Saiyaara Controversy: চুমুর দৃশ্য কেটে বাদ দেওয়ার নির্দেশ, ফের একবার সেন্সর বোর্ডের চাপে 'সাইয়ারা'

মুক্তির আগেই সিনেমাটি ‘ইউ/এ’ সার্টিফিকেট পেয়েছে, তবে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) কিছু দৃশ্যের উপর কাটছাঁটের নির্দেশ দিয়েছে - যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

মুক্তির আগেই সিনেমাটি ‘ইউ/এ’ সার্টিফিকেট পেয়েছে, তবে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) কিছু দৃশ্যের উপর কাটছাঁটের নির্দেশ দিয়েছে - যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ahan

কী অবস্থা নতুন ছবির?

অনন্যা পান্ডের চাচাতো ভাই আহান পান্ডে মোহিত সুরির রোমান্টিক মিউজিক্যাল ড্রামা 'সাইয়ারা'-র মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন।  সেই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন অনিত পদ্দা। ছবিটি আজ, ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির আগেই সিনেমাটি ‘ইউ/এ’ সার্টিফিকেট পেয়েছে, তবে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) কিছু দৃশ্যের উপর কাটছাঁটের নির্দেশ দিয়েছে — যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

Advertisment

CBFC-এর সুপারিশ অনুযায়ী, সিনেমা থেকে দশ সেকেন্ডের একটি "কামুক, অন্তরঙ্গ, শরীরের এক্সপোজার ভিজ্যুয়াল" সম্পূর্ণভাবে মুছে ফেলতে বলা হয়েছে। এছাড়াও চারটি দৃশ্যে 'আপত্তিকর' শব্দ বাদ দিয়ে 'উপযুক্ত' শব্দ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সেন্সর বোর্ড এমনকি একটি  নির্দিষ্ট কিছুও যোগ করতে বলেছে, যেখানে দুই চাকার যানে হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হবে।

Aasif Khan: তড়িঘড়ি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল অসুস্থ অভিনেতাকে, ঠিক আছেন তো?

Advertisment

এই সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেক নেটিজেন হতাশা প্রকাশ করেছেন, কেউ কেউ Reddit-এ মন্তব্য করেছেন- "সেন্সর বোর্ডের এটা রসিকতা করা হল না?" অনেকেই সিবিএফসির ভণ্ডামি নিয়ে প্রশ্ন তুলেছেন, কারণ একই বোর্ড 'হাউসফুল ৫'-এর মতো ছবিকে ইউ/এ রেটিং দিয়েছে, যেখানে রয়েছে অশালীন রসিকতা ও চুম্বনের দৃশ্য।

Rudranil Ghosh: ২১- জুলাই মানেই কি ডিমভাতের মঞ্চ? রুদ্রনীল বলছেন, 'পশ্চিমবাংলার গ্রামে এদিন চুরি...!'

কেউ কেউ পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার হস্তক্ষেপ কামনা করেছেন, তাঁর সাহসী চিত্রনাট্য ও সেন্সর বোর্ডের সঙ্গে লড়াইয়ের অতীত অভিজ্ঞতা সাংঘাতিক। অ্যানিম্যাল ছবির সময় তিনি ভীষণ লড়াই করেছিলেন। অনেকেই এমন বলছেন, "সিবিএফসি চেয়ারম্যান হিসেবে ভাঙ্গাকে চাই, দয়া করে ভোট করুন।"'সাইয়ারা' ছবিটি পরিচালনা করেছেন মোহিত সুরি এবং প্রযোজনা করেছে যশ রাজ ফিল্মস (YRF)। এটি YRF এবং সুরির মধ্যে প্রথম কাজ একসঙ্গে। রোমান্টিক সঙ্গীতনির্ভর এই গল্পে সঙ্গীত পরিচালনা করেছেন মিঠুন, সচেত-পরম্পরা, ঋষভ কান্ত, বিশাল মিশ্র, তনিষ্ক বাগচী, ফাহিম আবদুল্লাহ এবং আরসলান নিজামী। ছবির মোট দৈর্ঘ্য ১৫৬.৫০ মিনিট অর্থাৎ প্রায় ২ ঘণ্টা ৩৭ মিনিট।

প্রসঙ্গে, প্রথম রিভিউ বলছে আহান এবং অনীতের কেমিস্ট্রি সকলকে বেশ মুগ্ধ করেছে। এবং পান্ডে পরিবারের সকলের মধ্যে আহানকে বেশ প্রমিসিং বলেই মনে হচ্ছে দর্শকদের। 

bollywood Entertainment News bollywood actress Entertainment News Today Bollywood Actor