Koushani Mukherjee: 'এসব শুনে শুনে এখন চামড়া মোটা হয়ে গিয়েছে', কেন এমন তীর্যক মন্তব্য টলি ক্যুইন কৌশানীর?

Koushani Mukherjee Troll: দীর্ঘ ২০ বছর বছর ট্রেনে চড়লেন। সেই কথা প্রকাশ্যে আনতেই ধেয়ে এল কটাক্ষ। ট্রোলের জবাবে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী বললেন কৌশানী?

Koushani Mukherjee Troll: দীর্ঘ ২০ বছর বছর ট্রেনে চড়লেন। সেই কথা প্রকাশ্যে আনতেই ধেয়ে এল কটাক্ষ। ট্রোলের জবাবে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী বললেন কৌশানী?

author-image
Kasturi Kundu
New Update
cats

কটাক্ষের যোগ্য জবাব

Koushani Mukherjee Vande Bharat Express: কৌশানী মুখোপাধ্যায়, এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত নাম। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সঙ্গে উইন্ডোজ প্রযোজনা সংস্থায় বহুরূপী-তে অভিনয়ের পরই কেরিয়ারে নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। একের পর এক ছবিতে সুযোগ পাচ্ছেন কৌশানী। সেই সঙ্গে পুজোর উদ্ভোধনেও ব্যস্ত অভিনেত্রী। দোসর বিভিন্ন জায়গার শো। মঙ্গলবার সাতসকালে বন্দে ভারত ধরে মালদার উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানেই তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, দীর্ঘ ২০ বছর বছর ট্রেনে চড়লেন। এরপরই টলি ক্যুইনের দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। মন্তব্য বক্সে জমা পড়েছে ব্যাঙ্গাত্মক বেশ কিছু প্রশ্ন।

Advertisment

আরও পড়ুন পূর্ণার ব্যথাকে ফুটিয়ে তুলতে মাকে হারানোর যন্ত্রণা খোদাই করে প্রতিটি দৃশ্যে কেঁদেছি: কৌশানী

ট্রেন জার্নি নিয়ে ট্রোলের কোনও জবাব দিতে নারাজ কৌশানী। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অভিনেত্রীর সাফ জবাব, 'আসলে পাবলিক ফিগার হলেই এই ধরনের ঘটনা ঘটে। নামের সঙ্গে সেলিব্রিটি যোগ থাকলেই ট্রোল করতে মানুষ একেবারে ব্যস্ত হয়ে পড়ে। মনে হয়, কয়েকটা খারাপ কথা না বললে ভাত হজম হবে না। আমি এগুলো নিয়ে একদম ভাবিত নই। এগুলো হয় এবং আগামীদিনেও হবে সেই বিষয়ে এখন আমি নিশ্চিত। এগুলো শুনতে শুনতে গায়ের চামড়া মোটা হয়ে গিয়েছে। এখন আর কিছু মনে হয় না, ধাতস্থ হয়ে গিয়েছি।' 

Advertisment

আরও পড়ুন জন্মদিনের আগেই 'সন্তান'-এর মুখদর্শন, বাবা-বনির সঙ্গে আনন্দ উদযাপন কৌশানীর

কৌশানীর বক্তব্য, 'ট্রেন জার্নি তো খুব স্বাভাবিক। ছোটবেলায় আমি মা-বাবার সঙ্গে ট্রেনে চেপে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি। এখন খুব বেশি ট্রেনে চড়া হয় না। মালদা-রায়গঞ্জের জন্য গাড়ির থেকে ট্রেনের জার্নি অনেক আরামদায়ক। অনেকদিন পর কেউ কিছু করলে সেটা তো বলতেই পারে। প্রথমবার প্লেনে চড়লেও তো মানুষের একটা আলাদা অনুভূতি হয়। আসলে আজকের এই কথাটা অন্য কেউ বললে সমস্যা হত না, আমি বলেছি তাই ট্রোল হচ্ছি। কারও ভাল দেখলে আজকাল মানুষ তারিফ কম আর চর্চা বেশি করে।'

আরও পড়ুন কৌশানী মাকে সোনার হার দিয়েছে আর আমি প্রার্থনা করব দর্শক যেন আমার ছবি ভালবাসে: বনি

Koushani Mukherjee