New Update
/indian-express-bangla/media/media_files/2025/08/05/cats-2025-08-05-16-45-41.jpg)
PVR-এ মার্তমক দুর্ঘটনা
PVR Accident: গুয়াহাটির একটি শপিং মলের ভিতর পিভিআর (PVR)-এ 'মহাবতার নরসিংহ' চলাকালীন হঠাৎই হলের একটি অংশের ফলস সিলিং ভেঙে পড়ে। ভাইরাল ভিডিও।
PVR-এ মার্তমক দুর্ঘটনা
Mahavatar Narsimha: রবিবাসরীয় ছুটির দিনে গুয়াহাটির পিভিআর-এ ঘটে গেল ভয়ংকর এক ঘটনা। অ্যানিমেটেড ছবি 'মহাবতার নরসিংহ' চলাকালীন হঠাৎ করে ভেঙে পড়ল হলের সিলিং। এই ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়েছেন বলেই সূত্রের খবর। গুয়াহাটির একটি শপিং মলের ভিতর পিভিআর (PVR)-এ সিনেমা চলার সময়ই হঠাৎই হলের একটি অংশের ফলস সিলিং ভেঙে পড়ে। দর্শকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
এই মুহূর্তে হলের ভিতরের ভিডিও ফুটেজ ভাইরাল। সেখানেই দেখা যাচ্ছে, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে সিলিংয়ের ভাঙা অংশ ও কাচ। দর্শক ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়িয়ে হুড়োহুড়ি শুরু করে দেয়। সঙ্গে সঙ্গে সিনেমার প্রদর্শন বন্ধ করে আহতদের জন্য প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা হয়। এরপর হল কর্তৃপক্ষ সকল দর্শককে নিরাপদে বের করে আনতে সাহায্য করে।
আরও পড়ুন বিদেশে বুবলির সঙ্গে মাখমাখ মুহূর্তে শাকিব! প্রাক্তন স্বামী প্রসঙ্গে মুখ খুললেন অপু বিশ্বাস
আরও পড়ুন
Ceiling Collapse at #Guwahati @_PVRCinemas.During Movie Screening, 3 Injured Including Children.Sudden mishap triggered panic among audience as fragments of ceiling fell on heads of 3 people including children. At time of incident, film #narsimhaavatar was being screened#injury pic.twitter.com/SrrWIp8A4d
— Nikita Sareen (@NikitaS_Live) August 4, 2025
Free Press Journal-এর রিপোর্ট অনুযায়ী, ঘটনার পরে হলে তালা দেওয়া হয় ও ঘটনার তদন্ত শুরু হয়েছে। কেন আচমকা সিলিং ভেঙে পড়ল তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে এটাও খতিয়ে দেখা হচ্ছে হলটির নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কিনা। এখনো পর্যন্ত পিভিআর কর্তৃপক্ষ বা শপিং মল ম্যানেজমেন্ট এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এই ঘটনার পরই পরিচালক অশ্বিন কুমার পরিচালিত 'মহাবতার নরসিংহা' বক্স অফিসে দুর্দান্ত পারফরম্যান্স করছে।
আরও পড়ুন ওটিটি-তে সত্যি ঘটনা অবলম্বনে সেরা ৭ ছবি, এক নজরে দেখে নিন তালিকা
ঘটনার দিন অর্থাৎ রবিবার ১৩.৪০ কোটি টাকা আয় করেছে। 2D ও 3D উভয় ভার্শনে মুক্তি পেয়েছে ছবিটি। শনিবার ও রবিবার যথেষ্ট ভালো আয় করেছে 'মহাবতার নরসিংহ'। পাঁচটি ভাষায় মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জয়পূর্ণা দাস ও রুদ্র প্রতাপ ঘোষ। সিনেমার কাহিনি কেন্দ্রীভূত হয়েছে ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত প্রহ্লাদ মহারাজ-এর জীবনের ওপর। এই দুর্ঘটনা যেমন চিন্তার কারণ তেমনই দর্শকদের ভালবাসায় ভর করে 'মহাবতার নরসিংহ' এখনও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে ।
আরও পড়ুন নাক দিয়ে বইছে রক্ত গঙ্গা-হাউ হাউ করে কান্না! ভয়ংকর ভিডিও ভাইরাল হতেই তুমুল কটাক্ষ ঈশাকে