয়া করে একটু প্রার্থনা করুন। আমরা নিশ্চয়ই জয়ী হব। ইজরায়েলের পাশে দাঁড়াতে পেরে আমি আজ ভীষণ খুশি।' এই রকম পরিস্থিতিতে তিনি একটি নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। ফলোয়ার্সদের আরও জানিয়েছেন, 'তেল আবিবে আমরা আশ্রয় নিতে পেরেছি। মনে হচ্ছে ইরান থেকে আক্রমনের তৃতীয় ঢেউ খুব শীঘ্রই আমাদের উপর আছড়ে পড়বে।' এক ইজরায়েলি ইনফ্লুয়েন্সারের সঙ্গে মদ্যপান করছেন ক্যাটলিন জেনার। যে ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। রাঘেব গুর-এর এক্স হ্যান্ডেলে দেখা যাচ্ছে ক্যাটলিন জেনার ওয়াইন গ্লাস হাতে নিয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন। 

আরও পড়ুন আমার জীবনের বেশিরভাগ সময়টাই তো বিমানে কেটে যায়: ঋতুপর্ণা সেনগুপ্ত

স্থানীয় টেলিভিশন চ্যানেলকে কী জানিয়েছেন ক্যাটলিন জেনার? The Mirror-এর খবর অনুযায়ী, প্রাক্তন অলিম্পিয়ান জানিয়েছেন তিনি ক্যালিফোর্নিয়ায় আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। সেই তালিকায় রয়েছেন তাঁর মেয়ে কাইলি জেনারও। ক্যাটলিনের বিবৃতি অনুযায়ী, 'আমি আমার মেয়ে কাইলির সঙ্গে কথা বলেছি। আমি যাতে নিরাপদে থাকি বারবার সেই কথাই বলছিল। আমি ওকে আমার নিরাপত্তা নিশ্চিত করেছি।' কাইলি জেনারও নিজেকের নিরাপত্তা নিয়ে মাকে আশ্বস্ত করেছেন। নিজেকে নিরাপদে রাখার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন 'ফোনের ওপারে কারও সাড়া না পেয়ে...', ভয়াবহ বিমান দুর্ঘটনায় কাছের মানুষকে হারিয়ে শোকাচ্ছন্ন বাঙালি অভিনেত্রী

hollywood Israel-Iran War