The Captain America star: ‘ক্যাপ্টেন আমেরিকা’ থেকে ‘ক্যাপ্টেন ড্যাড’! নতুন শুরু অভিনেতার..

The Captain America star: এই সুখবরটি আসার আগেই, জুন মাসে অভিনেত্রীর বাবা লুইজ ব্যাপটিস্টা একটি ফ্যান অ্যাকাউন্টে বিশেষভাবে ক্রিস ইভান্স ও তাঁর বাবা জি. রবার্টস ইভান্স III-কে Father’s Day-এর শুভেচ্ছা জানিয়েছিলেন।

The Captain America star: এই সুখবরটি আসার আগেই, জুন মাসে অভিনেত্রীর বাবা লুইজ ব্যাপটিস্টা একটি ফ্যান অ্যাকাউন্টে বিশেষভাবে ক্রিস ইভান্স ও তাঁর বাবা জি. রবার্টস ইভান্স III-কে Father’s Day-এর শুভেচ্ছা জানিয়েছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
chris

নতুন শুরু ক্রিসের...

The Captain America star:  অভিনেতা ক্রিস ইভান্স এবং তাঁর স্ত্রী আলবা ব্যাপটিস্ট তাঁদের জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। প্রেম-ভালবাসা এবং দাম্পত্যের পর এবার তারা নতুন অধ্যায়ে পা রেখেছেন। জনপ্রিয় হলিউড তারকা ক্রিস ইভান্স, যিনি "ক্যাপ্টেন আমেরিকা" চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত, এবং তাঁর স্ত্রী আলবা ব্যাপটিস্ট সম্প্রতি তাঁদের প্রথম সন্তানের জন্মের খবর জানিয়েছেন। 

Advertisment

যদিও সন্তানের নাম বা লিঙ্গ নিয়ে শুরুতে গোপনীয়তা বজায় রেখেছিলেন এই দম্পতি, পরবর্তীতে জানা যায় তাঁদের ঘরে একটি কন্যা সন্তান এসেছে। ছোট্ট আলমা গ্রেসের জন্ম হয়েছে গত শনিবার, ম্যাসাচুসেটসে। টিএমজেড-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪৪ বছর বয়সী ক্রিস ইভান্স ও ২৮ বছর বয়সী আলবা ব্যাপটিস্ট প্রথমবারের মতো পিতামাতা হয়েছেন বলেই আনন্দে ভাসছেন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন, মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন।

সিনে জগতে বিরাট ক্ষতি, চলে গেলেন 'দ্যা মোস্ট বিউটিফুল বয়'

এই সুখবরটি আসার আগেই, জুন মাসে অভিনেত্রীর বাবা লুইজ ব্যাপটিস্টা একটি ফ্যান অ্যাকাউন্টে বিশেষভাবে ক্রিস ইভান্স ও তাঁর বাবা জি. রবার্টস ইভান্স III-কে Father’s Day-এর শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই পোস্ট থেকেই ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়েছিল। কেউ কেউ ভেবে নিয়েছিলেন ক্রিস এবং তার স্ত্রী- দু’জন শীঘ্রই সন্তানকে স্বাগত জানাতে চলেছেন।

Advertisment

ক্রিস ইভান্স ও আলবা ব্যাপটিস্টার প্রেমের গল্পও বেশ রোমাঞ্চকর। ২০২২ সালে তাঁরা তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আনেন। যদিও তাঁদের প্রেমের গল্প শুরু হয়েছিল আরও আগেই। ২০২৩ সালে এই তারকা জুটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন। একটি পর্তুগালে এবং অন্যটি ম্যাসাচুসেটসে। বিয়ের পর থেকেই তাঁরা আলোচনায় ছিলেন তাঁদের সম্পর্কের আন্তরিকতা এবং ব্যক্তিগত জীবনের সরলতার জন্য। এখন তাঁদের কন্যা সন্তানের আগমনে ভক্তদের আনন্দ আরও বেড়েছে।

Koushani Mukherjee: 'এসব শুনে শুনে এখন চামড়া মোটা হয়ে গিয়েছে', কেন এমন তীর্যক মন্তব্য টলি ক্যুইন কৌশানীর?

ইভান্স ও ব্যাপটিস্টা এখনও পর্যন্ত সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই খবর প্রকাশ করেননি। তবে তাঁদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শীঘ্রই তাঁরা ইনস্টাগ্রামে তাঁদের নবজাতকের প্রথম ছবি শেয়ার করতে পারেন। ভক্তরাও অপেক্ষা করছেন সেই মুহূর্তের জন্য, যে কখন প্রিয় “ক্যাপ্টেন আমেরিকা” তাঁর পরিবারের এই সুখবর নিজে জানাবেন।

hollywood Entertainment News Today